বিমান বাহিনীর বিমানসেনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১।


বাংলাদেশ বিমান বাহিনী তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন - বিমানসেনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১।


যেকোন প্রকার সরকারি চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের সাইট টি অবশ্যই ভিজিট করবেন কারন আমরা প্রতিনিয়ত সরকারি চাকুরির বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি।



কোন চাকুরীতে আবেদনের পূর্বে অবশ্যই ওই চাকরির খুটিনাটি সব যাচাই বাছাই করে নিবেন।


চলিত সপ্তাহের এটাই ছিল সরকারি চাকরির বড়সড় বিজ্ঞপ্তি।সুতরাং আপনার যদি এই  চাকরি করার ইচ্ছা থাকে তবে এই লেখাটি পড়ুন তারপর যদি আপনি নিজেমে  যোগ্য মনে করে থাকেন তবে যেই পদটি আপনার ভালো হবে সেটাই উপর আবেদন করুন।


বিদ্রঃ আমি নিজেও ডিফেন্সে চাকরি করি তাই অভিজ্ঞতার আলোকে আবারো বলছি  আবেদনের আগে অবশ্যই সব যেনেশুনে আবেদন করবেন।


চলুন যেনে নেই বিমান বাহিনী সম্পর্কে।



বিমান বাহিনী কি?

বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আকাশ যুদ্ধ শাখা। বিমান বাহিনীর প্রাথমিক দায়িত্ব হচ্ছে বাংলাদেশের আকাশ সীমার সার্বভৌমত্ব রক্ষা করা, পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনীকে বিমান সহায়তা প্রদান করাও বিমান বাহিনীর অন্যতম দায়িত্ব। 

এছাড়াও বিমান বাহিনী দেশে ও বিদেশে বিভিন্ন দুর্যোগে মানবিক সহায়তা প্রদান করে থাকে এবং বিশ্বব্যাপী শান্তিরক্ষা কার্যক্রমের সাথেও যুক্ত রয়েছে।



বাংলার আকাশ রাখিব মুক্ত


বিমান বাহিনীর সংক্ষিপ্ত পরিচিতিঃ

বিমান বাহিনীর বিমানসেনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১।


প্রধান সেনাপতিঃ  রাষ্ট্রপতি আব্দুল হামিদ

বিমান বাহিনী প্রধানঃ  এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান

অংশীদারঃ বাংলাদেশ সশস্ত্র বাহিনী

আকারঃ ১৩,৬৯৪

বিমান সদরঃ কুর্মিটোলা, ঢাকা

ডাকনামঃ বিএএফ

নীতিবাক্যঃ বাংলার আকাশ রাখিব মুক্ত

মাস্কটঃ উড়ন্ত ঈগল 

বার্ষিকীঃবিমান বাহিনী দিবস (২৮ সেপ্টেম্বর)

সশস্ত্র বাহিনী দিবস (২১ নভেম্বর)

ওয়েবসাইটঃ www.baf.mil.bd





বিমান বাহিনীর ঘাটি সমূহঃ
  • বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি খাদেমুল বাশার, ঢাকা
  • বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু, ঢাকা
  • বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক, চট্টগ্রাম
  • বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি মতিউর রহমান, যশোর
  • বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি পাহাড়কাঞ্চনপুর, টাঙ্গাইল
  • বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার
  • মৌলভীবাজার রাডার ইউনিট
  • বগুড়া রাডার ইউনিট
  • তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণ ইউনিট, লালমনিরহাট
  • তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণ ইউনিট, সমশেরনগর



বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ – Bangladesh Air Force Job Circular 2021

যে ট্রেড গুলো থাকছেঃ
টেকনিক্যাল, নন টেকনিক্যাল,এম টি ও এফ, প্রভোস্ট, চিকিৎসা সহকারী, আই টি সহকারী, পি এফ এন্ড ডি আই

  • টেকনিক্যাল ট্রেড -(পুরুষ)
  • নন টেকনিক্যাল -(পুরুষ)
  • এম টি ও এফ -(পুরুষ)
  • আই টি সহকারী -(পুরুষ)
  • প্রভোস্ট -(পুরুষ এবং মহিলা)
  • পি এফ এন্ড ডি আই -(পুরুষ এবং মহিলা)
  • চিকিৎসা সহকারী -(পুরুষ এবং মহিলা)
বিমান বাহিনীর বিমানসেনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১।


বাংলাদেশ বিমান বাহিনীতে আবেদনের শিক্ষাগত যােগ্যতাঃ

  • টেকনিক্যাল ট্রেড -(পুরুষ) এস এস সি বিজ্ঞান শাখা ৩.৫০
  • নন টেকনিক্যাল -(পুরুষ) এস এস সি যে কোন বিভাগ ৩.৫০
  • এম টি ও এফ -(পুরুষ) এস এস সি বিজ্ঞান শাখা ৩.০০
  • আই টি সহকারী -(পুরুষ) এস এস সি বিজ্ঞান শাখা ৩.৫০
  • প্রভোস্ট -(পুরুষ এবং মহিলা) এস এস সি যে কোন বিভাগ ৩.৫০
  • পি এফ এন্ড ডি আই -(পুরুষ এবং মহিলা) এস এস সি যে কোন বিভাগ ৩.৫০
  • চিকিৎসা সহকারী -(পুরুষ এবং মহিলা) এস এস সি জীববিজ্ঞানসহ বিজ্ঞান শাখায় ৩.৫০


বিমান সেনা নিয়োগের ক্ষেত্রে বয়স & উচ্চতাঃ

  • ১৬ থেকে ২১ বছর ( ২৭ মার্চ ২০২২ তারিখে)


  • এম টি ও এফ ১৬-২৪ ( ২৭ মার্চ ২০২২ তারিখে)

  • চিকিৎসা সহকারী MATS সম্পন্নকারীদের ক্ষেত্রে সর্বোচ্চ ২৬ বছর ( ২৭ মার্চ ২০২২ তারিখে)

উচ্চতা- (পুরুষ)

সকল ট্রেড -৫ ফুট ৪”

প্রভোস্ট, পি এফ এন্ড ডি আই -৫ ফুট ৮”


উচ্চতা – (মহিলা)

চিকিৎসা সহকারী – ৫ ফুট

প্রভোস্ট, পি এফ এন্ড ডি আই – ৫ ফুট ৩”

বুকের মাপ (পুরুষ) : ন্যূনতম ৩০ ইঞ্চি; প্রসারণ: ২ ইঞ্চি।

বুকের মাপ (মহিলা) : ন্যূনতম ২৮ ইঞ্চি; প্রসারণ: ২ ইঞ্চি।

চোখঃ৬/৬ স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন (বর্ণাদ্ধ গ্রহণযােগ্য নয়)।
অযােগ্যতা

ওজনঃ বয়স ও উচ্চতা  অনুযায়ী।

বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত ( তালাকপ্রাপ্ত নয়)


বাংলাদেশ বিমান বাহিনীতে আবেদনের নিয়মঃ


 সরাসরি www.joinbangladeshairforcc.mil.bd‘ অথবা ওয়েবসাইটে "Apply Now’-এ ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে ফি বাবদ ২০০/- টাকা পরিশােধ করা হলে রেজিস্ট্রকৃত মােবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে।

প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড-এর মাধ্যমে ‘Login’ করে অনলাইনে আবেদনপত্র পূরণ ও প্রিন্ট করতে হবে।

উক্ত আবেদনপত্র প্রাথমিক লিখিত পরীক্ষার নির্ধারিত তারিখে সম্প্রতি তােলা উল্লেখিত সংখ্যক সত্যায়িত ছবি (অবশ্যই ল্যাব প্রিন্ট ও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কলারসহ শার্ট পরিহিত ছবি হতে হবে), শিক্ষাগত যােগ্যতার সনদ ও অন্যান্য সনদের সত্যায়িত ফটোকপিসহ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে।


বিমান বাহিনীর চাকরির অযোগ্যতাঃ

১। সেনা/নৌবিমান বাহিনী অথবা অন্য কোনাে সরকারি চাকরি হতে বরখান্ত/অপসারিত/স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ।
২। যে কোনাে ফৌজদারী অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্প্রাপ্ত।
৩। সরকারি চাকরিতে নিয়ােগ নিষিদ্ধ ঘােষিত।

সতর্কতাঃ

বাংলাদেশ বিমান বাহিনীতে বিমানসেনা হিসেবে কেবলমাত্র সংবাদপত্রে এবং বিমান বাহিনীর ওয়েবসাইটে প্রএকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ ও স্থান অনুযায়ী ইউনিফর্ম পরিহিত রিক্রুটিং টিমের মাধ্যমে পরীক্ষা গ্রহণ
করা হয়।

 ভর্তির ব্যাপারে যে কোনাে সুপারিশ প্রার্থীর অযােগ্যতা বলে গণ্য হবে। কেউ আর্থিক লেনদেনসহ কোনাে প্রকার প্রতারণা করার চেষ্টা করলে তাকে নিকটস্থ আইন প্রয়ােগকারী সংস্থার নিকট সােপর্দ করুন।


ভর্তির সময় অবৈধভাবে আর্থিক লেনদেন, ভূয়া ঠিকানা ও সনদ অথবা ভুল তথ্য প্রদানের মাধ্যমে বিমান বাহিনীতে ভর্তির তথ্য উদ্যাটিত হলে চাকরির যে কোনাে পর্যায়ে বরখাস্তসহ আইনের আওতায় প্রার্থীর বিরুদ্ধে
শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Post a Comment

أحدث أقدم