কিভাবে গুগল এডসেন্স পিন ভেরিফাই এবং ব্যাংক এড করতে হয়?

আপনি যদি এডসেন্স থেকে ইনকাম হাতে পেতে চান তাহলে অবশ্যই পিন ভেরিফাই করে নিতে হবে। প্রশ্ন হতে পারে কিভাবে গুগল এডসেন্স পিন ভেরিফাই এবং ব্যাংক এড করতে হয়?

পিন দিয়ে ভেরিফাই করার কাজটি খুবি সহজ কিন্তু তার আগে তো লেটার পাঠাতে হবে তাইনা? 

কিভাবে এডসেন্স লেটার হাতে পাবেনঃ

আপনার একাউন্টে ১০$ ব্যালেন্স হওয়া পর অটোমেটিক গুগল আপনার দেওয়া ঠিকানার চিঠি পাঠিয়ে দিবে,এ ক্ষেত্রে ঠিকানা সঠিকভাবে দিতে হবে। না পারলে নিচের লেখাটি দেখে নিনঃ


আপনারা হয়তো জানেন, এডসেন্স এ যত বেশি ভিউ হবে তত টাকা পাবেন তাই ভিজিটর বাড়ানোর চেস্টা করুন,তাহলে অল্প দিনেই ১০$ করতে পারবেন। 




বেশি বেশি ইনকামের জন্য আপনার CPC বেশি থাকা প্রয়োজন। বাংলা সাইটে CPC কম থাকে তবে কিছু টেননিক খাটিয়ে CPC কিছুটা বাড়ানো যায়।

  • How to increase Bangladeshi Content's CPC or revenue ?




কিভাবে এডসেন্স একাউন্ট পিন ভেরিফাই করবো?


কিভাবে গুগল এডসেন্স পিন ভেরিফাই এবং ব্যাংক এড করতে হয়?


এডসেন্স থেকে উপরের মত একটি চিঠি পাওয়ার পর খুলে দেখুন  ৬ ডিজিটের একটি পিন রয়েছে।


কিভাবে গুগল এডসেন্স পিন ভেরিফাই এবং ব্যাংক এড করতে হয়?

এখন আপনার এডসেন্স একাউন্ট এ গিয়ে নিচের মত করে কোড টি বসিয়ে সাবমিট এ ক্লিক করুন।


কিভাবে গুগল এডসেন্স পিন ভেরিফাই এবং ব্যাংক এড করতে হয়?

কিভাবে গুগল এডসেন্স পিন ভেরিফাই এবং ব্যাংক এড করতে হয়?

পিন সাবমিট দেওয়ার পর Verified লেখা দেখতে পাবেন।





কিভাবে এডসেন্সে ব্যাংক এড করবো?
ব্যাংক এড করার জন্য "Payment " থেকে Add a payment method এ ক্লিক করুন।

কিভাবে গুগল এডসেন্স পিন ভেরিফাই এবং ব্যাংক এড করতে হয়?

কিভাবে গুগল এডসেন্স পিন ভেরিফাই এবং ব্যাংক এড করতে হয়?




Payment  method এ গেলে ২টি অপশন দেখতে পাবেনঃ 

  1. Add new wire transfer Details  
  2. Add new Cheque Details 

প্রথমটি ব্যাংকের মাধ্যমে টাকা পাওয়ার জন্য আর ২য় টি চেক এর মাধ্যমে টাকা পাওয়ার জন্য। 

আমরা যেহেতু, ব্যাংকের মাধ্যমে টাকা আনবো তাই প্রথমটি সিলেক্ট করলাম।

বিদ্রঃ আপনি চাইলে চেক আনতে পারেন তার জন্য ২নং অপশন বেছে নিতে হবে।চেক আনার ক্ষেত্রে সঠিকভাবে ঠিকানা দিবেন নইলে কষ্টের টাকা হাতে নাও পেতে পারেন আর চেক থেকে টাকা উঠাতে একটু ঝামেলাও পোহাতে হতে পারে তাই আমার মতে ব্যাংকে টাকা আনাটাই উত্তম।

কিভাবে গুগল এডসেন্স পিন ভেরিফাই এবং ব্যাংক এড করতে হয়?


এখানে আপনার ব্যাংক একাউন্টের বিস্তারিত তথ্য দিন।


কিভাবে গুগল এডসেন্স পিন ভেরিফাই এবং ব্যাংক এড করতে হয়?

সব তথ্য দিয়ে সেভ  করলেই এডসেন্সের সাথে ব্যাংক একাউন্ট এড হয়ে যাবে। 


কিভাবে গুগল এডসেন্স পিন ভেরিফাই এবং ব্যাংক এড করতে হয়?


এডসেন্সর সাথে ব্যাংক একাউন্ট এড হওয়ার পর, ব্যালেন্স ১০০$ হলেই গুগল আপনার একাউন্টে টাকা ট্রান্সফার করে দিবে। 





ব্যাংক SWIFT কোড কি?  
SWIFT এর পূর্ণ রূপ হলো-Society for Worldwide Interbank Financial Telecommunication. 

SWIFT হচ্ছে ব্যাংকের গুরুত্বপূর্ণ লেনদেন করার একটি মাধ্যম। SWIFT মাধ্যমে ব্যাংক বিভিন্ন দেনা শোধের বার্তা পাঠায়, এলসি মেসেজ দেয়।

প্রতিটি ব্যাংকের জন্য আলাদা আলদা SWIFT কোড রয়েছে। 

বাংলাদেশের বিভিন্ন ব্যাংকগুলোর সুইফট কোডসমূহঃ 

  • Agrani Bank Limited - JANBBDDH
  • Al-Arafah Islami Bank Limited - ALARBDDH
  •  Bangladesh Commerce Bank Limited - BCBLBDDH
  •  Bangladesh Krishi Bank - BKBABDDH

এখন পর্যন্ত কোনো সুইফট-বার্তা নকল হয়নি। বিশেষ করে এটি ব্যবহৃত হয় আন্তর্জাতিক তারের মাধ্যামে।

 এ ছাড়া ব্যাংকগুলো পরস্পরের মধ্যে বার্তা আদান-প্রদানের জন্যও এই কোড ব্যবহার করে থাকে। এ পদ্ধতিকে নিরাপদ ট্রানজেকশন হিসেবে ধরা হয়। কারণ দুইপক্ষের অর্থ হস্তান্তরের সময় এই কোডগুলোকে অ্যানক্রিপশন করে (সাংকেতিক চিহ্নতে) রূপান্তর করে পাঠানো হয়। এতে তৃতীয় কোনো পক্ষ সেটি রিড করতে পারে না। আর রিড করলে রিসিভিং পয়েন্টে ইউজার নেম পরিবর্তন হয়ে যাবে। ফলে বার্তা কাজ করবে না।

সুইফট কোড ৮ অথবা ১১টি অর নিয়ে গঠিত। যখন ৮ ডিজিটের কোড দেওয়া হয়, তখন প্রথম চার ডিজিটিকে প্রাথমিক ব্যাংক বা অফিস বোঝায়। এরপরেরগুলোকে দেশের নাম ও শহর বোঝানো হয়। 

উদাহরণ হিসাবে ডাচ-বাংলা ব্যাংকের কয়েকটা ব্রাঞ্চের সুইফট কোডসমূহ নিম্নরুপঃ

1) Dutch-Bangla Bank Limited (Mohakhali Branch) - DBBLBDDH114

2) Dutch-Bangla Bank Limited (Gulshan Branch) - DBBLBDDH116

3) Dutch-Bangla Bank Limited (Banani Branch) - DBBLBDDH103


লক্ষ্য করে দেখুন "DBBL" হচ্ছে ব্যাংকের নাম (Dutch-Bangla Bank Limited); "BD" হচ্ছে দেশের নাম (Bangladesh); "DH" হচ্ছে জেলার নাম  (Dhaka); বাকি যে ডিজিট কোডটি আছে তা হলো ব্রাঞ্চ কোড। 

কিভাবে SWIFT কোড খুজে পাবেন?

ন্টারনেটে অনেক ওয়েবসাইট রয়েছে যেখানে  এই কোড গুলো পাওয়া যায় তারমধ্য BanksBD.org আমার কাছে বেটার মনে হয়েছে।

 আপনার ব্যাংকের SWIFT কোড জানতে  BanksBD  থেকে  আপনার ব্যাংকের নাম খুজে বের করুন আর খুজে না পেলে Search করুন।

 Dutch Bangla bank বেশি ব্যাবহার করা হয় তাই এটা দিয়েই দেখাচ্ছি।

কিভাবে গুগল এডসেন্স পিন ভেরিফাই এবং ব্যাংক এড করতে হয়?


উপরে লাল চিহ্নিত বক্সে যে SWIFT কোড টি রয়েছে সেটি হলো সেটি হলো Dutch Bangla bank হেড অফিসের কোড, এটি দিলেও হবে কিন্তু টাকা তাড়াতাড়ি পাওয়ার জন্য আমরা নিজ শাখার SWIFT কোড ব্যাবহার করবো।


এজন্য নিচে "Branch" এ ক্লিক করুন-



কিভাবে গুগল এডসেন্স পিন ভেরিফাই এবং ব্যাংক এড করতে হয়?



আপনার "District " বাছাই করুন-

কিভাবে গুগল এডসেন্স পিন ভেরিফাই এবং ব্যাংক এড করতে হয়?


আপনার নিজের Branch সিলেক্ট করুন-

কিভাবে গুগল এডসেন্স পিন ভেরিফাই এবং ব্যাংক এড করতে হয়?

নিচে দেখুন SWIFT কোড চলে এসেছে।
কিভাবে গুগল এডসেন্স পিন ভেরিফাই এবং ব্যাংক এড করতে হয়?




শেষ কথাঃ লেখা গুলো যদি বুঝতে অসুবিধা হয় বা কোন প্রকার ভূল হয় তাহলে কমেন্টে জানিয়ে দিন,ভালো লাগলে সোস্যাল মিডিয়াতে সেয়ার করুন।


অন্যোর লেখা কপি করা থেকে বিরত থাকুন। 



Join our telegram chanel - Tunes71.com/link/button




Post a Comment

Previous Post Next Post