আমাদের দেশের জনসংখ্যার একটি উল্লেখ্যযোগ্য অংশ কর্মসূত্রে দেশের বাহিরে বাস করেন। তবে তাদের অর্জিত অর্থ দেশে পাঠানোর প্রক্রিয়া নিয়ে প্রথম প্রথম সবার মনেই অনেক প্রশ্ন জাগে। অনেকেই হয়ত মনে করেন যে এটা বেশ কঠিন। সে কথা মাথায় রেখে, ২০১৬ সালে ওয়েস্টার্ন ইউনিয়ন এবং মাস্টারকার্ড এর সাথে এক হয়ে বর্ডার-ক্রস মানি ট্রান্সফার সুবিধা চালু করে বিকাশ।

বিকাশ এর সহজলভ্যতার কারণে প্রত্যন্ত অঞ্চলের বিকাশ ব্যবহারকারীগণও এই সুবিধা ভোগ করতে পারেন।

দেশের বাহির থেকে টাকা পাঠানোর এই প্রক্রিয়াতে বিদেশী ব্যাংক, মানি ট্রান্সফার অরগানাইজেশন (এমটিও) এবং মানি এক্সচেঞ্জ হাউসগুলোর সাথে একসাথে হয়ে কাজ করে বিকাশ। 


আরো পড়ুনঃ 


বিদেশ থেকে বাংলাদেশে বিকাশ একাউন্টে টাকা পাঠাতে  করনীয়ঃ

  1. অনুমোদিত এবং পার্টনার ব্যাংক ব্রাঞ্চ/মানি এক্সচেইঞ্জ/এমটিও এজেন্ট-এর কাছে যান
  2. বিকাশ একাউন্ট নাম্বার এবং পুরো নাম প্রদান করুন (বিকাশ একাউন্ট খোলার সময় )
  3. প্রয়োজনীয় টাকা প্রদান করুন এবং ব্যাংক/মানি এক্সচেইঞ্জ/এমটিও এজেন্ট-কে কাজটি শুরু এবং সম্পন্ন করতে অনুরোধ করুন

ব্যাংক/এক্সচেইঞ্জ হাউজ/এমটিও এজেন্ট বিদেশ থেকে টাকা পাঠানোর সময় নিম্নলখিত বিষয়গুলো নিশ্চিত করে থাকেনঃ

  1. প্রাপকের একটি রেজিস্টার্ড এবং বৈধ বিকাশ একাউন্ট রয়েছে
  2. প্রাপকের বিকাশ একাউন্ট নাম্বার এবং পুরো নাম সঠিকভাবে প্রদান করা হয়েছে
  3. পাঠানো রেমিটেন্স (বাংলাদেশী টাকায়) সীমা অতিক্রম করছে না*

বৈধ উপায়ে বাংলাদেশে প্রিয়জনের বিকাশ একাউন্টে টাকা পাঠালে প্রিয়জন পাবেন পাঠানো টাকার উপর ২% সরকারি প্রণোদনা। 

তালিকাভুক্ত মানি এক্সচেইঞ্জ/ব্যাংকসমূহ এবং যেসব দেশ থেকে রেমিটেন্স বা টাকা পাঠানো যাবেঃ


আরো পড়ুনঃ 


Post a Comment

Previous Post Next Post

Facebook