আসসালামু অলাইকুম, কেমন আছেন সবাই?
আজ আমি দেখাবো কিভাবে অনলাইন নিউজ পোর্টাল সাইট বানাতে হয়।
ওয়েবসাইট তৈরি করার জন্য প্রথম কাজ হচ্ছে সাইটের নাম ঠিক করা। আর এই নামে ডোমেইন খালি আছে কি না তা দেখা। একটি সুন্দর ডোমেইন নাম নির্বাচন করা গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠান পরিচিতি পাবে এই নামেই। যদি পেশাদারত্বের সঙ্গে সাইট তৈরি করতে চান, তবে অবশ্যই নতুন নাম নির্বাচন করতে হবে।
- আপনার পণ্য, সেবা বা ব্যবসার সঙ্গে মেলে এমন ডোমেইন নাম পছন্দ করুন।
- নাম যত ছোট নেওয়া যায়, তত ভালো। এতে আপনার সাইট যাঁরা দেখবেন, তাঁদের নামটা মনে রাখা সহজ হবে।
- সাধারণত ডোমেইন নিবন্ধন করা যায় ৭০০ থেকে ৯৫০ টাকার মধ্যে। ডোমেইন এক বা দুই বছরের জন্য নিবন্ধন করা যায়। মেয়াদ শেষে নবায়ন (রিনিউ) করতে হয়। এই কাজটা করে দেওয়ার জন্য অনেক পেশাদার প্রতিষ্ঠান রয়েছে।
- ডোমেইনের নিয়ন্ত্রণ (কন্ট্রোল প্যানেল)নিজের হাতে নেবেন। কন্ট্রোল প্যানেল দিতে পারবে না এমন সেবাদাতা বা প্রোভাইডারের কাছ থেকে ডোমেইন কেনা যাবে না। বিশ্বস্ত একটি ডোমেইন সরবরাহকারী হলো godaddy ও Namecheap
- অবশ্যই বাংলাদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে ডোমেইন কিনতে হবে। সমস্যা হলে যেন সহজেই যোগাযোগ করা যায়।
- আপনি যে নাম বা ডোমেইন ঠিক করলেন, সেটা ইন্টারনেটে খালি আছে কি না, তা উক্ত সাইট দুটি থেকে দেখে নিতে পারেন।
অনেক বকবক করলাম চলুন আজকের মূল বিষয় শুরু করা যাক।
- নিচের থিম টি ডাওনলোড করে নিন : Songbad52- Professional Bangla Newspaper Blogger Template Free Download
নোটঃকাজ গুলো Google Chrome দিয়ে করলে ভালো হবে ।
- প্রথমে আপনার Email & Password দিয়ে Blogger.com এ Login করুন।।
- বাম পাসের ডটগুলায় click করে New Blog এ click করুন।
- এখানে আপনার সাইটের নাম দিয়ে Next বাটন চাপুন।
- এখানে সাইটের এড্রেস/ URL দিয়ে save দিন।
- থ্রি ডট মেনুতে ক্লিক করুন।
- তারপর Theme এ click করুন
- হলুদ বৃত্ত দিয়ে দেখানো যায়গা ক্লিক করুন।
![]() |
- এখন Restore এ ক্লিক করুন।
- এরপর Upload এ ক্লিক করার পর আপনাকে ফোন থেকে সেই ডাওনলোড দেওয়া ফাইল টা আপলোড দিতে হবে।
- দেখুন আমার ফোনে কিন্তু ওই থিমের ২ টা ফাইল ছিল, বাম পাসের টা txt & ডান পাসের টা zip ফাইল।
এখানে আপনাকে txt ফাইল অথবা xml ফাইল আপলোড দিতে হবে তাই যদি আপনার ডাওনলোডকৃত
ফাইল zip থাকলে unzip করে আপলোড দিবেন।
আপলোড দেওয়ার পর নিচের মত একটু সময় নিবে
- দেখুন আপলোড নিচ্ছে,আপলোড শেষ হলে ব্যাক করে সাইটে গিয়ে দেখুন সাইট রেডি হয়ে গেছে।
- সাইট দেখে হতাস হবেন না, এটি মূলত মোবাইল ভিউ চাইলে এটি বন্দ্ধ করে শুধু ওয়েব ভিউ রাখতে পারবেন আমরা যেহেতু উপরে দেখানো web view এর উপর কাজ করবো তো চলুন ওয়েব ভিউ এ গিয়ে দেখি কেমন হয়েছে সাইট টি..
![]() |
মোবাইল দিয়ে এমন দেখাবে |
![]() |
কম্পিউটার থেকে দেখলে এমন দেখাবে |
আজ এখানেই শেষ, পরের Part এ থাকছে: ব্লগার ড্যাশবোর্ড ও সেটিং পরিচিতি সম্পূর্ণ বিস্তারিত সহ
Share Via:
About Author
আমি ফরিদপুর জেলাধীন সালথা থানায় ২০০১ সালের পহেলা জুন মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করি। আমি সব সময় নতুন কিছু শিখতে এবং অন্যকে শিখাতে পছন্দ করি।
অবসর সময়ে ইন্টারনেট ঘাটাঘাটি করে কম্পিউটার, ইন্টারনেট ও ব্লগিং সম্পর্কে একটা ভাল অভিজ্ঞতা হয়েছে যেমন ব্লগিং, এডসেন্স, ফেসবুক, গ্রাফিক্স ডিজাইন, ওয়েভ ডিজাইন এবং ইন্টারনেট মার্কেটিং ইত্যাদি বিষয়ে অভিজ্ঞতা হয়েছে। এগুলি দিয়ে আমি সব সময় আমার ব্লগটিকে ভাল অবস্থানে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করি।
আমার সাথে যোগাযোগের ঠিকানা নিচের ADMIN পেজ থেকে দেখতে পারবেন।
0 Response to " কিভাবে ব্লগারে নিউজ পোর্টাল ওয়েবসাইট বানাতে হয়"
Post a comment