On Page SEO - Submit Your website in Yandex webmaster tools.

সার্চ ইঞ্জিন কি?

সহজ ভাষায় বলতে গেলে সার্চ ইঞ্জিন  হচ্ছে অনলাইনে তথ্য খুঁজার ওয়েব মেশিন বা সফটওয়ার। অনলাইনে যত ধরনের তথ্য থাকে একটি সার্চ ইঞ্জিন প্রথমে সেই তথ্যগুলো তার তথ্য ভান্ডারে জমা করে এবং পরে সেই তথ্যগুলো তার মজুদকৃত তথ্য ভান্ডার হতে কন্টেন্টের কোয়ালিটির ভিত্তিতে আমাদের সামনে প্রদর্শণ করে। এক কথায় বলতে পারেন, অনলাইন হতে তথ্য সংগ্রহ করা ও সেই তথ্য মানুষের সামনে তুলে ধরার মেশিন বা সফটওয়ারকে সার্চ ইঞ্জিন বলে।


এখন প্রশ্ন থাকতেই পারে সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে?

আপনার যেকোনো ওয়েবসাইটের প্রত্যেকটি পেজ ভিজিট করার মাধ্যমে সকল প্রকার ডাটাবেজ  সার্চ ইঞ্জিন রোবট তাদের ডাটাবেজে সেভ করে রাখে এবং পরবর্তীকালে যখন সার্চ ইঞ্জিনে সার্চ করা হয় তখন ইনডেক্সড ডাটা থেকে রেজাল্ট গুলো কন্টেন্টের কোয়ালিটি,সাইটের উপর ভিত্তিতে আমাদের সামনে চলে আসে। 

আপনার ওয়েবসাইট যতটা এসিও ফ্রেন্ডলি করবেন সার্চ রেজাল্টে ততটাই সবথেকে উপরে আসার সম্ভাবনা বেশি থাকে। 

যখন কোন মানুষ সার্চ ইঞ্জিনে নির্দিষ্ট কি-ওয়ার্ডের মাধ্যমে সার্চ করে থাকে তখন যে রেজাল্ট আসে সেখান থেকে সবথেকে প্রথমে ও উপরে আসার কারণ হলো তার ওয়েবসাইটের কনটেন্ট এর মান অনেক সুন্দর সাজানো গোছানো এবং সর্বপরি এসিও ফ্রেন্ডলি করা। এবং সব থেকে ভাল মানের কনটেন্ট গুলোকেই সবথেকে উপরে দেখায় এভাবে আস্তে আস্তে নিচের দিকে বা পরবর্তী পেজে দেখাতে থাকে

SEO ফ্রেন্ডলি আর্টিকেল কিভাবে লিখবেন?[TOP-10 TIPS]alert-success 

এবার আশা যাক কিভাবে ওয়েবসাইট  এসইও করবেন?

Search Engine Optimization এই তিনটি শব্দের ভীতরে দুটি অর্থবহুল অংশ রয়েছে। একটি হচ্ছে Search Engine এবং অন্যটি হচ্ছে Optimization. তারমানে দাড়াচ্ছে SEO হচ্ছে সার্চ ইঞ্জিন-কে অপটিমাইজেশন করার এক ধরনের প্রযুক্তিগত ওয়েব কৌশল।


Website Structured Data Errors গুলি দেখবেন কিভাবে?alert-success 

এসইও হচ্ছে মূলত দুই প্রকারের। যথা-

  • অর্গানিক এসইও।
  • পেইড এসইও।

অর্গানিক এসইও আবার দুই ধরনের।

  • একটি হচ্ছে অনপেজ এসইও ।
  • অন্যটি হচ্ছে অফপেজ এসইও।

অনপেজ এসইও এবং অফপেজ এসইও কি?

অনপেজ এসইও হচ্ছে একটি ওয়েবসাইট/ব্লগকে পরিপূর্ণভাবে সাজানোর যাবতীয় কার্যক্রম অর্থাৎ একটি ওয়েবসাইটকে ভালভাবে তৈরি করার জন্য যা কিছুর প্রয়োজন হয় তার সবটুকুই হচ্ছে On Page SEO. অনপেজ এসইও হচ্ছে ব্লগের জন্য উপযুক্ত Keyword, Setting-up Meta, Naming Pages, Page Search Descriptions ইত্যাদি ভালোভাবে Settings করার একটি প্রক্রিয়া। আর অফপেজ এসইও হচ্ছে আপনার ব্লগটির কনটেন্টের লিংক বিভিন্ন জনপ্রিয় সাইটে শেয়ার করা, ব্যাক লিংক তৈরী করা, বিভিন্ন ফোরামে জয়েন, ব্লগের প্রচারনাসহ ইত্যাদি উপায়ে জনপ্রিয় করে তোলা। 


Search Engine optimization হলো on page seo এর একটি গুরুত্বপূর্ণ অংশ। 

বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুলো হচ্ছে Google, Yahoo,  Bing,DuckDuckGo & Yandex । 


আজ আমরা Yandex webmaster tools এ সাইট সাবমিট করবো তো চলুন শুরু করা যাক।

প্রথমে নিচের মত করে Yandex webmaster/link/button এ রেজিষ্ট্রেশন করে নিন



On Page SEO - Submit Your website in Yandex webmaster tools.


উপরে দেওয়া Registration এ ক্লিক করুন।


এখন নিচের মত পেজ আসলে এখানে আপনার তথ্য দিয়ে দিন,মোবাইল নাম্বারের আগে অবশ্যই +৮৮ (Country Coad) দিয়ে নিবেন।


সব তথ্য দিয়ে Confirm Number এ ক্লিক করুন।


On Page SEO - Submit Your website in Yandex webmaster tools.


Confirme Number এ ক্লিক করা পর আপনার নাম্বারে নিচের মত ৬ সংখ্যার একটি কোড যাবে।

On Page SEO - Submit Your website in Yandex webmaster tools.


এখন নিচের দেখানো জায়গা কোড বসিয়ে Confirm এ ক্লিক করুন।


On Page SEO - Submit Your website in Yandex webmaster tools.


এখন Register এ ক্লিক  করুন।

 
On Page SEO - Submit Your website in Yandex webmaster tools.


এখন Accept এ ক্লিক করুন,ব্যাস একাউন্ট খোলার ঝামেলা শেষ এখন আমারা Yandex webmaster tool/link/buttonএ সাইট Add করবো।



সাইয় Add করার জন্য নিচে দেখানো Webmaster এর উপর ক্লিক করুন।

On Page SEO - Submit Your website in Yandex webmaster tools.


এখানে Go চাপুন।


On Page SEO - Submit Your website in Yandex webmaster tools.

এখন Add Site এ ক্লিক করুন।

On Page SEO - Submit Your website in Yandex webmaster tools.

এখানে সাইটের URL দিয়ে  Add করে নিন।

(অবশ্যই https://www.xxxxx.com এই ভাবে দিতে হবে)

On Page SEO - Submit Your website in Yandex webmaster tools.


এখন এই সাইট টি যে আপনার তার প্রমান দিতে হবে,তারজন্য আপনি ৩ টি পদ্ধতি অবলম্বন করতে পারবেন।


এগুলোর মধ্যো সহজ মাধ্যম হলো  Meta Tag তাই আমি নিচে মেটা ট্যাগ সিলেক্ট করেছি।


On Page SEO - Submit Your website in Yandex webmaster tools.

উপরে দেখানো কোড গুলো কপি করুন এবং Blogger/link/button এ Login করে Theme>Edit HTML এ ক্লিক করে Template Edit  এপশনে গিয়ে <head> ট্যাগ এর পর </head>  ট্যাগের আগে  কোথাও বসিয়ে দিলেই  হবে।

On Page SEO - Submit Your website in Yandex webmaster tools.


উপরের মত ভেরিফিকেশন কোড ( <haed> your coad past here </head>) বসানোর পর আবার Yandex এ ফিরে গিয়ে নিচে দেখানো Check বাটনে ক্লিক করুন। 


On Page SEO - Submit Your website in Yandex webmaster tools.


যদি সব ঠিকঠাক থাকে নিচের মত দেখবেন আপনার সাইট যুক্ত হয়ে গেছে।


এখন চলুন দেখে নেওয়া যাক কাজটা সঠিকভাবে সম্পন্ন হলো কিনা! 


এরজন্য Yandex/link/button সার্চ ইঞ্জিনে গিয়ে Tunes71 লিখে সার্চ করার পর Tunes71 সাইট টি প্রথমেই চলে এসেছে।

On Page SEO - Submit Your website in Yandex webmaster tools.

On Page SEO - Submit Your website in Yandex webmaster tools.

  

শেষ কথাঃসম্মানিত ভিজিটর আমরা সবার উপকারের জন্য এত সময় ব্যয় করে পোস্ট লিখি তাই যদি পোস্টি দ্বারা কারো উপকার হয়ে থাকে অবশ্যই কমেন্টে করে জানাবেন এবং যদি কারো কোন প্রকার পেইড কোর্স প্রয়োজন হয় সেটাও বলতে পারেন, ফ্রিতে দেওয়ার চেস্টা করবো ইংশআল্লহ।

আজ এখানেই শেষ করছি,সবাই ভালো থাকুন,সুস্থ থাকুন। 


Post a Comment

أحدث أقدم