কিভাবে আলাপ এ্যাপে রিচার্জ করবেন। [Alap - BTCL calling App Recharge system ]

বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) অ্যাপটি চালু করেছে গত বুধবার (২৪ মার্চ)। আগামী ৪ এপ্রিল অ্যাপটির উদ্বোধন করবেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। সরকারের জন্য অ্যাপটি তৈরি করে দিয়েছে দেশীয় প্রতিষ্ঠান রিভ সিস্টেমস।

জানা গেছে, আলাপ থেকে আলাপ কথা বলা যাবে বিনামূল্যে। তবে ইন্টারনেট সংযোগ থাকতে হবে। আলাপ থেকে যেকোনও মোবাইল বা ল্যান্ডফোনে কথা বললে প্রতি মিনিটে খরচ হবে ৩০ পয়সা (এরসঙ্গে ১৫ শতাংশ ভ্যাট যুক্ত হবে)।  আবার যেকোনও মোবাইল বা ল্যান্ডফোন নম্বর থেকেও আলাপে কল করা যাবে। সম্প্রতি বিটিসিএল ওটিটি সেবা আলাপ চালুর জন্য বিটিআরসি থেকে অনাপত্তি পত্র পেয়েছে।


বিস্তারিত তথ্য, এর সুবিধা - অসুবিধা এবং একাউন্ট খোলার জন্য আমাদের আগের পোস্ট টি পড়ুন।


আলাপ BTCL calling এপ এ রিচার্জ করার নিয়মঃ

প্রথমেই আলাপ এপ এ গিয়ে নিচের দেখানো জায়গা ক্লিক  করুন।


কিভাবে আলাপ এ্যাপে রিচার্জ করবেন। [Alap - BTCL calling App Recharge system ]


এখন " Recharge" এ ক্লিক করুন।


কিভাবে আলাপ এ্যাপে রিচার্জ করবেন। [Alap - BTCL calling App Recharge system ]


কিসের মাধ্যামে বিল পেমেন্ট করবেন সেটা সিলেক্ট করুন।


আমি এখন Card দিয়ে দেখাচ্ছি তাই " Credit Card /Mobile banking "   এ ক্লিক করলাম।


কিভাবে আলাপ এ্যাপে রিচার্জ করবেন। [Alap - BTCL calling App Recharge system ]


এখানে টাকার পরিমান দিয়ে সাবমিট করুন।


কিভাবে আলাপ এ্যাপে রিচার্জ করবেন। [Alap - BTCL calling App Recharge system ]


এখানে আপনার Card এর Information দিয়ে নিচে PAY বাটন চাপুন।


Supported Card List:

  • MasterCard
  • Visa Card
  • American Express 
  • Union Pay
  • DBBL Nexus 


কিভাবে আলাপ এ্যাপে রিচার্জ করবেন। [Alap - BTCL calling App Recharge system ]

এখানে i-banking পিন নাম্বার দিন(৪ ডিজিটের) & সাবমিট করুন।



কিভাবে আলাপ এ্যাপে রিচার্জ করবেন। [Alap - BTCL calling App Recharge system ]


সব ঠিক থাকলে নিচের মত মেসেজ পাবেন "Your purchase of  Alaap Credits – tk 50.0 has been successful. The credit has been applied to your account." মানে আপনার একাউন্টে টাকা যোগ হয়ে গেছে।


কিভাবে আলাপ এ্যাপে রিচার্জ করবেন। [Alap - BTCL calling App Recharge system ]


 

Supported Mobile banking List:

উক্ত মোবাইল ব্যাংকিং গুলোর মাধ্যমে আলাপে রিচার্জ নিতে পারবেন।


কিভাবে বিকাশ থেকে রিচার্জ  করবেন?

কিভাবে বিকাশ থেকে রিচার্জ  করবেন?

আগের মত এখানে "টাকার পরিমান(১০)" দিয়ে Continue এ ক্লিক করুন।



কিভাবে আলাপ এ্যাপে রিচার্জ করবেন। [Alap - BTCL calling App Recharge system ]

এখানে আপনার বিকাশ নাম্বার টি দিয়ে "Confirm" করুন।


কিভাবে আলাপ এ্যাপে রিচার্জ করবেন। [Alap - BTCL calling App Recharge system ]

ভেরিফিকেশন কোড বসিয়ে "Confirm" করুন


কিভাবে আলাপ এ্যাপে রিচার্জ করবেন। [Alap - BTCL calling App Recharge system ]


এবার আপনার বিকাশ পিন নাম্বার দিয়ে "Confirm" করুন। 


কিভাবে আলাপ এ্যাপে রিচার্জ করবেন। [Alap - BTCL calling App Recharge system ]

ব্যাস!  

দেখুন টাকা চলে এসেছে"Your purchase of  Alaap Credits – tk 10.0 has been successful. The credit has been applied to your account." 


কিভাবে আলাপ এ্যাপে রিচার্জ করবেন। [Alap - BTCL calling App Recharge system ]

 








Post a Comment

أحدث أقدم