আজকের বিষয় কিভাবে login Approvals on করতে হয়। এ জিনিসটা খুব দরকারি একটা বিষয়। এটি অন করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট এর নিরাপত্তা বেড়ে যাবে অনেক।
এটি যদি আপনি চালু করেন তাহলে আপনি যখন কোন unknown device থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট এ লগিন করবেন তখন আপনার দেওয়া নাম্বারে Security coad পাঠানো হবে।
এই কোড না দিলে আপনি নিজেও আপনার ফেসবুক অ্যাকাউন্ট এ লগিন করতে পারবেন না। তাই কোন কারনে যদি আপনার পাস ওয়ার্ড অন্য কেউ জেনে ফেলে তারপরেও আপনার অ্যাকাউন্ট এ সে লগিন করতে পারবে না।
অনেক কথা হল এখন কাজের কথায় আসি। প্রথমে আমরা ফেসবুক অ্যাকাউন্ট এ লগিন করে Manu থেকে সেটিং এ ক্লিক করুন।
- এখন নিচের ছবির মতো Security মেনুতে ক্লিক করুন।
- এবার নিচের ছবিতে দেখানো Login Approvals এ ক্লিক করুন।
- টিক দেওয়ার পর নিচের ছবির মতো একটা উইন্ডো ওপেন হবে এবং এখান থেকে Get Started button এ ক্লিক করুন।
- এরপর আপনার ফোন Type এ টিক দিয়ে Continue বাটন ক্লিক করুন।
- নিচের মত নাম্বারটি দিয়ে Continue এ ক্লিক করুন।
- মেসেজ থেকে পাওয়া কোড গুলা বসিয়ে Confirm করুন।
ব্যাস আপনার কাজ শেষ, এখন দেখবেন নতুন কোন ডিভাইস দিয়ে লগিন করলে কোড চাইবে।
আজ এখানেই শেষ,ভালো থাকুন, সুস্থ থাকুন, টিউন্স৭১ এর সাথেই থাকুন....ধন্যবাদ।
ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ...।
Share Via:
About Author
আমি ফরিদপুর জেলাধীন সালথা থানায় ২০০১ সালের পহেলা জুন মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করি। আমি সব সময় নতুন কিছু শিখতে এবং অন্যকে শিখাতে পছন্দ করি।
অবসর সময়ে ইন্টারনেট ঘাটাঘাটি করে কম্পিউটার, ইন্টারনেট ও ব্লগিং সম্পর্কে একটা ভাল অভিজ্ঞতা হয়েছে যেমন ব্লগিং, এডসেন্স, ফেসবুক, গ্রাফিক্স ডিজাইন, ওয়েভ ডিজাইন এবং ইন্টারনেট মার্কেটিং ইত্যাদি বিষয়ে অভিজ্ঞতা হয়েছে। এগুলি দিয়ে আমি সব সময় আমার ব্লগটিকে ভাল অবস্থানে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করি।
আমার সাথে যোগাযোগের ঠিকানা নিচের ADMIN পেজ থেকে দেখতে পারবেন।
0 Response to "Facebook Login Approval On - Passward জানলেও কেও আর আপনার একাউন্টে ঢুকতে পারবেনা। "
Post a comment