আসসলামু অলাইকুম, কেমন আছেন সবাই? 

আশা করি টিউন্স৭১ এর সাথে থেকে ভালোই আছেন।  আজকের বিষয়  : " যে কোনো নাম্বারে ৩০ পয়সা প্রতি মিনিট কল রেটে সাথে ১০ টাকা ফ্রি !!  - AMBER IT IP PHONE অ্যাপ-এ একাউন্ট খোলা ও ভেরিফাই করার পদ্ধতি  "

 

So, Let's start now......   


এই অ্যাপ দিয়ে নিজের নাম্বার গোপোন রেখে দেশের যে কোনো নাম্বারে কল দিয়ে কথা বলা যাবে মাত্র ০.৩০ পয়সা প্রতি মিনিট।

সরাসরি প্লে স্টোর থেকে ডাউনলোড করে একাউন্ট করলেই ১০ টাকা বোনাস। আর কারো রেফারেল লিংকে ক্লিক করে সেখান থেকে অ্যাপ টি ইন্সটল করে একাউন্ট করলে ২০ টাকা বোনাস। এবং প্রতি রেফারে ১০ টাকা বোনাস। তাছাড়া ব্যাল্যান্স ট্রান্সফার অপশন তো থাকছেই।

 

AMBER IT IP PHONE অ্যাপ-এ একাউন্ট খোলা ও ভেরিফাই করার পদ্ধতিঃ

ধাপ-১

প্রথমে গুগল প্লে স্টোর থেকে Amber IT IP Phone-অ্যাপটি ডাউনলোড এবং ইনস্টল করুন । অ্যাপটি খুঁজে পেতে Amber IT IP Phone লিখে সার্চ করুন। এরপর আপনার একটি সচল মোবাইল নাম্বার ব্যবহার করে রেজিস্ট্রশন করুন। কিছুক্ষনের মধ্যেই প্রদত্ত মোবাইল নাম্বারে একটি OTP চলে আসবে। OTP প্রদান করে আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।






ধাপ-২

OTP ভেরিফাই হয়ে গেলে আপনার প্রোফাইল নাম, এন আই ডি কার্ড নাম্বার, এন আই ডি (NID) কার্ডের সামনের অংশ, এন আই ডি (NID) কার্ডের পেছনের অংশ আপলোড করুন এবং প্রোফাইলে নিজের ছবি সেট করুন।





সকল তথ্য সঠিকভাবে প্রদান করলে আপনার একাউন্টটি ২৪/৩৬ ঘন্টার মধ্যে একটিভ হয়ে যাবে। এন আই ডি কার্ড (NID) ভেরিফিকেশনের পর যে কোনো নাম্বারে ৩০ পয়সা প্রতি মিনিট কল রেটে কথা বলতে পারবেন। (১৫% ভ্যাট প্রযোজ্য)

অ্যাম্বার আইটি আইপি ফোন অ্যাপ-এ একাউন্ট ভেরিফাই হওয়ার শর্তসমূহঃ

  • প্রোফাইল ফটো, এন আই ডি (NID) কার্ডের সামনের অংশ ও এন আই ডি (NID) কার্ডের পেছনের অংশ সঠিকভাবে আপলোড করা ।
  • যার এন আই ডি (NID) কার্ড তার ছবি প্রোফাইল ফটো সেকশনে ব্যবহার করা।
  • এন আই ডি কার্ডের (NID) নাম্বার সঠিকভাবে প্রদান করা।
  • এন আই ডি কার্ডের (NID) প্রদত্ত নাম নিজ একাউন্টে ব্যবহার করা।
  • প্রোফাইল ফটো অবশই অ্যাপ-এর ক্যমেরা (সেলফি ক্যামেরা) দিয়ে তুলে ব্যবহার করা।
যে কারণে আপনার একাউন্টটি ভেরিফাই হবে নাঃ
  • প্রোফাইল ফটো, এন আই ডি (NID) কার্ডের সামনের অংশ ও এন আই ডি (NID) কার্ডের পেছনের অংশ - এই তিনটি ছবির কোনো একটি আপলোড না করলে।
  • যার এন আই ডি (NID) কার্ড তার ছবি প্রোফাইল ফটো সেকশনে ব্যবহার না করলে।
  • এন আই ডি (NID) কার্ডের সামনের অংশ ও এন আই ডি (NID) কার্ডের পেছনের অংশ অস্পস্ট হলে।
  • এন আই ডি (NID) কার্ডের প্রদত্ত নামের সাথে একাউন্টে ব্যবহার করা নাম একই না হলে।
  • এন আই ডি (NID) কার্ডের ছবি ক্রপ করে প্রোফাইল ফটো সেকশনে ব্যবহার করলে।
  • নির্দিষ্ট সেকশনে নির্দিষ্ট ছবি ব্যবহার না করলে। (উদাঃ এন আই ডি (NID) কার্ডের সামনের অংশের সেকশনে এন আই ডি (NID) কার্ডের পেছনের অংশের ছবি ব্যবহার করা। ইত্যাদি।)
  • একই এন আই ডি (NID) কার্ড দিয়ে একাধিক একাউন্ট খুললে ।
  • এন আই ডি (NID) কার্ডের ফটোকপির ছবি তুলে ব্যবহার করেলে।
  • মেয়াদ উত্তীর্ন এন আই ডি (NID) কার্ড ব্যবহার করলে। (বিঃদ্রঃ যেসব এন আই ডি (NID) কার্ড ফুটো করে দেয়া হয়েছে সেসব এন আই ডি (NID) কার্ড-ই মেয়াদ উত্তীর্ন) ।
  • যে কোনো নকল এন আই ডি (NID) কার্ড ব্যবহার করলে।
  • প্রোফাইল ফটো আপলোডের ক্ষেত্রে অ্যাপ-এর সেলফি ক্যামেরা ব্যবহার না করা।
  • প্রোফাইল ফটো ও এন আই ডি (NID) কার্ডের সাদাকালো ছবি আপলোড করলে।



সকল তথ্য সঠিক থাকলে ২৪/৩৬ ঘন্টার মধ্যে আপনার একাউন্টটি ভ্যারিফাই হয়ে যাবে। আইপি ফোনের যে কোনো সাপোর্টের জন্য যোগাযোগ করুন- ০৯৬১১৯৯৯৬৬৬ এই নাম্বারে।


Call Us

09611123123, +88029844415

Email

- General Information
info@amberit.com.bd

- Web Related Information
webmaster@amberit.com.bd

- Administrative Information
admin@amberit.com.bd

- Technical Information
technical@amberit.com.bd

- Marketing Information
marketing@amberit.com.bd


 

  1. কিভাবে গুগল ম্যাপে নিজের বাড়ি বা প্রতিষ্ঠান যুক্ত করতে হয়? - New!
  2. বাংলাদেশে আসছে ই-ড্রাইভিং লাইসেন্স, ব্যবহার করা যাবে মোবাইলেই


Post a Comment

Previous Post Next Post