Google duo একাউন্ট কিভাবে তৈরী করবেন?

Google duo একাউন্ট কিভাবে তৈরী করবেন?
চিত্রঃGoogle duo একাউন্ট কিভাবে তৈরী করবেন?

Google Duo হলো অনলাইনে সরাসরি অডিও এবং ভিডিও কলিং অ্যাপ যেটার মালিক গুগল এল,এল,সি কোম্পানি।


কিভাবে  ডাওনলোড করবেন?

আপনি গুগল প্লে স্টোর এ গিয়ে সার্চ করুন  google duo লিখে নিচে ছবির মত  দেখা যাবে এখান থেকে Install এ ক্লিক করুন।

Google duo একাউন্ট কিভাবে তৈরী করবেন?

ইন্সটল সম্পন্ন হলে নিচের ছবির মত  open এ ক্লিক করুন। 

Google duo একাউন্ট কিভাবে তৈরী করবেন?

Open এ ক্লিক করার পর নিচের মত নাম্বারটি দিয়ে Next এ ক্লিক করুন( কোন পপ-আপ মেসেজ আসলে Allow করে দিন)।

Google duo একাউন্ট কিভাবে তৈরী করবেন?

এখন আপনার নাম্বারে যে ভেরিফিকেশন কোড পাবেন নিচের মত সেটি বসিয়ে দিন(অনেক ডিভাইসে কোন ম্যানুয়ালি বসানোর প্রয়োজন হবেনা,অটো নিয়ে নিবে)।

Google duo একাউন্ট কিভাবে তৈরী করবেন?

 এর পর নিচের মত কিছু আসলে পর্যায়ক্রমে Next, Go iT,I- Agree,Give Access, Allow অপশন গুলো চাপুন।


Google duo একাউন্ট কিভাবে তৈরী করবেন?

উপরের Last step এ Allow দেওয়ার পর  আপনার একাউন্ট Complete। 

কাওকে কল দেওয়ার জন্য নিচের মত Contact List থেকে কল দিতে পারবেন।

Google duo একাউন্ট কিভাবে তৈরী করবেন?

এখানে শুধু আপনার Contact List এ যারা Duo ব্যাবহার তাদের লিস্ট দেখতে পারবেন এবং তাদেরকে কল দিতে পারবেন।

নতুন কাওকে এড করার জন্য Invite Friends এ ক্লিক করে ইনভাইট করে নিন।

Google duo একাউন্ট কিভাবে তৈরী করবেন?



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url