আমরা অনেকে জন্ম নিবন্ধন যাচাই করতে গিয়ে অনেক ভোগান্তিতে আছি কারন ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না আর গেলেও error data দেখা যায়।
এত কিছু কেন হচ্ছে বা কিভাবে আমরা সঠিকভাবে জন্ম নিবন্ধন যাচাই করতে পারব সেটা নিয়ে প্রশ্ন সবার।
এতকিছুর সমস্যার কারণ হচ্ছে সরকার জন্ম নিবন্ধন ওয়েবসাইট পরিবর্তন করেছে এবং সেটা নতুনভাবে চালু করা হয়েছে ২০২১ সালের ১০ জানুয়ারি কিন্তু তারপরও আমরা জন্ম নিবন্ধন যাচাই করতে গিয়ে সমস্যার সম্মুখীন হয়েছি কিছুদিন যাবত।
এটার কারণ হিসেবে বলা হয়েছে কারিগরি উন্নয়ন এর জন্য এতদিন সমস্যা ছিল।
এখন কোন ঝামেলা ছাড়াই আপনারা জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন,২টা ওয়েবসাইট থেকে করা যাবে কিন্তু প্রিন্ট করা যাবে ১টা ওয়েবসাইট থেকে।যেটা থেকে প্রিন্ট করা যাবে সেটাই আজ আলোচনা করবো।
কিভাবে মোবাইল দিয়ে যাচাই এবং প্রিন্ট করতে হয় তা নিচে ধাপে ধাপে দেখানো হয়েছে,প্রতিটি ধাপ পর্যায়ক্রমে অনুসরণ করুন।
- আগের ওয়েবসাইট নিয়ে এই পোস্ট টি দেখতে পারেনঃজন্ম নিবন্ধন অনলাইনে চেক করার নিয়ম।
প্রথমে নিচের লিংকে প্রবেশ করুন
এরপর নিচের ছবির মতো অপশন দেখতে পারবেন এখানে ৩ টা অপশন খেয়াল করুন প্রথম অপশনে ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বার দিন।
সকল তথ্য দেওয়া হলে Search এ ক্লিক করুন।
আশা করি এখন সবাই নিজের নিজের জন্ম নিবন্ধন যাচাই এবং প্রিন্ট করতে সক্ষম হবেন।
- আরো পড়ুনঃ জাতীয় পরিচয় পত্র সংশোধন সংক্রান্ত তথ্য।
link didnot work
ReplyDeleteপোস্ট আপডেট করা হয়েছে...এখন লিংক কাজ করবে।
Deleteভাই বাংলাদেশের Birth certificate /NID সম্পকৃত ওয়েবসাইট / কল সেন্টারের অবস্থা খুবি বাজে।
ReplyDeleteযখন পোস্ট টি করা হয়েছিল তখন এই পদ্ধতি কাজ করতো এখন তাদের অফিসিয়াল সাইটে Birth certificate ভেরিফাই করার যে লিংক টি ছিল সেটিও কাজ করছেনা।
সাথে থাকুন,অন্য কোন সাইট থাকলে আপনাকে জানানো হবে।
ধন্যবাদ।
Kibabe karbo atha
ReplyDeleteপোস্টে সব বলা হয়েছে,সে অনুযায়ী কাজ করুন।
Deleteভাই পিডিএফ ফাইল তো সেভ error দেখায়
ReplyDeletePost a Comment