ফেসবুকে বিরক্তিকর নোটিফিকেশন @Everyone বা @Friends মেনশন বন্ধ করার উপায়

বেশ কিছুদিন আগে ফেসবুক @Everyone ট্যাগের মাধ্যমে গ্রুপের সকলক সদস্যকে মেনশন করার সিস্টেম চালু করে যা ফেসবুক গ্রুপের এডমিনরা ব্যাবহার করতে পারে। এবার ফেসবুকেও চলে আসলো এই ফিচারটি কিন্তু এখানে Everyone এর পরিবর্তে @Friends ট্যাগটি ব্যাবহার করতে হবে।

আসসালামু-অলাইকুম, আশাকরি সবাই ভালো আছেন। আজকের বিষয় হলো  ফেসবুকের বিরক্তির নটিফিকেশ Everyone বা Friends মেনশন বন্ধ করার উপায়।


বেশ কিছুদিন আগে ফেসবুক @Everyone ট্যাগের মাধ্যমে গ্রুপের সকলক সদস্যকে মেনশন করার সিস্টেম চালু করে যা ফেসবুক গ্রুপের এডমিনরা ব্যাবহার করতে পারে। এবার ফেসবুকেও চলে আসলো এই ফিচারটি কিন্তু এখানে Everyone এর পরিবর্তে @Friends ট্যাগটি ব্যাবহার করতে হবে।



এতে যেমন সুবিধা রয়েছে তেমন অসুবিধাও রয়েছে, যে নটিফিকেশ টি আপনার প্রয়োজন নেই সেটিও চলে আসছে যা খুবই বিরক্তিকর একটা বিষয়।


যেমন ধরুন আপনার ফ্রেন্ড লিস্টে ১০০০ ফ্রেন্ডস রয়েছে তাদের মধ্যো থেকে ২০ জন এই ট্যাগটি ব্যাবহার করলো, তাহলে আপনি এই ২০ টি নটিফিকেশ এর ভিড়ে আপনার প্রয়োজনীয় নটিফিকেশ টি হয়তো মিস করে যাবেন।




কিভাবে এই বিরক্তিকর @Everyone বা @Friends  নটিফিকেশ বন্ধ করতে হয়?

এই ফিচারটি আশার পর থেকে সকলেই এই ফিচারটি ব্যাবহার শুরু করে,তবে এই ফিচারটি বন্ধ করাও সহজ। আসুন জেনে নেওয়া যাক কিভাবে বন্ধ করবেনঃ


প্রথমেই ফেসবুক মোবাইল অ্যাপ এর সেটিং এ প্রবেশ করুন-

ফেসবুকের বিরক্তির নটিফিকেশ Everyone বা Friends মেনশন বন্ধ করার উপায়

ফেসবুকের বিরক্তির নটিফিকেশ Everyone বা Friends মেনশন বন্ধ করার উপায়

সেটিং থেকে Profile Setting  এ প্রবেশ করুন - 

ফেসবুকের বিরক্তির নটিফিকেশ Everyone বা Friends মেনশন বন্ধ করার উপায়


এরপর নটিফিকেশ সেটিং ওপেন করুন -


ফেসবুকের বিরক্তির নটিফিকেশ Everyone বা Friends মেনশন বন্ধ করার উপায়


এখন What notification you receive থেকে Tag এ ক্লিক করুন।


ফেসবুকের বিরক্তির নটিফিকেশ Everyone বা Friends মেনশন বন্ধ করার উপায়


এখানে লক্ষ করুন যে Get Notification when you are Tag by: ডিফল্ট ভাবে Anyone দেওয়া আছে। তো এখন আমরা Anyone এর পরিবর্তে Friends of Friends সিলেক্ট করুন-



ফেসবুকের বিরক্তির নটিফিকেশ Everyone বা Friends মেনশন বন্ধ করার উপায়


Friends of friends করার পরে দেখবেন নিচে Receive Notification For  অপশনটি আসবে,তো এখন আপনি এই Batch @ Everyone Mention টি বন্ধ করে দিন।


ফেসবুকের বিরক্তির নটিফিকেশ Everyone বা Friends মেনশন বন্ধ করার উপায়


এখন কেও  @Everyone বা @Friends মেনশন দিলে আপনি কোন নটিফিকেশ পাবেন না।



উল্লেখ্য যে এখানে শুধু @Everyone or @Friends ট্যাগের নটিফিকেশ বন্ধ হবে ট্যাগ করা বন্ধ হবেনা।



Next Post Previous Post
2 Comments
  • Anonymous
    Anonymous 20 January 2023 at 04:57

    Very Nice Post. ❤️
    You Can Get Premium Blogger Template From etemplatebd.xyz

    • Anonymous
      Anonymous 22 January 2023 at 18:22

      ধন্যবাদ

Add Comment
comment url