Facebook SDK

 


আসসালামু আলাইকুম,কেমন আছেন সবাই?

প্রতিবার এর মতো আজকে ও আপনাদের মাঝে নতুন একটা ট্রিক নিয়ে হাজির হলাম।টাইটেল দেখে হয়তো সবাই বুঝে গেছেন, আজকে কি দেখাব আপনাদের।

আজকে আপনাদের দেখাব কানেক্ট থাকা ওয়াইফাই এর পাসওয়ার্ড কি ভাবে বের করবেন।

কথা না বাড়িয়ে এবার শুরু করা যাকঃ

প্রথমে যার ফোনে ওয়াইফাই কানেক্ট আছে সে ফোনটা কস্ট করে আপনার হাতে নিতে হবে
তার পর wifi সেটিংস এ যাবেন গিয়ে যে ওয়াইফাই নামে কানেক্ট আছে ওখানে নাম এর উপর ক্লিক করুন।তার পর আপনি নিচের মতো এই OR কোড টি স্কীনসট নিনতার পর আপনার ফোনের গ্যলারি থেকে  এই কালো QR কোড সুন্দর ভাবে ক্রপ করে নিন
তার পর ক্লিক করুন ঃ এখানে

ক্লিক করার পর নিচের মত পেজ আসবে,Choice File এ ক্লিক করে সেই QR কোড টি সিলেক্ট করে নিচের  "সাবমিট " বাটনে ক্লিক করুন।দেখুন Password (hafizur rahman)দেখাচ্ছে। 
 আজ এখানেই শেষ, ভালো থাকুন, সুস্ত থাকুন,টিউন্স৭১ এর সজ্ঞে থাকুন।Post a Comment

Previous Post Next Post