রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র সাজেশন


আসসালামু আলাইকুম বন্ধুরা,তুমরা যারা ডিগ্রি ১ ম বর্ষের শিক্ষার্থী আছো তাদের জন্য নিয়ে এলাম  রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র সাজেশন।


ডিগ্রী প্রথম বর্ষ রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র সাজেশন ক বিভাগের সাজেশনঃ


১. রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের দুইটি পদ্ধতির নাম লিখ
উত্তর:- ১ . ঐতিহাসিক পদ্ধতি ২. দার্শনিক পদ্ধতি । (৯৯%)

২. জাতীয়তাবাদের তিনটি উপাদানের নাম লিখ ?
উত্তর:-ক) রাজনৈতিক ঐক্য খ) বংশগত ঐক্য গ) ভৌগোলিক ঐক্য ।

৩. রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয় ?
উত্তর:- এরিস্টটলকে । (৯৯%)

৪. রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত দুটি মতবাদ লিখ
উত্তর:- ১ ) সামজিক চুক্তি মতবাদ ও ২ ) ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ । (সঠিক মতবাদ )

৫.- Natio ' Natus শব্দের অর্থ কী?
উত্তর:- জন্ম। (৯৯%)

6. Political Science beings and ends with the state” উক্তিটি কার?
উত্তর:- অধ্যাপক গার্নার । (৯৯%)

৭. হবস, লক ও রুশো কোন যুগের দার্শনিক?
উত্তর:- আধুনিক যুগের দার্শনিক ।

৮. ক্ষমতা স্বতন্ত্রীকরণ মতবাদের প্রবক্তা কে?
উত্তর:- মন্টেস্কু।

৯. রাষ্ট্র শব্দটি কে সর্বপ্রথম ব্যবহার করেন?
উত্তর:- নিকোলা ম্যাকিয়াভেলি। (৯৯%)

১০. রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
উত্তর:- সার্বভৌমত্ব । (৯৯%)

১১. সরকারের অঙ্গ কয়টি?
উত্তর:- তিনটি। (৯৯%)

12. Will not force is the basis of the
state-
2-উক্তিটি কার?
উত্তর:- এইচ গ্রীণ ।

১৩. রাষ্ট্রের উৎপত্তির  মতবাদের নাম লিখ? ( যে কোনো দুটি)

 উত্তর:- ক)সামাজিক চুক্তি মতবাদ ও খ) ঐতিহাসিক উৎপত্তি বা বিবর্তনমূলক মতবাদ

১৪. আধুনিক গণতন্ত্রের জনক কে ?
উত্তর:-আধুনিক গণতন্ত্রের জনক জন লক ।

১৫. হলান্ডের মতে আইনের উৎস কয়টি ?
উত্তর:- ছয়টি ।

১৬. অধিকারের সর্বশেষ্ঠ রক্ষাকবচ কোনটি?
উত্তর:- আইন।(৯৯%)

১৭. ইংরেজি ' Liberty ' শব্দের বাংলা প্রতিশব্দ কী ? উত্তর:-স্বাধীনতা।

১৮. এরিস্টটলের মতে নিকৃষ্ট সরকার কোনটি ? উত্তর:-গণতন্ত্র।

১৯. কখন – গৌরবময় ' বিপ্লব হয়েছিল ?
উত্তর:- ১৬৬৮ সালে।

২০. অধিকারের সর্বশ্রেষ্ঠ রক্ষাকরচ কোনটি ?
উত্তর:- আইন ।

২১. সংসদীয় গণতন্ত্র জনক কে ?
উত্তর:-জনলক । (৯৯%)

২২. রেনেসাঁ অর্থ কি ?
উত্তর:-পুনর্জাগরণ।

২৩. আধুনিক গনতন্ত্রের জনক কে?
উত্তর:- জন লক। (৯৯%)

২৪. সাধারণ ইচ্ছা তত্ত্বটি কার?
উত্তর:- রুশো।(৯৯%)

২৫. প্লেটোর প্রতিষ্ঠিত বিদ্যাপীঠের নাম কী ছিল?
উত্তর:- একাডেমী।(৯৯%)

২৬. সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের চূড়ান্ত ইচ্ছা-এটি কার উক্তি?
উত্তর:- অধ্যাপক ইউলোবির উক্তি ।

২৭. সার্বভৌমত্বের বহুত্ত্ববাদী প্রবক্তা কে?
উত্তর:- হ্যারল্ড জে লাস্কি

২৮ spirit of laws গ্রন্থটির রচিয়তা কে?
উত্তর:- মন্টেস্কু।(৯৯%)

২৯. প্লেটো কোন দুটি ক্ষেত্রে সাম্যাবাদের কথা কথা বলেছেন তা লিখ ?

 উত্তর: ক) পরিবার সংক্রান্ত সাম্যবাদ এবং খ) সম্পত্তি সংক্রান্ত সাম্যবাদ

৩০. ' Leviathan ' গ্রন্থটির লেখক কে ?
উত্তর:- টমাস হব্স

31. – Summa Theologica' গ্রন্থটির রচয়িতা কে ? উত্তর: সেন্ট টমাস একুইনাস । (৯৯%)

৩২. দুই তরবারী তত্ত্বের প্রবক্তা কে ?
উত্তর: সেন্ট অগাস্টিন

৩৩. এরিস্টটলের স্থাপিত শিক্ষা প্রতিষ্ঠানটির নাম কী? উত্তর:- লাইসিয়াম ।

৩৪, পলিটি কী?
উত্তর:- পলিটি হলো মধ্যবিত্তদের দ্বারা পরিচালিত সরকার ব্যবস্থার নাম ।

৩৫. City of God গ্রন্থটির লেখক কী?
উত্তর:- সেন্ট অগাস্টিন।(৯৯%)

36. Man is born free but where he is in
chain উক্তিটি কার ?
উত্তর:- রুশোর ।

৩৭. সার্বভৌমত্বের  বহুত্ববাদের  সমর্থক  দুজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম কি কি?
উত্তর:- অধ্যাপক লাস্কি ও বাকার ।

৩৮. রাষ্ট্রের চূড়ান্ত ইচ্ছাই হচ্ছে সার্বভৌমত্ব – ইহা কার উক্তি উত্তর:- অধ্যাপক উইলোবীর উক্তি

৪০. রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি ? উত্তর:-সার্বভৌমত্ব। (৯৯%)

41. Demos শব্দটির অর্থ কী?
উত্তর:- জনগণ।

৪২. Natio শব্দের অর্থ কী?
উত্তর:- জন্ম বা বংশ। (৯৯%)

৪৩. কখন গৌরবময় বিপ্লব হয়েছিল ?
উত্তর:-১৬৮৮ সালে।

48. The Republic এর রচয়িতা কে?
উত্তর:- প্লেটো

45. Know thyself উক্তিটি কার?
উত্তর:- সক্রেটিসের।

৪৬. রাষ্ট্রবিজ্ঞানকে ' সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান ' ( master science ) হিসাবে আখ্যা দিয়েছেন কে ?
উত্তর: Aristotle  তিনি রাষ্ট্রবিজ্ঞানকে master science বলেছেন । (৯৯%)

৪৭. রাষ্ট্র সৃষ্টির গ্রহণযোগ্য মতবাদ কোনটি? উত্তর:- ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ।

৪৮. আইনের তিনটি উৎস উল্লেখ কর ?
উত্তর:- ক) প্রথা বা রীতিনীতি খ ) আইনসভা গ ) বিচার বিভাগীয় রায়।(৯৯%)

৪৯. আইনের শাসন কি ?
উত্তর : - আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান

৫০. প্লেটোর একটি গ্রন্থের নাম লিখ ?
উত্তর:- The Republic

51. Virtue is Knowledge – এই মূলনীতিটি কার ? উত্তর:- সক্রেটিসের । (৯৯%)



আরো পড়ুনঃ 

Post a Comment

Previous Post Next Post