আসসলামু অলাইকুম, কেমন আছেন সবাই?
আশা করি টিউন্স৭১ এর সাথে থেকে ভালোই আছেন। আজকের বিষয় : Facebook single name করুন সব থেকে সহজ উপায়ে।
So, Let's start now......
যারা ফেসবুক সিংগেল নাম করতে চান তাদের জন্য একদম সহজ একটি উপায় সেয়ার করব। এটি ফলো করে আপনি সিংগেল নাম দিয়ে নতুন আইডি খুলতে পারবেন এবং চাইলে পুরানো আইডির নাম পরিবর্তন করেও সিংগেল নাম দিতে পারবেন।
- প্রথমে আমাদের একটি ভিপিএন লাগবে ভিপিএনটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন Download VPN।
- ভিপিএন ওপেন করে Best choice এ ক্লিক করুন তারপর কান্ট্রি Indonesia সিলেক্ট করুন-
![]() |
- কান্ট্রি Indonesia সিলেক্ট করার পর কানেক্টে ক্লিক করুন –
- কানেক্টে ক্লিক করার পরে একটি পপ আপ উইন্ডো আসবে Ok করে দিন তারপর কানেক্ট হয়ে গেলে মিনিমাইজ করে বের হয়ে যান।
- এবার ফেসবুকে ঢুকুন যে আইডিতে সিংগেল নাম দিবেন তারপর স্ক্রিনশট এর মত থ্রি ডট মেনুতে ক্লিক করুন –
- এবার নিচে দেখুন সেটিংসে ক্লিক করুন-
- Personal Information এ ক্লিক করুন।
- General থেকে name এর উপর ক্লিক করুন।
- নামের ৩ টা বক্স আসবে আপনি যে নামটি দিবেন সেই সিংগেল নামটি ফার্স্ট বক্সে লিখুন আর নিচের বক্স দুটি খালি রাখুন তারপর review change এ ক্লিক করুন।
- এই পেজে আসলে আপনার আইডির পাসওয়ার্ড দিয়ে আবার Save change এ ক্লিক করুন –
- দেখুন আপনার সিংগেল নাম হয়ে গেছে –
বিদ্রঃ ছবিগুলো সংগ্রহিত যার কারনে ২নং স্কিনসট টি মিস আছে।
Share Via:
About Author
আমি ফরিদপুর জেলাধীন সালথা থানায় ২০০১ সালের পহেলা জুন মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করি। আমি সব সময় নতুন কিছু শিখতে এবং অন্যকে শিখাতে পছন্দ করি।
অবসর সময়ে ইন্টারনেট ঘাটাঘাটি করে কম্পিউটার, ইন্টারনেট ও ব্লগিং সম্পর্কে একটা ভাল অভিজ্ঞতা হয়েছে যেমন ব্লগিং, এডসেন্স, ফেসবুক, গ্রাফিক্স ডিজাইন, ওয়েভ ডিজাইন এবং ইন্টারনেট মার্কেটিং ইত্যাদি বিষয়ে অভিজ্ঞতা হয়েছে। এগুলি দিয়ে আমি সব সময় আমার ব্লগটিকে ভাল অবস্থানে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করি।
আমার সাথে যোগাযোগের ঠিকানা নিচের ADMIN পেজ থেকে দেখতে পারবেন।
0 Response to "Facebook single name করুন সব থেকে সহজ উপায়ে।"
Post a comment