আসসলামু অলাইকুম, কেমন আছেন সবাই?
আশা করি টিউন্স৭১ এর সাথে থেকে ভালোই আছেন। আজকের বিষয় : " ফেসবুক মেসেঞ্জার এর নতুন ফিচার text এ effect দিয়ে চমকে দিন বন্ধুদের! "
 |
Text effect on messenger 😀 |
নতুন এই ফিচারটির মাধ্যমে টেক্সটে মজার তিনটি ইফেক্ট দিতে পারবেন । চলুন প্রথমে দেখে নেই কিরকম হবে এই ইফেক্টগুলো।
মজার তাই নাহ...!!
একটিতে আগুন এর ইফেক্ট আরেকটিতে বক্স এর ইফেক্ট।
চলুন জেনে নেই কিভাবেএইরকম ইফেক্ট এর টেক্সট দিয়ে বন্ধুদের চমকে দিবেন ।
- প্রথমে আপনার মেসেজটি লিখুন। তারপর ইমোজিতে ক্লিক করুন।
- তারপর ইফেক্ট এ ক্লিক করুন-
- তারপর দেখতে পারবেন তিনটি ইফেক্ট-
- পছন্দের যেকোনো একটিতে ক্লিক করুন আর ম্যাজিক দেখুন।
Share Via:
About Author
আমি ফরিদপুর জেলাধীন সালথা থানায় ২০০১ সালের পহেলা জুন মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করি। আমি সব সময় নতুন কিছু শিখতে এবং অন্যকে শিখাতে পছন্দ করি।
অবসর সময়ে ইন্টারনেট ঘাটাঘাটি করে কম্পিউটার, ইন্টারনেট ও ব্লগিং সম্পর্কে একটা ভাল অভিজ্ঞতা হয়েছে যেমন ব্লগিং, এডসেন্স, ফেসবুক, গ্রাফিক্স ডিজাইন, ওয়েভ ডিজাইন এবং ইন্টারনেট মার্কেটিং ইত্যাদি বিষয়ে অভিজ্ঞতা হয়েছে। এগুলি দিয়ে আমি সব সময় আমার ব্লগটিকে ভাল অবস্থানে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করি।
আমার সাথে যোগাযোগের ঠিকানা নিচের ADMIN পেজ থেকে দেখতে পারবেন।
0 Response to "ফেসবুক মেসেঞ্জার এর নতুন ফিচার text এ effect দিয়ে চমকে দিন বন্ধুদের! "
Post a comment