সেরা ৫ টি অনলাইন বিজনেস আইডিয়া । Top 5 Online Unique Business Idea.
সেরা ৫ টি অনলাইন বিজনেস আইডিয়া । Top 5 Online Unique Business Idea.

আজ এমন কিছু অনলাইন ব্যবসার আইডিয়া সেয়ার করবো আপনার জীবনকে বদলে দিতে পারে । বেকার জীবনে পড়ে থাকা মানুষগুলো যখন Business  এর কথা মাথায় আনে তখন অধিকাংশ মানুষ ই দিশেহারা হয়ে পড়ে । 

 তার প্রধান কারণ হলো তারা সঠিক বিজনেস আইডিয়া খুঁজে পায় না ।

ভুল পথে পা বাড়িয়ে তারা অনেক অর্থ নষ্ট করে ফেলে । তখন সে নিরব হয়ে যায় এবং নিজেকে অক্যেজ মনে করে ।

এই সমস্ত মানুষ বা যারা এখন অনলাইন বিজনেস এর কথা চিন্তা করছেন তাদের জন্য আমার কিছু unique Business Idea শেয়ার করবো । আমি এমন কিছু আইডিয়া দিবো যার মাধ্যমে আপনি আপনার বিজনেস এ ১০০% সফলতা অর্জন করতে পারবেন ।


Top 5 Online Business Idea :

1.Affiliate Marketing

প্রথমে জেনে নিন অ্যাফিলিয়েট মার্কেটিং কি? আমরা কেন এফিলিয়েট মার্কেটিং/Affiliate Marketing নিয়ে কাজ করব?

সেরা ৫ টি অনলাইন বিজনেস আইডিয়া । Top 5 Online Unique Business Idea.

এফিলিয়েট মার্কেটিং/Affiliate Marketing হল কোন কোম্পানি বা প্রতিষ্ঠানের কোন প্রোডাক্ট/ Product অথবা কোন সেবা বিক্রি করে দেয়া, এবং প্রতিটি বিক্রয়ে/Sale এর বিপরীতে বিক্রয়ের মূল্যের ওপর % হারে কমিশন নেয়া।

অর্থাৎ আপনি যদি কোন কোম্পানি বা প্রতিষ্ঠানের কোনো পণ্য বা সেবা বিক্রয়ে/Sale করে দেন, সে কোম্পানির বিক্রয়ের উপর 2% থেকে 70% পর্যন্ত কমিশন দেবে।

আমি আরো সহজ করে বলছি, মনে করুন আপনি amazon.com থেকে  অ্যাফিলিয়েট একাউন্ট করে সেখান থেকে আপনি একটি মোটরসাইকেল বিক্রয়ে/Sale করলেন। যদি মোটরসাইকেলের মূল্য 200000/- টাকা হয়, এবং আপনি যদি 5% কমিশন পান তাহলে আপনার আয় হবে। 200000*5% = 10000/- টাকা।

2.Google Adsense

এটি খুব সহজ একটি ব্যাপার। আপনার একটি ব্লগ থাকবে । সেখানে মাঝে মাঝে গুগল এডসেন্স এর  একটি জাভাস্ক্রিপ্ট কোড বসাতে হবে। 

সেরা ৫ টি অনলাইন বিজনেস আইডিয়া । Top 5 Online Unique Business Idea.

আপনি ব্লগের  যে জায়গায় কোড স্থাপন করবেন, সেই জায়গায় গুগল কনটেন্ট এর সাথে টপিক মিলিয়ে একটি অ্যাড শো করবে। যখন ভিজিটররা আপনার ওয়েবসাইটে প্রবেশ করবে ইনফর্মেশন কালেকশন করার জন্য  এবং বিভিন্ন পেজে ঘুরাঘুরি করবে।

  • Related post

বিভিন্ন পেজের মাঝখানে থাকা এড এর উপরে ক্লিক করবে । তখন আপনার ইকাম হতে থাকবে।  আপনি সেখান থেকে 68 শতাংশ পর্যন্ত কমিশন পাবেন।

3.Blogging 

বর্তমানে বাংলাদেশের আনাচে কানাচে অনেক প্রতিভাবান লোক রয়েছে যারা মাসে লক্ষাধিক টাকা উপর্জন করছে ব্লগিং করে। তাও আবার ঘরে বসে। 

সেরা ৫ টি অনলাইন বিজনেস আইডিয়া । Top 5 Online Unique Business Idea.

এমনকি তারা ব্লগিংটাকে নিজের পেশা হিসাবে নিয়েছে। আমার অভিজ্ঞতা থেকে বলছি বর্তমানে কেও যদি ব্লগিংটাকে পেশা হিসাবে নিয়ে তার লক্ষ অনুযায়ী এগিয়ে যায় তারা অবশ্যই সফল হবে।

  • আরো পড়ুনঃ কিভাবে ব্লগারে নিউজ পোর্টাল ওয়েবসাইট বানাতে হয়।

 আমার অনেকেই আছে যারা আগ্রহী কিন্তু কোন গাইডলাইন পাচ্ছে না। এমনকি অনেকেই গুগল, ও ইউটিউব হন্য হয়ে খোজছে কিভাবে ব্লগিং শুরু করবে, আবার অনেকেই আছে সিডি, ডিভিডি ক্রয় করেছে শিখার জন্য, আমার এই টিউটরিয়াল তাদের জন্য । বাংলায় এই প্রথম  পূর্ণাঙ্গ  ব্লগিং গাইড।

4.Freelancing 

অনলাইনে ঘরে বসে আয় করার মত অনেকগুলো মাধ্যম রয়েছে। আমি ইতিমধ্যে বেশ কিছু আলোচনা করেছি।   অনলাইন থেকে আয় করার একটি জনপ্রিয় মাধ্যম freelancer.com 

  আপনি যদি অনলাইনে বিভিন্ন ভাবে বিভিন্ন প্রয়োজনে সার্চ করে থাকেন তাহলে এই নামটি অবশ্যই এর আগে আপনার নজরে পড়েছে।

 এটি খুবই জনপ্রিয় বিশ্বাসযোগ্য একটি ওয়েবসাইট। মাট ব্যারি নামে এক ব্যাক্তি 10/02/2010 সালে, সিডনী, অষ্ট্রেলিয়া থেকে এই ওয়েব সাইট এর যাত্রা শুরু করেন।

তো চলুন আমরা জেনে নেই কিভাবে এখান থেকে টাকা ইনকাম করা যায়ঃ

সেরা ৫ টি অনলাইন বিজনেস আইডিয়া । Top 5 Online Unique Business Idea.

কিভাবে ফ্রিল্যান্সিং থেকে আয় করব?

প্রশ্নটিই আসলে এভাবে নয়, কোথা থেকে টাকা আসবে বা কে আপনাকে টাকা দিবে প্রশ্নটিই এইভাবে আসতো। 

যাই হোক, freelancer.com একটি আন্তর্জাতিক ওয়েবসাইট যেখানে বিভিন্ন লোক তাদের কাজ অন্য লোকদের দাড়া করিয়ে নেয়, এখানে বিভিন্ন ধরনের কাজ রয়েছে আপনি যে কাছে পারেন অবশ্যই সে কাজটি আপনি করার জন্য এখানে অ্যাকাউন্ট করবেন। 

আপনি যদি ভাল লিখতে পারেন তাহলে আপনি আর্টিকেল রাইটার হিসেবে এখানে যোগদান করবেন, আপনি যদি লোগো ডিজাইন করতে পারেন তাহলে অবশ্যই লোগো ডিজাইন এর জন্য আবেদন করবেন, এছাড়াও এখানে গ্রাফিক্স, ওয়েব ডিজাইন, এসইও, রাইটিং, ট্রানসলেশন, ফটো এডিটিং, আর্কিটেকচার, এনিমেশন, ভিডিও ইত্যাদি আরো অনেক ধরনের কাজ এখানে রয়েছে।

5.Youtube 

ইউটিউব থেকে আয়ের প্রধান উৎস বিজ্ঞাপন। এর অর্থ আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে বিজ্ঞাপন দাতাদের ব্যবহার করতে দেবেন এবং পরিবর্তে আপনি তাদের থেকে টাকা পাবেন। 

সেরা ৫ টি অনলাইন বিজনেস আইডিয়া । Top 5 Online Unique Business Idea.

অর্থাৎ আপনার ইউটিউব ভিডিওর শুরুতে বা মাঝে বিজ্ঞাপনদাতারা তাঁদের বিজ্ঞাপন দেখাবেন আর আপনি ইউটিউব থেকে রোজগার করবেন।

এছাড়া, চ্যানেল মেম্বারশিপ, সুপার চ্যাট, পণ্য বিক্রি, ইউটিউব প্রিমিয়াম ইত্যাদি বিভিন্নভাবেই ইউটিউব থেকে টাকা রোজগার করা সম্ভব।


Post a Comment

أحدث أقدم