![]() |
চিত্রঃGoogle duo একাউন্ট কিভাবে তৈরী করবেন? |
গুগল ডুও হলো অনলাইনে সরাসরি অডিও এবং ভিডিও কলিং অ্যাপ যেটার মালিক গুগল এল,এল,সি কোম্পানি।
কিভাবে ডাইনলোড করবেন?
আপনি গুগল প্লে স্টোর এ গিয়ে সার্চ করুন google duo লিখে নিচে ছবির মত দেখা যাবে এখান থেকে Install এ ক্লিক করুন।
ইন্সটল সম্পন্ন হলে নিচের ছবির মত open এ ক্লিক করুন।
Open এ ক্লিক করার পর নিচের মত নাম্বারটি দিয়ে Next এ ক্লিক করুন( কোন পপ-আপ মেসেজ আসলে Allow করে দিন)।
এখন আপনার নাম্বারে যে ভেরিফিকেশন কোড পাবেন নিচের মত সেটি বসিয়ে দিন(অনেক ডিভাইসে কোন ম্যানুয়ালি বসানোর প্রয়োজন হবেনা,অটো নিয়ে নিবে)।
এর পর নিচের মত কিছু আসলে পর্যায়ক্রমে Next, Go iT,I- Agree,Give Access, Allow অপশন গুলো চাপুন।
উপরের Last step এ Allow দেওয়ার পর আপনার একাউন্ট Complete।
কাওকে কল দেওয়ার জন্য নিচের মত Contact List থেকে কল দিতে পারবেন।
এখানে শুধু আপনার Contact List এ যারা Duo ব্যাবহার তাদের লিস্ট দেখতে পারবেন এবং তাদেরকে কল দিতে পারবেন।
নতুন কাওকে এড করার জন্য Invite Friends এ ক্লিক করে ইনভাইট করে নিন।
Share Via:
About Author
আমি ফরিদপুর জেলাধীন সালথা থানায় ২০০১ সালের পহেলা জুন মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করি। আমি সব সময় নতুন কিছু শিখতে এবং অন্যকে শিখাতে পছন্দ করি।
অবসর সময়ে ইন্টারনেট ঘাটাঘাটি করে কম্পিউটার, ইন্টারনেট ও ব্লগিং সম্পর্কে একটা ভাল অভিজ্ঞতা হয়েছে যেমন ব্লগিং, এডসেন্স, ফেসবুক, গ্রাফিক্স ডিজাইন, ওয়েভ ডিজাইন এবং ইন্টারনেট মার্কেটিং ইত্যাদি বিষয়ে অভিজ্ঞতা হয়েছে। এগুলি দিয়ে আমি সব সময় আমার ব্লগটিকে ভাল অবস্থানে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করি।
আমার সাথে যোগাযোগের ঠিকানা নিচের ADMIN পেজ থেকে দেখতে পারবেন।
0 Response to "Google duo একাউন্ট কিভাবে তৈরী করবেন?"
Post a comment