অর্থনীতি প্রথম পত্র ইমরান সাজেশন

অর্থনীতি প্রথম পত্র ইমরান সাজেশন


আসসালামু আলাইকুম, বন্ধুরা তুমরা সবাই কেমন আছো?  তুমরা যারা ডিগ্রি প্রথম বর্ষ অর্থনীত  এর শিক্ষার্থী আছো তাদের জন্য নিয়ে এলাম অর্থনীতি প্রথম পত্র ইমরান সাজেশন। 

মানে হচ্ছে তুমরা এই পোস্টেই ইতিহাসের সব রকম সাজেশন পাবা। নিচে থেকে সাজেশন গুলো দেখে নাও।



অর্থনীতি প্রথম পত্র  সাজেশনঃ


        ক - বিভাগ
১. ব্যষ্টিক অর্থনীতি কী?
উত্তর:- ব্যষ্টিক অর্থনীতি হলো অর্থনীতির ক্ষুদ্র বিষয়ের আলোচনা করা।

২. মিশ্র অর্থনীতি কী?
উত্তর:- পুজিবাদ ও সমাজতন্ত্র উভয় অর্থব্যবস্থায় সমন্বয়ে গঠিত অর্থ ব্যবস্থাকে মিশ্র অর্থনীতি বলে ।

৩. ইসলামী অর্থনীতির ধারণা দাও?
উত্তর:- যে অর্থ ব্যবস্থায় ব্যবসা বাণিজ্য সহ সকল অর্থনৈতিক কার্যাবলি সুদমুক্ত থেকে, মুনাফার ভিত্তিতে পরিচালিত হয়, সেই অর্থব্যবস্থাকে ইসলামী অর্থনীতি বলে।

৪. ধনতান্ত্রিক অর্থনীতি কী?
উত্তর:- যে অর্থব্যবস্থায় সম্পদ ও উৎপাদন যন্ত্রের মালিকানা ব্যক্তিগত, রাষ্ট্রীয় হস্তক্ষেপ ব্যতিত দাম ব্যবস্থার মাধ্যমে বাজার পরিচালিত হয়।

৫. সমাজতান্ত্রিক অর্থনীতি কী?
উত্তর:- যে অর্থব্যবস্থায় উৎপাদন যন্ত্রেওর মালিকানা রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত হয় এবং ব্যক্তিগত সম্পত্তির লিঙ্গে মালিকানা অনুপস্থিত থাকে তাকে সমাজতান্ত্রিক পরিচালিত হয়।

৬. অর্থনীতির জনক কে?
উত্তর:- এডাম স্মিথ।

৭. অদশ্য হস্ত বলতে কী বুঝ?
উত্তর:- অর্থব্যবস্থায় বাজারে চাহিদা যোগান অপেক্ষা বেশি হলে দাম বৃদ্ধি পাবে এবং চাহিদা যোগান অপেক্ষা কম হলে দাম গ্রাস পাবে । দামের এই উঠানামাকে অদৃশ হস্ত বলে ।

৮. অর্থনীতিতে কালি ও কলম কী ধরনের?
উত্তর:- পরিপূরক দ্রব্য।

৯. গিফেন দ্রব্য কী?
উত্তর:- গিফেন দ্রব্য হচ্ছে নিম্নমানের বা নিকৃষ্ট দ্রব্যের সম পর্যায়ের দ্রব্য।

১০.চাহিদা বিধি কী?
উত্তর:- দাম ও চাহিদার ক্রিয়াগত সম্পর্ক।

১১. যোগান বিধি কী?
উত্তর:- দাম ও যোগানের ক্রিয়াগত সম্পর্ককে যোগান বিধি বলে।

১২. উপযোগ কি?
উত্তর:- কোন দ্রব্যে মানুষের অভাব পূরণ যে ক্ষমতা থাকে তাকে দ্রব্যের উপযোগ বলে।

১৩.সমপ্রান্তিক উপযোগ বিধি কী?
উত্তর:- উপযোগ সর্বোচ্চকরণের লক্ষে ভোক্তা তার নির্দিষ্ট আয় বিভিন্ন দ্রব্য ক্রয়ের জন্য এমন ভাবে ব্যয় করে যাতে প্রত্যেক দ্রব্য হতে প্রাপ্ত প্রান্তিক উপযোগ সমান হয়, তাকে সমপ্রান্তিক উপযোগ বিধি বলে।

১৪.প্রান্তিক উপযোগ কী?
উত্তর:- কোনো দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগের ফলো মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উপযোগ বলে।

১৫. MRS এর পূর্ণরূপ লিখ?
উত্তর:-Marginal Rate of Substitution.

১৬. একক বিক্রেতার বাজারকে কি নামে অভিহিত করা হয়? উত্তর:- একচেটিয়ামূলক বাজার ।

১৭. আয় প্রভাব কী?
উত্তর:- আয়ের পরিবর্তনের ফলে দ্রব্য ক্রয়ের উপর যে প্রভাব পড়ে তাকে আয় প্রভাব বলে ।

১৮. নিরপেক্ষ মানচিত্র কী?
উত্তর:- একই চিত্রে একাধিক নিরপেক্ষ রেখা প্রদর্শন করা হলে তাকে নিরপেক্ষ মানচিত্র বলে ।

১৯. নিকৃষ্ট দ্রব্য কী?
উত্তর:- যে সকল দ্রব্যের ক্ষেত্রে আয় বাড়লে চাহিদা কমে এবং আয় কমলে চাহিদা বাড়ে যে সকল দ্রব্যকে নিকৃষ্ট দ্রব্য বলে ।

২০.ভোক্তার উদ্বৃত্ত কী?
উত্তর:- চাহিদা দাম ও বাজার দামের বিয়োগফল ।

২১. উৎপাদন কী?
উত্তর:- কোন দ্রব্যের উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলে।

২২. উৎপাদন সম্প্রসারণ পথ কী?
উত্তর:- বিভিন্ন সম ব্যয় রেখা ও সম উৎপাদন রেখার স্পর্শক বিন্দুগুলো নিয়ে গঠিত সঞ্চয় পথকে উৎপদান সম্প্রসারণ পথ বলে ।

২৩.V.M.P এর পূর্ণরূপ লিখ।
উত্তর:- Value of Marginal Product.

২৪.MRTS এর পূর্ণরূপ লিখ।
উত্তর:- Marginal Rate of Technical substitution.

২৫.সুযোগ ব্যয় কী?
উত্তর:-কোনো দ্রব্যের অতিরিক্ত একক উৎপাদন করতে অন্য দ্রব্যের উৎপাদন যতটুকু ত্যাগ করতে হয় তাকে সুযোগ ব্যয় বলে।

২৬. প্রান্তিক জমি বলতে কী বুঝায়?
উত্তর:- যে জমির উৎপাদন খরচ ও আয় পরস্পর সমান তাকে প্রান্তিক জমি বলে।

২৭.একচেটিয়া বাজার কী?
উত্তর:- যে বাজারে একজন মাত্র বিক্রেতা বাজারে যোগান নিয়ন্ত্রণ করে তাকে একচেটিয়া বাজার বলে ।

২৮. বিভেদমূলক দাম ব্যবস্থা কী?
উত্তর:- যেখানে একই দ্রব্য ক্রেতাদের নিকট বিভিন্ন দামে বিক্রয় করা হয় তখন তাকে বিভেদমূলক দাম ব্যবস্থা বলে।

২৯. অলিগোপলি কী?
উত্তর:- কতিপয় বিক্রেতার বাজারকে অলিগোপলি বলে।

৩০. Duopoly কী?
উত্তর:- ফার্মের দুটি হলে তাকে Duopoly বলে।

৩১. দাম নেতৃত্ব কী?
উত্তর:- অলিগোপলি বাজারে একটি ফার্ম দাম নির্ধারণ করলে অন্যান্য ফার্মও সে দাম অনুসরণ করে তাকেই দাম নেতৃত্ব বলে ।

৩২. খাজনা কী?
উত্তর:- ভূমির মৌলিক ও অবিনশ্বর ক্ষমতা ব্যবহারের জন্য এর মালিককে যে পারিশ্রামিক দেয়া হয় তাকে খাজনা বলে।

৩৩. নিম খাজনা কী?
উত্তর:-উপকরণ থেকে স্বাভাবিকের চেয়ে বাড়তি আয়কে নিম
খাজনা বলে ।

৩৪.প্রকৃত মজুরি কী?
উত্তর:- কোন শ্রমিক তার শ্রমের বিনিময়ে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সুযোগ পেয়ে থাকে তাকে প্রকৃত মজুরি বলে ।

৩৫. অর্থনৈতিক মুনাফা বলতে কী বুঝায় ?
উত্তর:- মোট আয় ও মোট ব্যয়ের পার্থক্যই হলো একটি ফার্মের অর্থনৈতিক মুনাফা।

৩৬. মুনাফা কী?
উত্তর:- মুনাফা হলো সংগঠকের কর্ম দক্ষতার পারিশ্রামিক।



নিচের সাজেশন গুলো পড়তে পারোঃ

  1. ডিগ্রি ১ম বর্ষ উদ্ভিদবিজ্ঞান রেনেসাঁ সাজেশন - New!
  2. ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার সংশোধিত রুটিন ডাউনলোড ২০২১-২০২২
  3. ডিগ্রী প্রথম বর্ষ দর্শন প্রথম পত্র গ বিভাগের শর্ট সাজেশন - New!
  4. ডিগ্রী প্রথম বর্ষ রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র সাজেশন - New!




                    খ – বিভাগ

১. ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য লিখ ।

২. চাহিদা রেখা বামদিক থেকে ডানদিকে নিম্নগামী হয় কেন?

৩. ভোক্তার উদ্বৃত্ত ধারণাটি ব্যাখ্যা কর ।

৪. রেখা কখন L আকৃতির হয়?

৫. খাজনা ও নিমখাজনার মধ্যে পার্থক্য লিখ।

৬. নিরপেক্ষ রেখা ও নিরপেক্ষ মানচিত্র কী?

৭. নিরপেক্ষ রেখা ও সমউৎপাদন রেখার মধ্যে পার্থক্য লিখ।

৬. চিত্রসহ স্থির (FC) ও পরিবর্তনশীল (VC) খরচের ধারণা দাও ।

৯. পূর্ণপ্রতিযোগিতায় একটি ফার্মকে দাম গ্রহীতা বলা হয় কেন?

১০. সমপ্রান্তিক উপযোগ বিধি কী?

১১. ভোক্তার ভারসাম্য কাকে বলে? চাহিদার নির্ধারকগুলো লিখ ।

১২. পরিমাণগত ও পর্যায়গত উপযোগের মধ্যে পার্থক্য লিখ।

১৩.স্বল্পকালীন গড় ব্যয় রেখা কেন U আকৃতির হয়?

১৪.যোগান ও মজুদের মধ্যে পার্থক্য নির্দেশ কর।

১৫. সুযোগ ব্যয় ধারণটি রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা কর।

১৬. দেখাও যে, নিরপেক্ষ রেখা সচরাচর মূল বিন্দুর দিকে উত্তল হয়?

১৭.দেখাও যে, AC রেখার সর্বনিম্ন বিন্দুতে MC রেখা ছেদ করে ।

১৮. ফার্মের মোট আয়, গড় আয় ও প্রান্তিক আয়ের ধারণাসমূহ উদাহরণসহ ব্যাখ্যা কর।

১৯. একচেটিয়া কারবার ও অলিগোপালি বাজারের বৈশিষ্ট্য লিখ।

২০.ইতিবাচক ও নীতিবাচক অর্থনীতির পার্থক্য লিখ ।

২১. চাহিদার স্থিতিস্থাপকতা কী? স্থিতিস্থাপকতা ও অস্থিতিস্থাপক চাহিদার মধ্যে পার্থক্য নিদের্শ কর।

২২. চাহিদার সংকোচন-সম্প্রসারণ ও চাহিদার হ্রাস-বৃদ্ধির মধ্যে পার্থক্য নিদের্শ কর ।

২৩.দীর্ঘকালীন গড় খরচ রেখার আকৃতি ব্যাখ্যা কর।

২৪.পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর।

২৫.শ্রমের যোগান রেখা কখন পশ্চাৎগামী হয়? ব্যাখ্যা কর ।

২৬. মুনাফা ও ঝুকির মধ্যে সম্পর্ক ব্যাখ্যা কর।

২৭.বাজেট রেখা ও নিরপেক্ষ রেখার মধ্যে পার্থক্য লিখ।

২৮.নির্বাচন সমস্যা বলতে কী বুঝ ?

২৯.একটি কাল্পনিক চাহিদা সূচি হতে চাহিদা রেখা অঙ্কন কর।


                     

                     গ - বিভাগ

১) বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা বলতে কী বুঝ? সম্পদের অপ্রতুলতা নয় বরং অদক্ষ ব্যবহারই অর্থনৈতিক সমস্যার জন্ম দেয়-ব্যাখ্যা কর।[

২) চাহিদা সূচি ও চাহিদা রেখা কাকে বলে? নিম্নের সমীকরণ হতে একটি চাহিদা সূচি তৈরি কর এবং তার ভিত্তিতে চাহিদা রেখা অঙ্কন কর: Qd=20-2P; যেখানে Qd=চাহিদার পরিমাণ এবং P=দাম।

৩. বাজার ভারসাম্য কী? চাহিদা ও যোগানের পারস্পারিক সম্পর্ক দ্বারা কীভাবে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারিত হয় ব্যাখ্যা কর ।

৪) নিরপেক্ষ রেখা ও নিরপেক্ষ মানচিত্র কি? সাহায্যে ভোক্তার ভারসাম্য ব্যাখ্যা কর।

৫) গড় খরচ (AC) ও প্রান্তিক খরচ (MC) এর মধ্যে সম্পর্ক ব্যাখ্যা কর। স্বল্পকালীন গড় ব্যয় রেখা ট আকৃতির হয় কেন?

৭) বন্টনের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্বটি সমালোচনাসহ ব্যাখ্যা কর ।

৮) অর্থনৈতিক ব্যবস্থা বলতে কী বুঝ? মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ লিখ।

৯. মাত্রাগত উৎপাদন কী? বিভিন্ন ধরনের মাত্রাগত উৎপাদন চিত্রের মাধ্যমে ব্যাখ্যা কর ।

১০) ভোক্তার ভারসাম্য কাকে বলে? নিরপেক্ষ রেখার সাহায্যে ভোক্তার ভারসাম্য ব্যাখ্যা কর ।

১২) উৎপাদকের উদ্বৃত্ত ধারণাটি চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর।

১৩) অনুপার্জিত আয় বলতে কী বুঝ? আর্থিক মজুরি ও প্রকৃত মজুরির মধ্যে পার্থক্য লিখ ।

১৪) স্বাভাবিক মুনাফা বলতে কী বুঝায়? পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারে কোনো ফার্মের স্বল্পকালীন যোগান রেখা অঙ্কন কর।

১৫) সমপ্রান্তিক উপযোগ বিধি কী? সমপ্রান্তিক উপযোগ বিধির মাধ্যমে একজন ভোক্তা কিভাবে ভারসাম্য লাভ করে, তা চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর।

১৬) আয় ভোগ রেখা বলতে কী বুঝ? নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা কর।

১৭) দুষ্পপ্রাপ্যতা ও নির্বাচন বলতে কী বুঝ? অর্থনীতির মৌলিক সমস্যাসমূহ ব্যাখ্যা কর ।

১৮) মিশ্র অর্থনীতি ব্যবস্থা ও সমাজতান্ত্রিক অর্থনীতি ব্যবস্থার মধ্যে পার্থক্য লিখ ।

১৯) একটি কাল্পনিক যোগান সূচি থেকে যোগান রেখা অঙ্কন কর ।

২০) বাজার ভারসাম্য কী? চাহিদা ও যোগানের পারস্পারিক সম্পর্ক দ্বারা কীভাবে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারিত হয় ব্যাখ্যা কর।

২১) চিত্রসহ ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি আলোচনা কর । এটি কি শুধুমাত্র কৃষিক্ষেত্রে প্রযোজ্য।

২২) মোট স্থির খরচ ও মোট পরিবর্তশীল খরচ কী? পরিবর্তশীল ব্যয়ের মধ্যে পার্থক্য লিখ।

২৩) স্বাভাবিক মুনাফা বলতে কী বুঝ? দেখাও যে, পূর্ণপ্রতিযোগিতায় দীর্ঘমেয়াদে সকল ফার্ম শুধু স্বাভাবিক মুনাফা অর্জন করে।

২৪) মজুরি কাকে বলে? একই পেশায় মজুরি হারের তারতম্য হয় কেন?




অর্থনীতি প্রথম পত্র ইমরান সাজেশনঃ

অর্থনীতি প্রথম পত্র ইমরান সাজেশন

অর্থনীতি প্রথম পত্র ইমরান সাজেশন

অর্থনীতি প্রথম পত্র ইমরান সাজেশন

অর্থনীতি প্রথম পত্র ইমরান সাজেশন

অর্থনীতি প্রথম পত্র ইমরান সাজেশন



অর্থনীতি প্রথম পত্র ইমরান সাজেশন পিডিএফঃ Download/download /button



আরো পড়তে পারোঃ

  1. ডিগ্রি প্রথম বর্ষ ইতিহাস প্রথম পত্র রেনেসা ,Courstika এবং ফাইনাল সাজেশন New!
  2. ডিগ্রি প্রথম বর্ষ ইসলামের ইতিহাস ইমরান সাজেশন New!
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url