আলাপ অ্যাপে কথা বলুন ৩০ পয়সা প্রতি মিনিট রেটে যেকোন নাম্বারে।
আলাপ অ্যাপে কথা বলুন ৩০ পয়সা প্রতি মিনিট রেটে যেকোন নাম্বারে।Alap-BTCL Calling App.



অনানুষ্ঠানিকভাবে চালু হলো দেশীয় ওটিটি (ওভার দ্য টপ) কলিং সার্ভিস ‘আলাপ’।  বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) অ্যাপটি চালু করেছে গত বুধবার (২৪ মার্চ)। আগামী ৪ এপ্রিল অ্যাপটির উদ্বোধন করবেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। সরকারের জন্য অ্যাপটি তৈরি করে দিয়েছে দেশীয় প্রতিষ্ঠান রিভ সিস্টেমস।

জানা গেছে, আলাপ থেকে আলাপ কথা বলা যাবে বিনামূল্যে। তবে ইন্টারনেট সংযোগ থাকতে হবে। আলাপ থেকে যেকোনও মোবাইল বা ল্যান্ডফোনে কথা বললে প্রতি মিনিটে খরচ হবে ৩০ পয়সা (এরসঙ্গে ১৫ শতাংশ ভ্যাট যুক্ত হবে)।  আবার যেকোনও মোবাইল বা ল্যান্ডফোন নম্বর থেকেও আলাপে কল করা যাবে। সম্প্রতি বিটিসিএল ওটিটি সেবা আলাপ চালুর জন্য বিটিআরসি থেকে অনাপত্তি পত্র পেয়েছে।

বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালকা ড. রফিকুল মতিন শুক্রবার (২৬ মার্চ) রাতে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘২৪ মার্চ থেকে ২৬ মার্চ বেলা ১১টা পর্যন্ত ৪৪ হাজার ৩০০ জন গ্রাহক সাইন-আপ (অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল) করেছেন। এছাড়া শুক্রবার বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ২২ হাজার ৭৭৪ জন অ্যাপটিতে সাইন আপ করেছেন।’  তিনি জানান, অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন হলে এবং ব্যাপক প্রচার পেলে গ্রাহক অনেক বাড়বে। তিনি আরও জানান, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমোতে নিজেদের মধ্যে কথা বলা যায় ডাটা (ইন্টারনেট খরচ) করে।  মোবাইল নম্বর বা ল্যান্ডফোনে করা যায় না।  আলাপে এই সমস্যা নেই। ফলে আলাপ জনপ্রিয়তা পাবে বলে তিনি আশাবাদী।


আলাপ অ্যাপে কথা বলুন ৩০ পয়সা প্রতি মিনিট রেটে যেকোন নাম্বারে।

জানা গেছে, গুগল প্লে স্টোর, অ্যাপল স্টোর থেকে ‍alaap  লিখে সার্চ দিলে অ্যাপটি পাওয়া যাবে। অ্যাপটি ডাউনলোড করে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করলেই কথা বলা যাবে আলাপ দিয়ে।

প্রসঙ্গত, দেশে ব্রিলিয়ান্ট, আম্বার আইটিসহ আরেকটি ওটিটি অ্যাপ চালু রয়েছে। আলাপ হলো দেশের চতুর্থ ওটিটি  অ্যাপ। আরও চারটি অ্যাপ চালু জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বিটিআরসি থেকে সম্প্রতি অনুমোদন পেয়েছে।


এই App এর কিছু উল্লেখযোগ্য সুবিধাঃ

  • আমার কাছে সবথেকে ভাল যে ফিচার টা মনে হয়েছে সেটি হচ্ছে কল ফরওয়ার্ডিং সিস্টেম। ধরুন আপনি এখন অফলাইনে আছেন৷ সেক্ষেত্রে আপনি ইনকামিং কলগুলো চাইলে আপনার gsm নেটওয়ার্কের আওতাভুক্ত মোবাইল নাম্বারে নিতে পারবেন। সোজা কথায় অফলাইন নাম্বার থেকেই কল রিসিভ করতে পারবেন।
  • কল রেকর্ডিং সুবিধা যা সাধারণ অন্যান্য আইপি কলিং অ্যাপগুলোতে নেই।
  • কল করার জন্যে একটা আলাপ নাম্বার পাবেন যা শুরু হবে 09696 দিয়ে এবং বাকী ডিজিটগুলো যথাসম্ভব আপনার মোবাইল নাম্বারের সাথে মিল রেখে আপনাকে দেওয়া হবে।

কল রেটঃ

আলাপ অ্যাপে কথা বলুন ৩০ পয়সা প্রতি মিনিট রেটে যেকোন নাম্বারে।

App Download  Link

(রেফার লিংক থেকে ডাউনলোড করলে ১৫ মিনিট ফ্রি পাবেন)।

(ব্রাউজারের ডেস্কটপ মোড অন থাকলে অফ করে নিবেন)


কিভাবে আলাপ এপে রেজিষ্ট্রেশন করবেন?

উপরে দেওয়া লিংকে ক্লিক করার পর প্লেস্টোর থেকে app টি ইন্সটল করে ওপেন করুন।

আলাপ অ্যাপে কথা বলুন ৩০ পয়সা প্রতি মিনিট রেটে যেকোন নাম্বারে।

এবার Continue এ ক্লিক করুন।

আলাপ অ্যাপে কথা বলুন ৩০ পয়সা প্রতি মিনিট রেটে যেকোন নাম্বারে।

এবার যে নাম্বার দিয়ে রেজিষ্ট্রেশন করতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে দিন, লক্ষ করুন আগে থেকেই বাম দিকে যেহেতু +880 দেওয়া আছে তাই আপনার নাম্বারটি 1 থেকে শুরু করে বাকীটা বসিয়ে দিন এবং কন্টিনিউ এ ক্লিক করুন।

আলাপ অ্যাপে কথা বলুন ৩০ পয়সা প্রতি মিনিট রেটে যেকোন নাম্বারে।

নিচের মতো পপ আপ আসলে এলাউ করে দিন তাহলে পিন কোডটি অটোমেটিক্যালি বসে পরের ধাপে যাবে।

আলাপ অ্যাপে কথা বলুন ৩০ পয়সা প্রতি মিনিট রেটে যেকোন নাম্বারে।

এবার শুরু ভেরিফিকেশনের পালা।ভেরিফিকেশনের জন্যে তিনটি ধাপ অতিক্রম করতে হবে যা নিচের ছবিতে দেখতে পাচ্ছেন, নেক্সটে ক্লিক করুন।


ভেরিফিকেশনের জন্যে প্রথমেই আপনাকে আপনার NID কার্ড আপলোড করতে হবে। নিজের না থাকলে পরিবারের কারও ব্যবহার করতে পারেন।

আলাপ অ্যাপে কথা বলুন ৩০ পয়সা প্রতি মিনিট রেটে যেকোন নাম্বারে।

NID কার্ডের ছবি তোলার জন্যে ক্যামেরা পারমিশন এলাউ করুন।

আলাপ অ্যাপে কথা বলুন ৩০ পয়সা প্রতি মিনিট রেটে যেকোন নাম্বারে।

এবার NID card এর ফ্রন্ট পেজের স্পষ্ট ছবি তুলুন।যেন প্রত্যেকটি লিখা পরিষ্কারভাবে বোঝা যায়।

আলাপ অ্যাপে কথা বলুন ৩০ পয়সা প্রতি মিনিট রেটে যেকোন নাম্বারে।

সঠিকভাবে তোলা হলে সাবমিট করুন। অন্যথায় রিটেকে ক্লিক করে পুনরায় ছবি তুলুন।


আলাপ অ্যাপে কথা বলুন ৩০ পয়সা প্রতি মিনিট রেটে যেকোন নাম্বারে।

অনুরুপভাবে ব্যাক পেজের ছবি আপলোড করুন।

আলাপ অ্যাপে কথা বলুন ৩০ পয়সা প্রতি মিনিট রেটে যেকোন নাম্বারে।

আলাপ অ্যাপে কথা বলুন ৩০ পয়সা প্রতি মিনিট রেটে যেকোন নাম্বারে।

ফ্রন্ট ও ব্যাক পেজের ছবি সঠিকভাবে আপলোড করা হলে নেক্সটে ক্লিক করুন। 

আলাপ অ্যাপে কথা বলুন ৩০ পয়সা প্রতি মিনিট রেটে যেকোন নাম্বারে।

নেক্সটে ক্লিক করার পর ছবিগুলো সঠিকভাবে আপলোড করা হলে আপনি আপনার NID  information দেখতে পবেন, এবার নেক্সটে ক্লিক করুন।

আলাপ অ্যাপে কথা বলুন ৩০ পয়সা প্রতি মিনিট রেটে যেকোন নাম্বারে।

এবার আপনাকে আপনার সেল্ফি আপলোড করতে হবে।পরিবারের অন্য কারও NID Card ইউজ করে থাকলে ওনার সেলফি আপলোড

আলাপ অ্যাপে কথা বলুন ৩০ পয়সা প্রতি মিনিট রেটে যেকোন নাম্বারে।


সবকিছু সঠিকভাবে প্রোভাইড করা হলে ভ্যালিডেশন সফল হবে।

আলাপ অ্যাপে কথা বলুন ৩০ পয়সা প্রতি মিনিট রেটে যেকোন নাম্বারে।

এবার app initialization এর জন্যে আরও কিছু সেকেন্ড অপেক্ষা করুন।

আলাপ অ্যাপে কথা বলুন ৩০ পয়সা প্রতি মিনিট রেটে যেকোন নাম্বারে।

এবার নিচের স্ক্রিনশট এর মতো ইন্টারফেস আসলে  lock screen Notification enable করুন।

আলাপ অ্যাপে কথা বলুন ৩০ পয়সা প্রতি মিনিট রেটে যেকোন নাম্বারে।

বাস! কাজ শেষ। আসুন এবার দেখি একাউন্ট ভেরিফিকেশন সফল হলো কিনা। চেক করতে চিহ্নিত জায়গায় ক্লিক করুন।

আলাপ অ্যাপে কথা বলুন ৩০ পয়সা প্রতি মিনিট রেটে যেকোন নাম্বারে।

এবার My Account এ ক্লিক করুন।


আলাপ অ্যাপে কথা বলুন ৩০ পয়সা প্রতি মিনিট রেটে যেকোন নাম্বারে।


নিচের দিকে দেখুন NID Verification - Approved লেখা আসছে তারমানে আপনার একাউন্ট টি সচল হয়েছে।



ছবি সেট করতে উপরে ডান কোনায় দেখানো আইকনে ক্লিক করুন।

আলাপ অ্যাপে কথা বলুন ৩০ পয়সা প্রতি মিনিট রেটে যেকোন নাম্বারে।

এখানে
  তথ্য দিয়ে Save করুন।

আলাপ অ্যাপে কথা বলুন ৩০ পয়সা প্রতি মিনিট রেটে যেকোন নাম্বারে।


এখানে Yes দিন।

আলাপ অ্যাপে কথা বলুন ৩০ পয়সা প্রতি মিনিট রেটে যেকোন নাম্বারে।



ব্যাস হয়ে গেল আপনার "আলাপ" একাউন্ট, এখন মন খুলে কথা বলুন মাত্র ৩০ পয়সা রেটে।



Post a Comment

Previous Post Next Post