D-ID দিয়ে কিভাবে ভিডিও তৈরী করতে হয়?

D-ID দিয়ে কিভাবে ভিডিও তৈরী করতে হয়?


আসসালামু আলাইকুম, আপরার জানেন D-ID কি? এটি কিভাবে কাজ করে? যদি জেনে না থাকেন তবে এই পোস্টটি পড়তে পারেন।



D-ID হচ্ছে AI টেকনোলজির ভিত্তিতে তৈরী একটি AI ওয়েবসাইট। যেটি ইমেজ থেকে হাইকোয়ালিটি’র ফটোরিয়্যালিস্টিক ভিডিও তৈরী করতে সক্ষম। D-ID ওয়েবসাইটের AI টেকনোলজি ইমেজ ও অডিওকে কম্বাইন বা সংযুক্ত করে দেয় এবং অডিও বা স্ক্রিপ্ট অনুযায়ী ইমেজে এক্সপ্রেসন যুক্ত করে,সেটা দেখতে খুবি রিয়েলস্টিক মনে হয়। এদের API নিউরাল নেটওয়ার্কস যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর একটা অংশ যার মাধ্যমে কম্পিউটারকে মানুষের মস্তিষ্কের মতো ডাটা বা তথ্য প্রসেস করার শিক্ষা দেওয়া হয় অন্যদিকে এটাকে মেশিন লার্নিং/ডিপ লার্নিং ও বলা যায়।


এটির মাধ্যমে তৈরী করা ভিডিও আপনি যেকোন প্লাটফর্মে ব্যাবহার করতে পারবেন কোন কপিরাইট আসবেনা।


তো চলুন কিভাবে ইমেজ থেকে ভিডিও তৈরী করবেন সেটি দেখে আশা যাক।


প্রথমেই গুগলে গিয়ে সার্চ করুন "D-ID" এরপর সার্চ রেজাল্ট থেকে নিচের দেখানো "Studio D-ID" ওপেন করুন।


D-ID দিয়ে কিভাবে ভিডিও তৈরী করতে হয়?



নিচে থেকে  + আইকনে ক্লিক করুন


D-ID দিয়ে কিভাবে ভিডিও তৈরী করতে হয়?



এখানে গুগল একাউন্ট দিয়ে লগিন করার জন্য " Continue with google" এ ক্লিক করুন।

D-ID দিয়ে কিভাবে ভিডিও তৈরী করতে হয়?

যদি একাধিক একাউন্ট থাকে তবে একাউন্ট নির্বাচন করুন।

D-ID দিয়ে কিভাবে ভিডিও তৈরী করতে হয়?

এখানে আপনার একাউন্ট এর ধরন নির্ধারণ করতে হবে আমি নিজের জন্য করতে চাই তাই "Individual " সিলেক্ট করে নিলাম।

D-ID দিয়ে কিভাবে ভিডিও তৈরী করতে হয়?

নিচে থেকে সর্বনিম্ন ২টি অপশন বেছে নিন এবং  "I am Done! Take me in" এ ক্লিক করুন।



D-ID দিয়ে কিভাবে ভিডিও তৈরী করতে হয়?


এখন হচ্ছে মেইন কাজ,এখানেই ভিডিও বানাতে হবে।
এখানে বাম পাশে "Create vedio" ক্লিক করলে নিচের মত সব অপশন গুলো পেয়ে যাবেন।

কিভাবে কি করতে হবে স্কিনশটেই সব লেখা আছে তাই আর লিখলাম না।


আপনার পছন্দমত ছবি,স্ক্রিপ্ট/অডিও,ভয়েজ টাইপ 
এবং ভিডিও সাইজ সিলেক্ট করে "Generate Vedio " তে ক্লিক করুন।

D-ID দিয়ে কিভাবে ভিডিও তৈরী করতে হয়?


এখন দেখুন ভিডিওটি তৈরী হয়ে গেছে। 

D-ID দিয়ে কিভাবে ভিডিও তৈরী করতে হয়?


এখন এটি ডাওনলোড করার জন্য ভিডিওটির উপর ক্লিক করলে নিচের মত পপ-আপ ডাওনলোড অপশন পাবেন,সেখান থেকে ভিডিওটি ডাওনলোড দিয়ে নিবেন।

D-ID দিয়ে কিভাবে ভিডিও তৈরী করতে হয়?


ব্যাস হয়ে গেল আপনার ভিডিও। 



উল্লেখ্য, এখানে প্রতিটি ভিডিওর জন্য আপনার একাউন্ট থেকে ক্রেডিট/পয়েন্ট কাটা হবে। এখানে আপনি ফ্রিতে ২০ ক্রেডিট/পয়েন্ট পাবেন। সেগুলো দিয়ে আপনি অনেকগুলো ভিডিও বানাতে পারবেন। আর যদি এতেও না হয় তবে একাধিক একাউন্ট ব্যবহার করতে পারেন আর না হলে প্রিমিয়াম কিনে নিতে পারেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url