সাতটি ভিন্ন নকশার ফোল্ডএবল স্মার্টফোনের পেটেন্ট করেছে ইলেকট্রনিক পণ্য নির্মাতা চীনা প্রতিষ্ঠান শাওমি৷
স্মার্টফোনের পর্দার মাপ বাড়াতে নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রতিযোগিতা চলছে অনেক বছর ধরে৷ সম্প্রতি এই প্রতিযোগিতায় নতুন মোড় এনেছে ফোল্ডএবল ডিভাইস৷ ইতোমধ্যে ফোল্ডএবল স্মার্টফোন বাজারে এনেছে স্যামসাং, হুয়াওয়ে এবং মোটোরলাসহ আরও কিছু প্রতিষ্ঠান৷
প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদন বলছে, ১ জানুয়ারি প্রকাশ পেয়েছে শাওমির এই পেটেন্ট৷ সর্বমোট সাতটি ফোল্ডএবল স্মার্টফোনের নকশা দেখা গেছে এতে৷ এর মধ্যে তিনটিতে দেখা গেছে ক্ল্যামশেল নকশা৷
ক্ল্যামশেল ফোল্ডএবলের পাশাপাশি বড় পর্দার চারটি ফোল্ডএবল স্মার্টফোনের নকশা দেখা গেছে শাওমির পেটেন্টে৷ ভাঁজ খুললে ট্যাবলেটে রূপ নেয় এই ডিভাইসগুলো৷
এই চারটি নকশার সবগুলো 'গ্যালাক্সি জেড ফোল্ড ২'-এর মতো৷ এই নকশাগুলোর মধ্যে পার্থক্য খুব সামান্য৷
এর আগে কোয়াড ক্যামেরা ব্যবস্থার একটি ফোল্ডএবল স্মার্টফোনের পেটেন্ট আবেদন করেছে শাওমি৷ ক্যামেরা মডিউলটি ঘুরিয়ে সেলফি বা মূল ক্যামেরা হিসেবে ব্যবহার করা যাবে ডিভাইসটিতে
ভেতরের দিকে বাঁকানো যাবে চীনে এমন একটি নকশার জন্যও পেটেন্ট আবেদন করেছে শাওমি৷ স্মার্টফোনটি দেখাতে ৪৮টি ছবিও পোস্ট করেছে প্রতিষ্ঠানটি৷
সূত্রঃবিডিনিউজ২৪.কম
Share Via:
About Author
আমি ফরিদপুর জেলাধীন সালথা থানায় ২০০১ সালের পহেলা জুন মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করি। আমি সব সময় নতুন কিছু শিখতে এবং অন্যকে শিখাতে পছন্দ করি।
অবসর সময়ে ইন্টারনেট ঘাটাঘাটি করে কম্পিউটার, ইন্টারনেট ও ব্লগিং সম্পর্কে একটা ভাল অভিজ্ঞতা হয়েছে যেমন ব্লগিং, এডসেন্স, ফেসবুক, গ্রাফিক্স ডিজাইন, ওয়েভ ডিজাইন এবং ইন্টারনেট মার্কেটিং ইত্যাদি বিষয়ে অভিজ্ঞতা হয়েছে। এগুলি দিয়ে আমি সব সময় আমার ব্লগটিকে ভাল অবস্থানে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করি।
আমার সাথে যোগাযোগের ঠিকানা নিচের ADMIN পেজ থেকে দেখতে পারবেন।
0 Response to "সাত নকশার ফোল্ডএবল স্মার্টফোনের পেটেন্ট শাওমির [BDnews24]"
Post a comment