জন্ম নিবন্ধন অনলাইন থেকে বের করার নতুন নিয়ম ২০২১ – Birth Certificate Download  From Online [New  system ]

আমরা অনেকে জন্ম নিবন্ধন যাচাই করতে গিয়ে অনেক ভোগান্তিতে আছি কারন ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না আর গেলেও error data দেখা যায়।


এত কিছু কেন হচ্ছে বা কিভাবে আমরা সঠিকভাবে জন্ম নিবন্ধন যাচাই করতে পারব সেটা নিয়ে প্রশ্ন সবার।

এতকিছুর সমস্যার কারণ হচ্ছে সরকার জন্ম নিবন্ধন ওয়েবসাইট পরিবর্তন করেছে এবং সেটা নতুনভাবে চালু করা হয়েছে ২০২১ সালের ১০ জানুয়ারি কিন্তু তারপরও আমরা জন্ম নিবন্ধন যাচাই করতে গিয়ে সমস্যার সম্মুখীন হয়েছি কিছুদিন যাবত।


এটার কারণ হিসেবে বলা হয়েছে কারিগরি উন্নয়ন এর জন্য এতদিন সমস্যা ছিল।


এখন কোন ঝামেলা ছাড়াই আপনারা জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন,২টা ওয়েবসাইট থেকে করা যাবে কিন্তু প্রিন্ট করা যাবে ১টা ওয়েবসাইট থেকে।যেটা থেকে প্রিন্ট করা যাবে সেটাই  আজ আলোচনা করবো।

কিভাবে মোবাইল দিয়ে যাচাই এবং প্রিন্ট করতে হয় তা নিচে ধাপে ধাপে দেখানো হয়েছে,প্রতিটি ধাপ পর্যায়ক্রমে অনুসরণ করুন।



প্রথমে নিচের লিংকে প্রবেশ করুন

এরপর নিচের ছবির মতো অপশন দেখতে পারবেন এখানে ৩ টা অপশন খেয়াল করুন প্রথম অপশনে ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বার  দিন।

( প্রথম ৪ ডিজিট হচ্ছে জন্মসাল + বাকি ১৩ ডিজিট নিবন্ধন নাম্বার  )
২য় ঘরে জন্ম তারিখ YYYY-MM-DD আকারে দিন নিচের মত করে।

৩ নাম্বার বক্সে ছোটখাটো একটা অংক থাকলে যেটা হিউম্যান ভেরিফিকেশ এর জন্য।উপরে প্রশ্ন থাকবে ৩য় বক্সে আপনাকে উত্তরটা লিখতে হবে..একদম সিম্পল।

জন্ম নিবন্ধন অনলাইন থেকে বের করার নতুন নিয়ম ২০২১ – Birth Certificate Download  From Online [New  system ]


সকল তথ্য দেওয়া হলে Search এ ক্লিক করুন।

এবার দেখুন আপনার সকল তথ্য চলে এসেছে।
এখানে আপনার ইউনিয়ন, গ্রাম,ঠিকানা,পিতা,মাতা,নিজের নাম সবকিছু থাকবে।


জন্ম নিবন্ধন অনলাইন থেকে বের করার নতুন নিয়ম ২০২১ – Birth Certificate Download  From Online [New  system ]

Print করার জন্য পিডিএফ ফরমেটে সেইভ করে নিতে হিবে।

PDF করার জন্য উপরে 3 Dot এ ক্লিক করুন এবার Share এ ক্লিক করুন:-

জন্ম নিবন্ধন অনলাইন থেকে বের করার নতুন নিয়ম ২০২১ – Birth Certificate Download  From Online [New  system ]

এবার Print এ ক্লিক করুন

জন্ম নিবন্ধন অনলাইন থেকে বের করার নতুন নিয়ম ২০২১ – Birth Certificate Download  From Online [New  system ]


এবার pdf এ ক্লিক করুন।

জন্ম নিবন্ধন অনলাইন থেকে বের করার নতুন নিয়ম ২০২১ – Birth Certificate Download  From Online [New  system ]

 

আশা করি এখন সবাই নিজের নিজের জন্ম নিবন্ধন যাচাই এবং প্রিন্ট করতে সক্ষম হবেন।




Tutorial vedio 



6 تعليقات

  1. الردود
    1. পোস্ট আপডেট করা হয়েছে...এখন লিংক কাজ করবে।

      حذف
  2. ভাই বাংলাদেশের Birth certificate /NID সম্পকৃত ওয়েবসাইট / কল সেন্টারের অবস্থা খুবি বাজে।



    যখন পোস্ট টি করা হয়েছিল তখন এই পদ্ধতি কাজ করতো এখন তাদের অফিসিয়াল সাইটে Birth certificate ভেরিফাই করার যে লিংক টি ছিল সেটিও কাজ করছেনা।

    সাথে থাকুন,অন্য কোন সাইট থাকলে আপনাকে জানানো হবে।

    ধন্যবাদ।

    ردحذف
  3. الردود
    1. পোস্টে সব বলা হয়েছে,সে অনুযায়ী কাজ করুন।

      حذف
  4. ভাই পিডিএফ ফাইল তো সেভ error দেখায়

    ردحذف

إرسال تعليق

أحدث أقدم