শুরু হলো ১০-১০ দেশীয় অনলাইন শপিং উৎসব! পছন্দের সব অনলাইন শপ থেকে কেনাকাটার পেমেন্ট বিকাশ করলেই পাচ্ছেন ১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। নির্দিষ্ট অনলাইন শপ থেকে যেকোনো কেনাকাটায় অ্যাপ থেকে অথবা অনলাইনে পেমেন্ট বিকাশ করলেই ১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাওয়া যাবে। প্রতিদিন সর্বোচ্চ ২০০ টাকা এবং অফার চলাকালীন সর্বমোট ১০০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন
অফারটি চলবে ১০ অক্টোবর ২০২০ থেকে ২০ অক্টোবর ২০২০ পর্যন্ত।
অনলাইন শপঃ
- Chaldal
- Rokomari
- Ajker Deal
- priyoshop
- Pickaboo
- ThemallBD
- Banglashoppers
- tylinecollection
- Xtragift
- Diabetesstore
- Leisfita
- BDshop
- Khaasfood
- Othoba
- অফারের বিস্তারিত:
- অ্যাপ অথবা অনলাইনে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট বিকাশ করলে ক্যাশব্যাক পাওয়া যাবে
- গ্রাহকের বিকাশ একাউন্টে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দেওয়া হবে
- সক্রিয় একাউন্ট এবং একাউন্টে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকলে পেমেন্ট বিকাশ করার মাধ্যমে অফারটি নেওয়া যাবে
- ক্যাশব্যাক পেতে গ্রাহকের একাউন্ট স্ট্যাটাস এবং ইনকামিং লেনদেন সচল থাকতে হবে
Share Via:
About Author
আমি ফরিদপুর জেলাধীন সালথা থানায় ২০০১ সালের পহেলা জুন মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করি। আমি সব সময় নতুন কিছু শিখতে এবং অন্যকে শিখাতে পছন্দ করি।
অবসর সময়ে ইন্টারনেট ঘাটাঘাটি করে কম্পিউটার, ইন্টারনেট ও ব্লগিং সম্পর্কে একটা ভাল অভিজ্ঞতা হয়েছে যেমন ব্লগিং, এডসেন্স, ফেসবুক, গ্রাফিক্স ডিজাইন, ওয়েভ ডিজাইন এবং ইন্টারনেট মার্কেটিং ইত্যাদি বিষয়ে অভিজ্ঞতা হয়েছে। এগুলি দিয়ে আমি সব সময় আমার ব্লগটিকে ভাল অবস্থানে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করি।
আমার সাথে যোগাযোগের ঠিকানা নিচের ADMIN পেজ থেকে দেখতে পারবেন।
0 Response to "বিকাস থেকে অনলাইন শপে পেমেন্ট করলেই পাচ্ছেন ১০% ক্যাশব্যাক। "
Post a comment