আপনারা ইতিমধ্যে হয়তো জানতে পেরেছেন বিকাশ নতুন একটি সিস্টেম চালু করেছে সেটি হলো অটো রিচার্জ সেস্টেম।
এখন বিকাশ গ্রাহকরা ব্যালেন্স শেষ হওয়ার আগেই তাদের নিজস্ব বিকাশ অ্যাকাউন্ট থেকে অটো রিচার্জ সুবিধা চালু করতে পারবেন।
অটো রিচার্জ সুবিধায় রেজিস্ট্রেশনের পর, মোবাইলের ব্যালেন্স ১০ টাকা অথবা তার কম হলেই রেজিস্টার করা নাম্বারে আপনার নির্ধারণ করা রিচার্জ অ্যামাউন্টটি স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে। যেকোনো সময় গ্রাহক তার প্রয়োজন অনুযায়ী আমউন্টটি পরিবর্তন করতে পারবেন এয়ারটেল, বাংলালিংক এবং রবি গ্রাহকরা বিকাশ অ্যাপ ও *247# ডায়াল করে এই সার্ভিসটি উপভোগ করতে পারবেন।
অফারের শর্তাবলীঃ
- গ্রাহকের অবশ্যই বিকাশ একাউন্ট থাকতে হবে এবং শুধুমাত্র নিজের নাম্বারেই রিচার্জ করতে পারবেন।
- শুধুমাত্র এয়ারটেল, বাংলালিংক এবং রবি নাম্বারে প্রিপেইড গ্রাহকরা এই সুবিধা গ্রহণ করতে পারবেন।
- রিচার্জ অ্যামাউন্টটি (২০ টাকা -১০০০ টাকা) অবশ্যই আগে থেকে নির্ধারণ করে দিতে হবে।
- গ্রাহকের মোবাইলের ব্যালেন্স ১০ টাকা কিংবা তার কম হওয়া মাত্র অটো রিচার্জ সুবিধা চালু হয়ে যাবে।
- গ্রাহকের বিকাশ একাউন্টে অবশ্যই অটো রিচার্জের জন্য পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে।
- গ্রাহক দিনে ৩ বার অটো রিচার্জ সুবিধা গ্রহণ করতে পারবেন ।
- যদি আপনার নির্ধারিত অটো-রিচার্জ পরিমাণের সাথে সংশ্লিষ্ট কোনো রিচার্জ প্যাক থাকে, তবে সেই প্যাকটি মোবাইল অপারেটর দ্বারা সক্রিয় হতে পারে।
বিকাশ মেনু থেকে "Mobile Recharge" সিলেক্ট করুন।
মোবাইল Recharge থেকে আপনার অপারেটর সিলেক্ট করুন।(Banglalink, Robi & Airtel)
এখন "Auto Recharge " সিলেক্ট করুন।
এখানে ২ নাম্বার "Change auto Recharge amount " সিলেক্ট করে আপনার ইচ্ছা অনুযায়ী এমাউন্ট সেট করে দিতে পারবেন।
চালু হয়ে গেল আপনার Auto recharge সিস্টেম।
কিভাবে বিকাশ অ্যাপ থেকে অটো রিচার্জ চালু করবেনঃ
এবার অটো-রিচার্জ সেটিংস দেখুন তে ক্লিক করুন।
তার পর অটো-রিচার্জ চালু করুন তে ক্লিক করে চালু করে দিন।
![]() |
তার পর ব্যালেন্স শেষ হলে কত টাকা অটো-রিচার্জ ঢুকবে তার পরিমাণ দিয়ে দিন।
তার পর আপনার বিকাশ একাউন্ট এর পিন দিয়ে দিন।
এখন আপনার অটো-রিচার্জ সুবিধাটি চালু হয়ে গেলো।
This photo is collected by Uzzol
সারাদেশের যেকোনো বিদ্যুৎ বিল বিকাশ করুন নিশ্চিন্তে।alert-success
Post a Comment