ফেসবুক এবং ইউটিউবের ভিডিও ডাউনলোড করার সহজ নিয়ম

ফেসবুক এবং ইউটিউবের ভিডিও ডাউনলোড করার সহজ নিয়ম


বর্তমান সময়ে আমরা যারা এন্ড্রয়েড বা স্মার্ট ফোন ব্যবহার করি, তাদের প্রায় ৮০% লোকেই জানেনা কিভাবে Facebook ও Youtube  এর ভিডিও ডাওনলোড করতে হয়।


আমরা ফেসবুক ও ইউটিউবে ভিডিও দেখতে পারলেও খুব সহজে কিন্তু ফেসবুক ও ইউটিউবের ভিডিও ডাউলোড করতে পারি না। কিভাবে ফেসবুক ও ইউটিউবের ভিডিও খুব সহজে ডাউনলোড করা যায় এ বিষয়ে আমি আজকের পোস্টে বিস্তারিত আলোচনা করব। 



ফেসবুক এবং ইউটিউবের ভিডিও ডাউনলোড করার সহজ নিয়মঃ

ফেসবুক থেকে ভিডিও ডাওনলোড করার জন্য প্রথমে ফেসবুক অ্যাপ থেকে থ্রি-ডট অথবা সেয়ার বাটনে ক্লিক করুন।

ফেসবুক এবং ইউটিউবের ভিডিও ডাউনলোড করার সহজ নিয়ম

এরপর ভিডিও লিংকটি কপি করে নিন-

ফেসবুক এবং ইউটিউবের ভিডিও ডাউনলোড করার সহজ নিয়ম

ভিডিও লিংক টি কপি হলে en.savefrom.net ওয়েবসাইটে গিয়ে পেস্ট করি-

ফেসবুক এবং ইউটিউবের ভিডিও ডাউনলোড করার সহজ নিয়ম

উপরের বক্সে লিংক পেস্ট করে এন্টার বাটনে ক্লিক করলে কিছুক্ষন পর নিচে ভিডিওটা দেখা যাবে। এখান থেকে বিভিন্ন কোয়ালিটিতে ডাওনলোড দিয়ে নিতে পারবেন। 

ফেসবুক এবং ইউটিউবের ভিডিও ডাউনলোড করার সহজ নিয়ম

ডাওনলোড শেষ হলে ভিডিও চালিয়ে দেখতে পারবেন।


ফেসবুক এবং ইউটিউবের ভিডিও ডাউনলোড করার সহজ নিয়ম

একই ভাবে আপনি ইউটিউব থেকেও ভিডিও ডাওনলোড করে নিতে পারেন,আমি ইউটিউব ভিডিও  লিংক কপি করার নিয়ম দেখিয়ে দিচ্ছি।


ইউটিউব থেকে ভিডিও ডাওনলোড করার নিয়মঃ

প্রথমেই ইউটিউব অ্যাপ এ প্রবেশ করে ভিডিওর নিচে ডান কোনায় থ্রি ডট মেনুতে ক্লিক করি-

ফেসবুক এবং ইউটিউবের ভিডিও ডাউনলোড করার সহজ নিয়ম

Share বাটনে ক্লিক করি-


ফেসবুক এবং ইউটিউবের ভিডিও ডাউনলোড করার সহজ নিয়ম


এখন ভিডিও লিংক কপি করে নেই।


ফেসবুক এবং ইউটিউবের ভিডিও ডাউনলোড করার সহজ নিয়ম



ভিডিও লিংক কপি করে উপরের নিয়মে ভিডিও ডাওনলোড করে নিন।


ফেসবুক ইউটিউব ছাড়াও এই সাইটটির মাধ্যমে instagram ও twitter এর ভিডিও ডাউনলোড করতে পারবেন।



আরো পড়ুনঃ

  1. অনলাইনে জিডি করার নিয়ম - Online GD
  2. Birth registration plp file Bangla & English
  3. D-ID দিয়ে কিভাবে ভিডিও তৈরী করতে হয়?
  4. Facebook Cover Photo Design PLP File - New!
  5. JSC Registration Card PLP File Download
  6. PRESS ID Card PLP file download New!
  7. Remove Photo background by telegram bot
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url