আসসালামু অলাইকুম,আমরা যারা ব্লগার রয়েছি তাদের মধ্যে অনেকেই ওয়েবসাইটের এডমিন অথবা অথর সম্পর্কে জানি, আবার অনেকেই জানিনা ।

ব্লগার সেটিংঃ ব্লগে এডমিন ও অথর কি? কিভাবেএকাধিক এডমিন সেট করতে হয়?


আজকের পোস্টের মাধ্যমে আমি একটি ওয়েবসইটের এডমিন এবং অথর কি , কিভাবে এই এডমিন এবং অথর সেট করতে হয়, এডমিন অথবা অথর সেট করলে কি কি সুবিধা পাওয়া যায় ইত্যাদি সম্পর্কে বিস্তারিতভাবে বলার চেষ্টা করব  । আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন ।

ওয়েব সাইটের এডমিন কি ??

এডমিন অর্থ হল মালিক । তাই একটি ওয়েব সাইট এর এডমিন হল ওই ওয়েবসাইটের মালিক, যে ওই ওয়েবসাইটের সবকিছু করতে পারবে । যেমন কোনো কিছু এডিট, বিভিন্ন ডিটেইলস চেঞ্জ করতে পারবে, চাইলে কিছু ডিলিট করতে পারবে এককথায় একটি ওয়েবসাইটের সবকিছুই কন্ট্রোল করতে পারবে এডমিন অথবা মালিক

একটি ওয়েবসাইটের অথর হলো ওই ওয়েবসাইটের আংশিক মালিক অর্থাৎ একটি ওয়েবসাইটের সামান্য কিছু কাজ করতে পারবে অথবা যদি এডমিন চায় তাহলে ।

যাদের বড় বড় ওয়েবসাইট রয়েছে, সে সকল ওয়েবসাইটের এডমিনরা পোস্ট লেখা থেকে শুরু করে একটি ওয়েবসাইটের সবকিছু একা কন্ট্রোল করে পারে না । তাই তারা ওয়েবসাইটের জন্য অথর সেট করে । যে তাদের ওয়েবসাইটে শুধুমাত্র পোস্ট করতে পারবে, আর কিছুই করতে পারবে না ।

কোন কিছু চেঞ্জ করতে পারবে না, কোন কিছু ডিলিট করতে পারবে না, শুধুমাত্র পোস্ট করতে পারবে এবং ওই অথর কে নিয়ন্ত্রন করবে ওই ওয়েবসাইটের এডমিন একটি ওয়েবসাইটে একাধিক অথর সেট করা যায় ।


ওয়েবসাইটে  অথর সেট করার সুবিধাঃ-

সাধারণত অনেক বড় বড় সাইটের এডমিন রা অথর সেট করে । কারণ তারা একা পোস্ট করা পোস্টগুলো শেয়ার করা ইত্যাদি ইত্যাদি কাজগুলো সামলে উঠে পারেনা । এই জন্য তাদের ওয়েবসাইটে কিছু অথর সেট করে রাখে যারা পোস্ট করে দিবে । বিনিময়ে এডমিন সেই সকল অথর দের কিছু আর্থিক সহযোগিতা করে থাকে, যেটা এডমিন এবং অথরের মাঝে ঢিল হয় । এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার ।

এই অথর সেট করলে এডমিন অনেকটা ফ্রি থাকে । কারণ পোস্ট লেখা টপিক খুঁজে বের করা থেকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটি পোস্ট করতে অনেক সময় লাগে । যেটা এডমিন কে আলাদাভাবে দিতে হচ্ছে না ।


কিভাবে ব্লগে একাধিক এডমিন & অথর সেট করবেন?

ব্লগার সেটিংঃ ব্লগে এডমিন ও অথর কি? কিভাবেএকাধিক এডমিন সেট করতে হয়?


ব্লগের সেটিং প্যানেল থেকে "Permission " এ ক্লিক করুন।


ব্লগার সেটিংঃ ব্লগে এডমিন ও অথর কি? কিভাবেএকাধিক এডমিন সেট করতে হয়?

এখানে আপনার ইমেল দিয়ে "send" এ ক্লিক করার পর, আপনার ইমেলে নিচের মত একটি মেইল আসবে...

ব্লগার সেটিংঃ ব্লগে এডমিন ও অথর কি? কিভাবেএকাধিক এডমিন সেট করতে হয়?


দেখানো " accept invitation "এ ক্লিক করার পর একটি " browser " সিলেক্ট করুন।

ব্লগার সেটিংঃ ব্লগে এডমিন ও অথর কি? কিভাবেএকাধিক এডমিন সেট করতে হয়?


এখন থেকে আবার "accept invitation " এ ক্লিক করুন।এখন অটোমেটিক অথর সেট হয়ে গেছে।


কিভাবে অথর কে এডমিন করবেন?


ব্লগার সেটিংঃ ব্লগে এডমিন ও অথর কি? কিভাবেএকাধিক এডমিন সেট করতে হয়?


আবার সেটিং থেকে permission →blog Admin author এ ক্লিক করুন।


ব্লগার সেটিংঃ ব্লগে এডমিন ও অথর কি? কিভাবেএকাধিক এডমিন সেট করতে হয়?


নামের পাশে দেখানো যায়গা ক্লিক করলে "Admin and Author" নামে দুটি অপশন পেয়ে যাবেন। এখন অথর থেকে এডমিন  করতে " Admin" সিলেক্ট করে Save করুন।


এমনি আরো পোস্ট পেতে আমাদের সাথেই থাকুন।







Post a Comment

أحدث أقدم