Facebook SDK

 

আসসলামু অলাইকুম, কেমন আছেন সবাই? 

আশা করি টিউন্স৭১ এর সাথে থেকে ভালোই আছেন।  আজকের বিষয়  :  সারাদেশের যেকোনো বিদ্যুৎ বিল বিকাশ করুন নিশ্চিন্তে।"


So, Let's start now...... 

দেশের যেখানেই থাকুন, ঘরে বসেই আপনার বিদ্যুৎ বিল বিকাশ করতে পারবেন নিশ্চিন্তে। লাইনে দাঁড়ানোর ঝামেলা নেই আর বিকাশ অ্যাপ থেকে বিদ্যুৎ বিল দিলেই বিলের রিসিট সরাসরি আপনার মোবাইলে পেয়ে যাবেন। 

বিকাশ অ্যাপ থেকে এবং *247# ডায়াল করে বিল প্রদানের ক্ষেত্রে বিলারভেদে নির্দিষ্ট চার্জ প্রযোজ্য হবে। 

নিচের বিলারগুলোর প্রিপেইড ও পোস্টপেইড বিদ্যুৎ বিল বিকাশ করতে পারবেনঃ 

  • পল্লীবিদ্যুৎ
  • ডেসকো
  • নেসকো
  • ডিপিডিসি
  • বিপিডিবি

অ্যাপ দিয়ে যেভাবে প্রিপেইড বিল বিকাশ করবেন

১। বিকাশ অ্যাপ স্ক্রিন থেকে ‘পে বিল’ সিলেক্ট করুন

২। বিদ্যুৎ ট্যাপ করে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান সিলেক্ট করুন।




৩। একাউন্ট নাম্বার এবং প্রয়োজনীয় তথ্য দিন।




৪। রিচার্জ এমাউন্ট দিয়ে আপনার বিকাশ একাউন্টের পিন নাম্বার দিয়ে ‘পে বিল’ সম্পন্ন করুন

৫। অ্যাপে দেখে নিন বিলের ডিজিটাল রিসিট

৬। প্রিপেইড মিটারের বিদ্যুৎ বিল দেয়ার পর কিছুক্ষণের মধ্যে প্রাপ্ত এসএমএস-এর মাধ্যমে আপনি একটি টোকেন নাম্বার পাবেন। (যদি আপনি উক্ত এসএমএস এর মাধ্যমে টোকেন নাম্বার না পেয়ে থাকেন, তাহলে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে মিটার নম্বর লিখে মেসেজ করুন 04445616247 নাম্বারে। ফিরতি এসএমএস-এর মাধ্যমে আপনার টোকেন নাম্বার পেয়ে যাবেন) অথবা এখান থেকে সরাসরি টোকেন নাম্বার নিন 

৭। এই টোকেন নাম্বার আপনার বিদ্যুতের মিটারে প্রবেশ করালে, বিদ্যুৎ বিল দেয়া পুরোপুরি ভাবে সম্পন্ন হবে/মিটারে আপডেট হবে।

 

অ্যাপ দিয়ে যেভাবে পোস্টপেইড বিল বিকাশ করবেন

১। বিকাশ অ্যাপ স্ক্রিন থেকে ‘পে বিল’ সিলেক্ট করুন

২। বিদ্যুৎ ট্যাপ করে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান সিলেক্ট করুন




৩। বিলের সময়সীমা সিলেক্ট করুন এবং একাউন্ট নাম্বার দিন






৪। বিলের পরিমাণ দেখে আপনার বিকাশ একাউন্টের পিন নাম্বার দিয়ে ‘পে বিল’ সম্পন্ন করুন

৫। অ্যাপে দেখে নিন বিলের ডিজিটাল রিসিট।

 


বিকাশ অ্যাপ না থাকলে ডাউনলোড করুন এখনি








Post a Comment

Previous Post Next Post

Facebook