জন্ম নিবন্ধন অনলাইনে চেক করার নিয়ম
অনলাইনে জন্ম নিবন্ধন চেক করা তেমন কঠিন একটি কাজ নয়। মাত্র দুই মিনিটের ভিতরে আপনি অনলাইনে চেক করতে পারবেন।
স্টেপ ১ঃ প্রথমে আপনার জন্ম নিবন্ধন/ জন্ম সনদটি হাতে কাছে নিন। আপনি আপনার জন্ম নিবন্ধনে/ জন্ম সনদে ১৭ ডিজিটের একটি নাম্বার দেখতে পারবেন। এটি হলো আপনার রেজিস্টেশন নাম্বার (ইংরেজিতে Birth Registration Number) অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার জন্য এই নাম্বারটি আমাদের কাজে লাগবে। এটি ছাড়াও আপনার বার্থডে/ জন্ম তারিখও লাগবে।
স্টেপ ২ঃ এবার আপনি এই লিংকে ভিজিট করুন। এই ওয়েবসাইটটি জন্ম নিবন্ধন পরীক্ষা করার জন্য বাংলাদেশ সরকারের অফিশিয়াল ওয়েবসাইট।
স্টেপ ৩ঃ
এবার এখানে আপনি আপনার বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এবং জন্ম তারিখ লিখে সাবমিট করুন। তথ্য দুইটি সঠিকভাবে দিয়ে সাবমিট করার পর আপনি আপনার জন্ম নিবন্ধন দেখতে পারবেন।
এভাবে অতি সহজেই আপনি আপনার জন্ম নিবন্ধন যাচাই করে নিতে পারবেন। তবে আপনার জন্ম নিবন্ধন নাও আসতে পারে।
জন্ম নিবন্ধন অনলাইনে না আসার কারণ
অনলাইনে আপনার জন্ম নিবন্ধন না আসার তিনটি কারণ হতে পারে –
- আপনার জন্ম নিবন্ধন ডাটাবেইজে না থাকলে।
- রেজিস্ট্রেশন নাম্বার ভুল দিলে।
- জন্ম তারিখ ভুল দিলে।
এভাবে আপনি খুব সহজে আপনি আপনার জন্ম নিবন্ধন যাচাই করে নিতে পারবেন। আশা করছি টিউনটি আপনার ভালো লেগেছে। যদি কোথাও কোন সমস্যা হয় তবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সম্ভব হলে টিউনটি আপনি আপনার বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই বিষয় সম্পর্কে জানতে পারে।
যারা নতুন আবেদন করছেন তারা জন্ম নিবন্ধকরণ আবেদন নম্বর প্রবেশ করান
আবেদনপত্রের অবস্থা
জন্ম নিবন্ধের স্থিতি পেতে নীচে জন্ম নিবন্ধকরণ আবেদন নম্বর প্রবেশ করান। এই পরিষেবাটি কেবল অনলাইনে জমা দেওয়া সেই অ্যাপ্লিকেশনগুলির জন্যই উপলব্ধ।
Share Via:
About Author
আমি ফরিদপুর জেলাধীন সালথা থানায় ২০০১ সালের পহেলা জুন মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করি। আমি সব সময় নতুন কিছু শিখতে এবং অন্যকে শিখাতে পছন্দ করি।
অবসর সময়ে ইন্টারনেট ঘাটাঘাটি করে কম্পিউটার, ইন্টারনেট ও ব্লগিং সম্পর্কে একটা ভাল অভিজ্ঞতা হয়েছে যেমন ব্লগিং, এডসেন্স, ফেসবুক, গ্রাফিক্স ডিজাইন, ওয়েভ ডিজাইন এবং ইন্টারনেট মার্কেটিং ইত্যাদি বিষয়ে অভিজ্ঞতা হয়েছে। এগুলি দিয়ে আমি সব সময় আমার ব্লগটিকে ভাল অবস্থানে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করি।
আমার সাথে যোগাযোগের ঠিকানা নিচের ADMIN পেজ থেকে দেখতে পারবেন।
0 Response to "জন্ম নিবন্ধন অনলাইনে চেক করার নিয়ম। "
Post a comment