আসসলামু অলাইকুম, আমরা যারা বিভিন্ন ওয়েবসাইটের এডমিন রয়েছি প্রায় সবাই এই সমস্যায় ভুগছি "Google search consol breadcrumb error"


আমি নিজেও এই সমস্যায় ছিলাম, ফেসবুক গ্রুপে পোস্ট দিছিলাম হেল্প এর জন্য কিন্তু সবাই টাকা চায় তাই নিজেই একটু চেস্টা করলাম সমস্যাটা সমাধান করার জন্য এবং আমার অভিজ্ঞতা আপনাদের সেয়ার করার জন্য,আশা করি অনেকের উপকার হবে। 

Breadcrumb error হলে সরাসরি  SEO এর উপর প্রভাব পড়ে,Google site Index এ সমস্যা হয়,Google   আপনার সাইট ক্রল করে না ফলে সাইট র‍্যাংকিং  পিছনে পড়ে যায় সুতরাং যাদের এই সমস্যা আছে সবাই ঠিক করে নিন।

  •  Warning: যেকোন সময় ওয়েবসাইটের থিম ইডিট করতে গেলে আগে ব্যাকাপ রেখে নিবেন।

প্রথমে  সেটিং থেকে থিম এ প্রবেশ করুন।


তারপর নিচের দেখানো জায়গা ক্লিক করুন।

এখন থিম ইডিট করতে  HTML সম্পাদনায় ক্লিক করুন।


এখান থেকে নিচের কোড গুলা খুজে বের করুন।


উপররের কোড গুলা পেয়ে গেলে সেগুলা কেটে/রিপ্লেস করে নিচে আমার দেওয়া কোড গুলা বসিয়ে নিন।

আমি মোবাইল দিয়ে দেখাচ্ছি তাই  search option না থাকায় একটু কষ্ট করে খুজে বের করতে হয়েছে আপনার ল্যাপটপ, কম্পিউটার থাকলে Ctrl+F লিখলে ডান পাসে উপরে কোনায় search box চলে আসবে তখন  search box এ " Breadcrumb" লিখে search করলে সহযে পেয়ে যাবেন।


[এখানে সাবধানতার সাথে কাজ করবেন কারন কোন কোড ভূল করলে আপনার সাইটের সমস্যা হতে পারে।উল্টাপাল্টা কোড বসিয়ে আমাকে গালি দিবেন না,বুঝতে না পারলে কমেন্ট করবেন ]

 এখানে নতুন কোড গুলো বসানোর পর লক্ষ করবেন মূল কোডের উপরে লাল রং দিয়ে হাইলাইট করা দুটি লাইন অটোমেটিক চলে আসছে, সবার নাও আসতে পারে,আসলে কেটে দিবেন। 


বাড়তি দুইলাইন কেটে এই কোডগুলা রেখে [ <div class ="breadrumb " থেকে < /div>]  থিম সেভ করে দিন।



সব ঠিক থাকলে সেভ হয়ে যাবে। 


এখন Google search consol  এ চলে আসুন এবং নিচের মত Breadcrumb এ প্রবেশ করুন।


  Breadcrumb এ আশার পর নিচের মত পেজ আসবে। দেখুন এখানে ৮০ টি  error আছে।

নিচের দেখানো জায়গা টিক চিহ্ন দিন..



টিক চিহ্ন দেওয়ার পর নিচের মত আসলে নিচের Box এ  দেখানো জায়গা ক্লিক করুন।


"Validate Fix" এ ক্লিক করুন।


দেখুন  validate Fix করা শুরু হয়েছে..



এখন   সব ঠিক থাকলে  Google আপনার সাইটের  Breadcrumb Fix  করে দিবে।

  Details দেখাতে See details এ ক্লিক করুন।


দেখুন পেন্ডিং রয়েছে...এখন কিছু সময় লাগবে আপডেট পাওয়ার জন্য।


প্রুভ হিসাবে লাইভ টেস্ট করে দেখাচ্ছি..... 



লাইভ টেস্ট করার পর দেখুন কোন  এরর নাই।


এখন অপেক্ষা করতে থাকুন  সমাধান হওয়া পর্যন্ত।


Post a Comment

أحدث أقدم