ইউটিউব থেকে আয়ঃ কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করবেন?

 একাবিংশ শতাব্দীতে ইন্টারনেট বিপ্লব এসেছে গোটা দুনিয়া জুড়ে।এরমধ্যে ইউটিউব একটা বড়ো ভূমিকা পালন করে।বর্তমান সময়ে জনপ্রিয় পাঁচটি ওয়েবসাইটের মধ্যে YouTube হচ্ছে একটি। বিনোদন থেকে শুরু করে বিভিন্ন ধরনের কঠিন ও জঠিল সমস্যার সমাধান পাওয়ার ক্ষেত্রেও এখন YouTube এ ভিডিও খুজা হয়ে থাকে।


ইউটিউব থেকে আয়ঃ কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করবেন?

গুগলের নিজেস্ব সার্ভার হওয়ার কারনে ইউটিবার তাদের ভিডিওগুলো YouTube রাখতে স্বাচ্ছন্দবোধ করে। তাছাড়া ইউটিউব মোবাইল এ্যাপ্লিকেশন থাকার কারনে যে কেউ মুহুর্তে ভিডিও দেখতে পারেন বলে ভিডিও সাহট হিসেবেও YouTube জনপ্রিয়তার শীর্ষে স্থান করে নিয়েছে।

তারজন্য বহু লোকের YouTube এ চ্যানেল খুলে আয় করার রাস্তা খুলেছে।সেরকম আপনি যদি অনলাইন থেকে আয় পেতে চান তাহলে ইউটিউব চ্যানেল খোলা একটি লাভজনক আইডিয়া।তবে হয়তো অনেকেই জানেননা কিভাবে নতুন ইউটিউব চ্যানেল খুলবেন?

চিন্তানেই,এই পোস্টে শুধু ইউটিউব চ্যানেল খোলার নিয়ম গুলি নিয়েই কথা বলবো না,আপনি কিভাবে একটি প্রফেশনাল youtube চ্যানেল খুলবেন সেটা স্টেপ বাই স্টেপ বুঝানোর চেষ্টা করবো।তার আগে,ইউটিউব চ্যানেল সম্পর্কে কিছু তথ্য জেনেনিন।

YouTube চ্যানেল কি?

YouTube একাউন্ট তৈরি করা খুব কঠিন কিছু নয়। ইন্টারনেটে সার্চ করলে এ সম্পর্কে হাজার হাজার টিউটরিয়াল অনায়াসে পেয়ে যাবেন। অভিজ্ঞদের জন্য এই পোষ্ট হয়ত কোন অর্থ বহন করবে না। তবে যারা YouTube এ নতুন তারা আজকের পোষ্ট থেকে একাউন্ট তৈরির ধাপ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তারপরও যারা পূর্নাঙ্গ অভিজ্ঞ নয় তারাও ইউটিউব চ্যানেল Professional Look দেওয়ার কিছু বিষয় জানতে পারবেন।

ইউটউব হচ্ছে এমন  প্লাটফর্ম যেখানে সারা বিশ্বে প্রত্যেকদিন ৫০০ কোটির বেশী ভিডিও দেখা হয়।প্রত্যেক মিনিটে প্রায় ৩০০ ঘন্টার ভিডিও আপলোড হয় এই প্লাটফর্মে।


ইউটিউব থেকে আয়ঃ কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করবেন?

এই বৃহৎ পরিমান ভিডিও আমার-আপনার মতো সাধারণ লোকেরা আপলোড করেছেন।এবং তারা লক্ষ্য লক্ষ্য টাকা আয় করছেন সেখান থেকে

ইউটিউব হচ্ছে গুগলের একটা প্রোডাক্ট সার্ভিস যেমন গুগল ম্যাপস,জিমেইল,গুগল ড্রাইভ এই গুলি সব গুগলের প্রোডাক্ট। গুগল youtube কে ২০০৬ সালে কিনে নেই এবং পাবলিকের জন্য ফ্রিতে ওপেন করেদেই।

আস্তে আস্তে সাধারণ মানুষ সেখানে ভিডিও আপলোড করতে থাকে।এইভাবে ধীরে ধীরে youtube এর নাম ছড়িয়ে পড়লে content creator দেড় ফেভারিট প্লাটফর্ম হয়ে দাঁড়ায় ইউটিউব।

youtube হচ্ছে দুনিয়ার সবথেকে বড়ো ভিডিও প্লাটফর্ম। 

আজ আমরা ইউটিউব থেকে নিউস,গান,কমেডী,শিক্ষা,ফ্লিম, প্রায় সব ধরণের ভিডিও দেখি।সেইসব ভিডিও কেউ না কেউ আপলোড করছে।

যেমন t-series, zeenews, এরা গান, নিউস ইত্যাদি ভিডিও আপলোড করেএবং সেই ভিডিও আপনি/আমি দেখি তার সঙ্গে এড ও দেখছি আর তাথেকে ওরা আয় করছে

মেন্কথা হচ্ছে ইউটিউব এ যদি ভিডিও আপলোড করতে চান তাহেল আপনার একটা একাউন্ট এর প্রয়োজন পড়বে, তবেই আপনি ভিডিও আপলোড করতে পারবেন।   

একটা নতুন ইউটিউব চ্যানেল খুলতে হলে আপনার একটা একাউন্ট এর দরকার পড়বে।যেমন ফেসবুকে পোস্ট করতে হলে আপনার একটা প্রোফাইল প্রয়োজন পরে,সেইরকম ইউটিউব এ ভিডিও পাবলিক এরসঙ্গে শেয়ার করতে চান তাহলে একটি প্রোফাইল বা একাউন্ট থাকা বাধতামুলুক


আজকের পোষ্ট ইউটিবের বেসিক একটি বিষয় হওয়া সত্বেও ব্লগে শেয়ার করছি। বেসিক বিষয়টি শেয়ার করার পেছনে একটি মূখ্য উদ্দেশ্য রয়েছে। অনেকে YouTube নিয়ে আমাদের ব্লগে একটি পোষ্ট করার জন্য প্রায় সময় অনুরোধ জানিয়েছেন। সেই প্রেক্ষিতে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে, YouTube নিয়ে পর্যাক্রমে কয়েকটি সিরিজ পোষ্ট শেয়ার করব। 

 আমার বিশ্বাস আপনি সবগুলো পোষ্ট পড়লে একটি ভালমানের ইউটিউব চ্যালেন তৈরি করে Google AdSense হতে নূন্যতম স্মার্ট এমাউন্ট ইনকাম করতে পারবেন।

সাধারণত দুই ধরনের ইউটিউব চ্যানেল তৈরি করা যায়। একটি হচ্ছে পার্সোন্যাল ইউটিউব চ্যানেল এবং অন্যটি কোম্পানি বা প্রতিষ্ঠানের নামে (Brand) ইউটিউব চ্যানেল। যেকোন ধরনের ইউটিউব চ্যানেল তৈরি করুন না কেন, উভয় ক্ষেত্রে নিয়ম প্রায় এক রকম। একটি ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য যতগুলো স্টেপ আছে সবগুলো স্টেপ আলাদা করে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব।

কিভাবে একটি প্রফেশনাল youtube চ্যানেল খুলবেন?


একটি ইউটিউব চ্যানেল খোলার জন্য আপনার একটি জিমেইল আইডি থাকতে হবে। ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য প্রথমে আপনার জিমেইল আইডি ব্যবহার করে গুগল একাউন্টে লগইন করতে হবে। আপনার জিমেইল একাউন্ট না থাকলে প্রথমে একটি জিমেইল একাউন্ট তৈরি করে নিবেন।

আপনার একটি ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য প্রথমে কম্পিউটারের ব্রাউজার অপেন করে ইউটিউব এ ভিজিট করতে হবে।

ইউটিউব থেকে আয়ঃ কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করবেন?


এখন আপনার গুগল একাউন্টে লগইন করার জন্য উপরের চিত্রের তীর চিহ্নিত Sign In বাটনে ক্লিক করতে হবে। Sign In বাটনে ক্লিক করা মাত্র নিচের চিত্রেরন্যায় Sign In করার অপশন দেখতে পাবেন।

ইউটিউব থেকে আয়ঃ কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করবেন?


এখানে আপনার জিমেইল আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে গুগল একাউন্টে Sign In করতে হবে। Sign In করার জন্য প্রথমে আপনার জিমেইল আইডি ও পরে আপনার জিমেইল আইডি’র পাসওয়ার্ড দিতে হবে।

নিচের চিত্র হতে আপনার একটি ইউটিউব চ্যানেল খোলার কাজ শুরু করতে হবে।

ইউটিউব থেকে আয়ঃ কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করবেন?

এখানে উপরের চিত্রের ১নং অংশের গোলাকার বৃত্তটিতে ক্লিক করলে ২নং অংশটি ভেসে উঠবে। উপরের চিত্র হতে ২নং অংশের Create Channel এ ক্লিক করে ইউটিউব চ্যানেল খোলার কাজ শুরু করবেন।

ইউটিউব থেকে আয়ঃ কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করবেন?

এখানে একটি ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য Get Started বাটনটিতে ক্লিক করবেন। Get Started এ ক্লিক করা মাত্র নিচের চিত্রটি দেখতে পাবেন।

ইউটিউব থেকে আয়ঃ কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করবেন?


উপরের চিত্রের আপনি দুটি অপশন দেখতে পাচ্ছেন। চিত্রের ১নং অংশ সিলেক্ট করে ইউটিউব চ্যানেল তৈরি করলে আপনার গুগল একাউন্টে যে নাম আছে ঠিক সেই নামে ইউটিউব চ্যানেল তৈরি হবে। কিন্তু ২নং অংশ সিলেক্ট করে ইউটিউব চ্যানেল তৈরি করলে আপনার পছন্দমত যেকোন নামে তৈরি করতে পারবেন। ২নং অংশ সিলেক্ট করে ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য আমি সাজেস্ট করব।

ইউটিউব থেকে আয়ঃ কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করবেন?

উপরের চিত্রে দেখুন, এখানে ১নং অংশে আপনার নাম লিখে ২নং অংশে ঠিক চিহ্ন দিয়ে ৩নং অংশের Create বাটনে ক্লিক করলে আপনার একটি ব্যক্তিগত ইউটিউব চ্যানেল তৈরি হয়ে যাবে।

ইউটিউব থেকে আয়ঃ কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করবেন?


এখানে আপনার ইউটিউব চ্যানেল এর প্রোফাইল পিকচার আপলোড করে দিতে পারবেন। এ ছবিটি আপনার ইউটিউব চ্যানেলের নামের পাশে সবাই দেখতে পাবে। তারপর একটু স্ক্রল করে নিচের দিকে গেলে নিচের চিত্রের অপশন দেখতে পাবেন।

ইউটিউব থেকে আয়ঃ কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করবেন?


উপরের চিত্রের অংশগুলোর মাধ্যমে আপনার ওয়েবসাইট সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার এর লিংক যুক্ত করে দিতে পারবেন। এই লিংকগুলো আপনার ইউটিউব চ্যানেলের আর্ট অংশে শো হবে। সবশেষে Save and Continue তে ক্লিক করলে আপনার একটি ব্যক্তিগত ইউটিউব চ্যানেল তৈরি হয়ে যাবে। তবে এগুলো না দিলেও আপনার একটি ইউটিউব চ্যানেল তৈরি হতে কোন সমস্যা হবে না।

কিভাবে  ব্র্যান্ড ইউটিউব চ্যানেল  তৈরি করবেন?

আপনার যদি পূর্বে কোন ইউটিউব চ্যানেল থাকে তাহলে আরেকটি ইউটিউব চ্যানেল খোলার ক্ষেত্রে Brand Account ব্যবহার করে ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে। একাধিক ইউটিউব চ্যানেল খোলার জন্য প্রথমে আপনার ইউটিউব চ্যানেলে লগইন করুন।

ইউটিউব থেকে আয়ঃ কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করবেন?


আপনার পূর্বের কোন ইউটিউব চ্যানেল থাকলে উপরের চিত্রের ১নং অংশের গোলাকার বৃত্তটিতে ক্লিক করলে ২নং অংশের Settings এ ক্লিক করতে হবে। Settings এ ক্লিক করার পর নিচের অপশনগুলো শো হবে।

ইউটিউব থেকে আয়ঃ কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করবেন?


তারপর উপরের চিত্রের Add or Manage Your Channel এ ক্লিক করতে হবে। Add or Manage Your Channel ক্লিক করার পর আপনার যতটি ইউটিউব চ্যানেল আছে সবগুলো শো হবে।

ইউটিউব থেকে আয়ঃ কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করবেন?


উপরের চিত্রের দেখুন আমার ইউটিউব একাউন্টের সবগুলো চ্যানেল শো হয়েছে। এখন আপনি নতুন একটি ইউটিউব চ্যানেল খোলার জন্য উপরের চিত্রের বাম পাশে থাকা Create a New Channel এ ক্লিক করে আপনার একটি নুতন ইউটিউব চ্যানেল খোলা শুরু করতে হবে।
ইউটিউব থেকে আয়ঃ কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করবেন?

এই অংশে আপনার ইউটিউ চ্যানেলের নামটি লিখে নীল রংয়ের Create বাটনে ক্লিক করলে আপনার একটি Brand ইউটিউব চ্যানেল তৈরি হবে। 





মোবাইল দিয়ে কিভাবে ইউটিউব  চ্যানেল খুলবেন?
ইউটিউব থেকে আয়ঃ কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করবেন?

এটিও আগের মতই,কঠিন কিছুনা তাই অতকিছু বলার দরকার নেই। যাদের দরকার নিচ থেকে দেখে নিনঃ


ইউটিউব চ্যানেলের সাধারণ সেটিংঃ

একাউন্ট তৈরী হয়ে গেলে আপনি  চ্যানেল ড্যাসবোর্ড পেজে চলে আসবেন। যেখানে আপনি দুটো options দেখতে পাবেন Customize Channel & Youtube Studio.

আপনার চ্যানেলকে সাজিয়ে নেওয়ার জন্য “Customize channel“এ ক্লিক করুন। 

ইউটিউব থেকে আয়ঃ কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করবেন?

এবার আপনি একটা নতুন পেজে চলে যাবেন এখানে আপনার চ্যানেল এর বেসিক সেটিং যথা চ্যানেল এর লোগো ব্যানার ওই গুলো চেঞ্জ করে নিতে পারবেন।


ইউটিউব থেকে আয়ঃ কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করবেন?

এখানে Basic info অপশন থেকে নিচের সেটিং গুলা করতে পারবেনঃ


ইউটিউব থেকে আয়ঃ কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করবেন?


প্রথম বক্স এ আপনার চ্যানেলের বিবরণ ২য় বক্স এ ভাষা পরিবর্তন,৩য় টায় চ্যানেলের URL, ৪র্থ বক্সে আপনার Website URL  এবং ৫ম বক্সে ইমেল এড্রেস সেট করতে নিতে পারবেন। 

 আরো কিছু সেটিং রয়েছে যেগুলো ড্যাসবোর্ড থেকে করে নিতে পারবেন।





কিভাবে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবেন?

আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার জন্য প্রথমে আপনাকে ভালোমানের ভিডিও তৈরি করতে হবে। ভিডিও তৈরীর জন্য আপনি দুটি উপায় অবলম্বন করতে পারেন। প্রথমটি হলো ভিডিও ক্যামেরা অথবা স্মার্টফোনের ক্যামেরা দিয়ে ভিডিও তৈরি করে YouTube এ আপলোড এবং ২য়টি হলো কম্পিউটার অথবা মোবাইলের সাহায্য বিভিন্ন ধরনের টিউটিরিয়াল ভিডিও তৈরি করে করে YouTube এ আপলোড।
ইউটিউব থেকে আয়ঃ কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করবেন?

তবে ভিডিও তৈরির আগে একটি বিষয় মনে রাখতে হবে যে, আপনার ভিডিওটি অবশ্যই মজাদার বা শিক্ষনীয় ও ভালোমানের হতে হবে। অন্যের ভিডিও নকল করে কিংবা সামান্য পরিবর্তন করে কাজটি করা যাবে না। তাহলে আপনি YouTube এর কাছে কপিরাইটের দায়ে ফেসে যেতে পারেন।







কিভাবে ইউটিউব চ্যানেলে প্রফাইল & কভার ফটো সেট করতে হয়?
ইউটিউব থেকে আয়ঃ কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করবেন?


উপরের চিত্রটিতে দেখুন - চ্যানেল এর বাম পাশে একটি প্রোফাইল পিকচার, বড় আকারে কভার ফটো ও ডান পাশের নিচের দিকে বিভিন্ন ওয়েবসাইট ও সোসিয়াল মিডিয়া লিংক যুক্ত করা রয়েছে। এই কাজটি করার জন্য Channel Art অপশন ব্যবহার করতে হবে।
বিস্তারিত এখানে দেখুনঃকিভাবে ইউটিউব Channel Art যুক্ত করবেন?



কিভাবে ইউটিউব  চ্যানেল ভেরিফাই  করবেন?
ইউটিউব থেকে আয়ঃ কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করবেন?

আপনার চ্যানেলে ৫ মিনিটের চাইতে অধিক লম্বা ভিডিও আপলোড করতে হলে অবশ্যই আপনার চ্যানেলটি মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করে নিতে হবে। তা না হলে আপনার ইউটিউব চ্যানেলে ৫ মিনিটের চাইতে লম্বা ভিডিও আপলোড করতে পারবেন না। তাছাড়া ভবিষ্যতে চ্যানেল মনিটাইজ করে ইউটিউব হতে আয় করার জন্য মোবাইল নাম্বার দিয়ে চ্যালেন ভেরিফাই করে নিতে হয়।




ইউটিউব চ্যানেল মনিটাইজেশনঃকিভাবে ইউটিউব চ্যানেলে এডসেন্স এর আবেদন করবেন?
ইউটিউব থেকে আয়ঃ কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করবেন?
 সবার শেষে থাকছে টাকা ইনকামের প্রধন কাজটি আপনি উপরের সব কাজ গুলো করা সত্যেও যদি এডসেন্স না চালু করতে পারেন তাহলে ১ পয়সাও আয় করতে পারবেন না। 

ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে YouTube policies & guide line গুলো মেনে চলতে হবে।

বিস্তারিত  এখান থেকে দেখে নিতে পারেনঃ

শেষ কথাঃ এভাবে বুঝানোর পরেও যদি কেও না বুঝে থাকেন  , কোন  সমস্যার পড়েন তাহলে কমেন্টে যানাতে পারেন।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url