কিভাবে ব্লগ পোস্ট কপি (Copy paste ) হওয়া থেকে রক্ষা করবো?


পৃথিবীতে কত রকম চুরি রয়েছে,এই ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে  চুরির পদ্ধতিগুলোও উন্নতি হচ্ছে। তেমনি একটি বড় রকমের চুরি হচ্ছে এই কপি-পেস্ট ।

অনলাইনে ক্রাইমের পরিমান দিন দিন বৃদ্ধি পাচ্ছে,একজনের লেখা অন্যজন বিনা অনুমতিতে কপি করে নিজের নামে চালিয়ে যাচ্ছে।


যদিও কপিরাইট আইন রয়েছে কিন্তু আপনি চোরকে ধরতে পারলে না কপিরাইট ক্লেইম করবেন। 


কন্টেন্ট চুরির পরিমান বর্তমানে বৃদ্ধি পাচ্ছে যার ফলে ব্লগের সংখ্যা যতই হোক ইউনিক কন্টেন্ট খুজে পাওয়া যাচ্ছেনা।

এটি একটি ডিজিটাল ক্রাইম,অন্যর লেখা চুরি করে নিজের নামে চালানো যেমন চুরি তেমন ভিজিটরদের সাথে প্রতারণা। 


তবে এটি বন্ধ করার ও উপায় রয়েছে, কপি-পেস্ট বন্ধ করার জন্য অনেক কোডিং করা যায়।  আজ আমরা সবচেয়ে সহজ পদ্ধতিতে ব্লগ পোস্ট কপি হওয়া থেকে রক্ষা করবো,শুধু মাত্র জাভাস্ক্রিপ্ট কোড ব্লগে যুক্ত করবো।


ব্লগ পোস্ট কপি বন্ধের উপায়?

প্রথমে ব্লগে লগিন করে সেটিং থেকে লেয়াউট এ গিয়ে   Add A New Gadget থেকে HTML Javascript টি এড করে নিচের কোড গুলো বসিয়ে দিয়ে Save করে নিন।


<script src='demo-to-prevent-copy-paste-on-blogger_files/googleapis.js'></script><script type='text/javascript'>if(typeofdocument.onselectstart!="undefined" ) {document.onselectstart=new Function ("return false" );} else {document.onmousedown=new Function ("return false" ); document.onmouseup=new Function ("return true" );}</script>code-box


কপি করতে না পারলে এখান থেকে ডাওনলোড করে নিন: Download 


কিভাবে ব্লগ পোস্ট কপি (Copy paste ) হওয়া থেকে রক্ষা করবো?

বুঝতে কোন প্রকার সমস্যা হলে কমেন্ট করতে পারেন। আর ব্লগ রিলেটেড পোস্ট গুলো পড়তে নিচে দেখুনঃ


Post a Comment

أحدث أقدم