![]() |
PowerPoint & Others Presentation এর জন্য 10টি Best Free Template website. |
আজকে Best 10টা সাইট দেখাব যেখানে Freeতেই কিছু Outstanding Template পেয়ে যাবেন।
সাইটগুলো হলোঃ
1.Behance
এই Site এ অনেক Free ও Premium Templates পেয়ে যাবেন। Social Creativesদের জন্য এটি অনেক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।
প্রায় 76,300+ Powerpoint Template ও Background Image নিয়ে গঠিত এই Site। যা সম্পূর্ণ Free,কোন Login/Signup ছাড়াই Templateগুলা Download করতে পারবেন।
180 ধরণের Powerpoint templates ও Google Slides theme রয়েছে এই Site। এখানে categories অনুযায়ী Template/Theme গুলা পেয়ে যাবেন।
4.Powered Template
এটাতে মূলত Official কাজের জন্য 12,300+ PowerPoint templates এবং 1,200+ Google Slides themes অন্তর্ভূক্ত করা হয়েছে।
5.AllPPT
এখানের Presentationগুলো Updated ও Modern Style এর। আর সব Template Free কোন Premium Offer করবে না।
6.PresentationGO
1400+ Template রয়েছে এই সাইটে যা Freeতেই Customizable।
7.Showeet
90+ templates আছে Google Slides ও PowerPoint Presentation এর জন্য। Collection কম হলেও Modern Style এর সবগুলোই।
8.FPPT.com
Editor’s Pick এ Click করলে Best কিছু Template দেখতে পাবেন আর এমনেও Site এ ভালোমানের Template পেয়ে যাবেন।
9.24Slides
professional presentation services দিয়ে থাকে এই Website। Official কাজের জন্য এর Templateগুলো ভালোই।
এই Site এ Presentation Template এর পাশাপাশি icons, infographics এবং music loops ও পাবেন।
এইছিলো কিছু Free Template Provider Site।
Share Via:
About Author
আমি ফরিদপুর জেলাধীন সালথা থানায় ২০০১ সালের পহেলা জুন মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করি। আমি সব সময় নতুন কিছু শিখতে এবং অন্যকে শিখাতে পছন্দ করি।
অবসর সময়ে ইন্টারনেট ঘাটাঘাটি করে কম্পিউটার, ইন্টারনেট ও ব্লগিং সম্পর্কে একটা ভাল অভিজ্ঞতা হয়েছে যেমন ব্লগিং, এডসেন্স, ফেসবুক, গ্রাফিক্স ডিজাইন, ওয়েভ ডিজাইন এবং ইন্টারনেট মার্কেটিং ইত্যাদি বিষয়ে অভিজ্ঞতা হয়েছে। এগুলি দিয়ে আমি সব সময় আমার ব্লগটিকে ভাল অবস্থানে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করি।
আমার সাথে যোগাযোগের ঠিকানা নিচের ADMIN পেজ থেকে দেখতে পারবেন।
0 Response to "PowerPoint & Others Presentation এর জন্য 10টি Best Free Template website."
Post a comment