Bkash pin reset with USSD coad ।। বিকাশ পিন রিসেট করে নিন সহজ ২টি ধাপে কোড ডায়াল করে।


আসসলামু অলাইকুম, কেমন আছেন সবাই? 

আশা করি টিউন্স৭১ এর সাথে থেকে ভালোই আছেন।  আজকের বিষয়  : Bkash pin reset with USSD coad ।। বিকাশ পিন  রিসেট করে নিন সহজ ২টি ধাপে কোড ডায়াল করে। 

Bkash pin reset with USSD coad ।। বিকাশ পিন  রিসেট করে নিন সহজ ২টি ধাপে কোড ডায়াল করে।


ধাপ ১: *247# ডায়াল করে পিন রিসেট করুন।



১.*২৪৭# ডায়াল করুন।


Bkash pin reset with USSD coad ।। বিকাশ পিন  রিসেট করে নিন সহজ ২টি ধাপে কোড ডায়াল করে।

২.পিন রিসেট করতে "৯" লিখে সেন্ড করুন।

Bkash pin reset with USSD coad ।। বিকাশ পিন  রিসেট করে নিন সহজ ২টি ধাপে কোড ডায়াল করে।


৩.বিকাশ একাউন্টটি   যে NID card/passport/driving licences রেজিষ্ট্রেশন  করা
হয়েছিল সেটার নাম্বার দিয়ে পরের ধাপে যান।

Bkash pin reset with USSD coad ।। বিকাশ পিন  রিসেট করে নিন সহজ ২টি ধাপে কোড ডায়াল করে।


৪.আপনার জন্মসাল  টাইপ করুন।

Bkash pin reset with USSD coad ।। বিকাশ পিন  রিসেট করে নিন সহজ ২টি ধাপে কোড ডায়াল করে।


৫.আপনার গত ১০ টি লেনদেন থেকে যেকোন একটি সিলেক্ট করুন। যদি গত ৯০ দিনে কোন লেনদেন না করে থাকেন ৭ টাইপ করুন।

Bkash pin reset with USSD coad ।। বিকাশ পিন  রিসেট করে নিন সহজ ২টি ধাপে কোড ডায়াল করে।


৬.লাস্ট কত টাকা লেনদেন হয়েছিল সেটা টাইপ করুন।

Bkash pin reset with USSD coad ।। বিকাশ পিন  রিসেট করে নিন সহজ ২টি ধাপে কোড ডায়াল করে।


৭.আপনার
দেওয়া সব তথ্য সঠিক থাকলে কিছুক্ষনের মধ্যো মেসেজের মাধ্যমে  একটি অস্থায়ী পিন পাবেন  যেটি ব্যাবহার করে পিন সেট করতে হবে। 

আরো পড়ুন → 

How to open a bKash account [[ নতুন বিকাশ একাউন্ট খোলা একদম সিম্পল]]



ধাপ ২: এসএমএস-এ অস্থায়ী পিন পাবার পর *247# পুনরায় ডায়াল করে নতুন পিন সেট করুন।


১.*২৪৭# ডায়াল করুন।

Bkash pin reset with USSD coad ।। বিকাশ পিন  রিসেট করে নিন সহজ ২টি ধাপে কোড ডায়াল করে।


২. My Bkash সিলেক্ট করতে ১ চাপুন।

Bkash pin reset with USSD coad ।। বিকাশ পিন  রিসেট করে নিন সহজ ২টি ধাপে কোড ডায়াল করে।


৩. Change mobile menu pin সিলেক্ট করতে ১ চাপুন।

Bkash pin reset with USSD coad ।। বিকাশ পিন  রিসেট করে নিন সহজ ২টি ধাপে কোড ডায়াল করে।


৪.SMS এ পাওয়া অস্থায়ী পিন টাইপ করুন।


Bkash pin reset with USSD coad ।। বিকাশ পিন  রিসেট করে নিন সহজ ২টি ধাপে কোড ডায়াল করে।

 
৫.আপনার ৫ ডিজিটের  নতুন পিন সেট করুন।

Bkash pin reset with USSD coad ।। বিকাশ পিন  রিসেট করে নিন সহজ ২টি ধাপে কোড ডায়াল করে।



৬.নতুন পিনটি আবার দিয়ে confirm করুন। 

Bkash pin reset with USSD coad ।। বিকাশ পিন  রিসেট করে নিন সহজ ২টি ধাপে কোড ডায়াল করে।

৭.নতুন পিন সেট হওয়ার পর আপনি একটি successful মেসেজ পাবেন।  

Bkash pin reset with USSD coad ।। বিকাশ পিন  রিসেট করে নিন সহজ ২টি ধাপে কোড ডায়াল করে।

 

পিন রিসেটের পর নতুন পিন সেট করার নির্দেশাবলী:


১। পিন (PIN) নাম্বার অবশ্যই ৫ ডিজিটের হতে হবে
২। পিন (PIN) নাম্বার দেয়ার সময় শুধু সংখ্যা ব্যবহার করতে হবে
৩। নতুন পিন (PIN) নাম্বার সেট করার ক্ষেত্রে সর্বশেষ ব্যবহৃত তিনটি পিনের কোনোটিই ব্যবহার করা যাবে না
৪। পর-পর তিন বার ভুল পিন (PIN) দিলে, পিন (PIN)  লক হয়ে যাবে
৫। পিন (PIN) নাম্বারের প্রথম সংখ্যাটি শূন্য (০) হওয়া যাবে না
৬। আট (৮) ঘণ্টার মধ্যে দুই বার পিন (PIN)  পরিবর্তন করা যাবে না
৭। ধারাবাহিক এবং একই ডিজিটের নাম্বারগুলো পিন (PIN)  নাম্বার হিসেবে ব্যবহার করা যাবে না; যেমন 11111, 22222,  12345, 23456, 98765, 87654, 54321 ইত্যাদি।

Bkash Related post 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url