Be a Blogger! Write your articles.

Search In blog

ইউটিউবে ভিডিও কিভাবে আপলোড করবেন?


ইউটিউবে ভিডিও কিভাবে আপলোড করবেন?

আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার জন্য প্রথমে আপনাকে ভালোমানের ভিডিও তৈরি করতে হবে। ভিডিও তৈরীর জন্য আপনি দুটি উপায় অবলম্বন করতে পারেন। প্রথমটি হলো ভিডিও ক্যামেরা অথবা স্মার্টফোনের ক্যামেরা দিয়ে ভিডিও তৈরি করে YouTube এ আপলোড এবং ২য়টি হলো কম্পিউটার অথবা মোবাইলের সাহায্য বিভিন্ন ধরনের টিউটিরিয়াল ভিডিও তৈরি করে করে YouTube এ আপলোড।
তবে ভিডিও তৈরির আগে একটি বিষয় মনে রাখতে হবে যে, আপনার ভিডিওটি অবশ্যই মজাদার বা শিক্ষনীয় ও ভালোমানের হতে হবে। অন্যের ভিডিও নকল করে কিংবা সামান্য পরিবর্তন করে কাজটি করা যাবে না। তাহলে আপনি YouTube এর কাছে কপিরাইটের দায়ে ফেসে যেতে পারেন।

যেসব বিষয় সব সময় লক্ষ রাখবেনঃ

  • Copyright ফ্রী music বা audio.
  • ভিডিও অতিরিক্ত শেয়ার করবেননা।
  • ভিডিও Nudity and sexual content policy. 
  • Hacking (হ্যাকিং) এর সাথে জড়িত ভিডিও।
  • Low quality ভিডিও বানাবেননা।


কিভাবে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দিবেন?

ইউটিউবে ভিডিও কিভাবে আপলোড করবেন?

আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার জন্য উপরের চিত্রের ১নং অংশে ক্লিক করে ২নং অংশে ক্লিক করলে নিচের চিত্রের ন্যায় ভিডিও আপলোড করার অপশন দেখতে পাবেন।


ইউটিউবে ভিডিও কিভাবে আপলোড করবেন?


এখানে আপনার কাঙ্খিত ভিডিও টেনে ছেড়ে দিলে অথবা ক্লিক করে কম্পিউটার থেকে ভিডিও এর লোকেশন দেখিয়ে দিলেই ভিডিও আপলোড হয়ে যাবে।Report Print
Share Via:

About Author


0 Response to "ইউটিউবে ভিডিও কিভাবে আপলোড করবেন?"

Post a comment

Total Pageviews