আসসালামু আলাইকুম,কেমন আছেন সবাই?
প্রতিবার এর মতো আজকে ও আপনাদের মাঝে নতুন একটা ট্রিক নিয়ে হাজির হলাম।টাইটেল দেখে হয়তো সবাই বুঝে গেছেন, আজকে কি দেখাব আপনাদের।
আজকে আপনাদের দেখাব কানেক্ট থাকা ওয়াইফাই এর পাসওয়ার্ড কি ভাবে বের করবেন।
কথা না বাড়িয়ে এবার শুরু করা যাকঃ
প্রথমে যার ফোনে ওয়াইফাই কানেক্ট আছে সে ফোনটা কস্ট করে আপনার হাতে নিতে হবে
তার পর wifi সেটিংস এ যাবেন গিয়ে যে ওয়াইফাই নামে কানেক্ট আছে ওখানে নাম এর উপর ক্লিক করুন।
তার পর আপনি নিচের মতো এই OR কোড টি স্কীনসট নিন
তার পর আপনার ফোনের গ্যলারি থেকে এই কালো QR কোড সুন্দর ভাবে ক্রপ করে নিন।
তার পর ক্লিক করুন ঃ এখানে
ক্লিক করার পর নিচের মত পেজ আসবে,Choice File এ ক্লিক করে সেই QR কোড টি সিলেক্ট করে নিচের "সাবমিট " বাটনে ক্লিক করুন।
দেখুন Password (hafizur rahman)দেখাচ্ছে।
আজ এখানেই শেষ, ভালো থাকুন, সুস্ত থাকুন,টিউন্স৭১ এর সজ্ঞে থাকুন।
Share Via:
About Author
আমি ফরিদপুর জেলাধীন সালথা থানায় ২০০১ সালের পহেলা জুন মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করি। আমি সব সময় নতুন কিছু শিখতে এবং অন্যকে শিখাতে পছন্দ করি।
অবসর সময়ে ইন্টারনেট ঘাটাঘাটি করে কম্পিউটার, ইন্টারনেট ও ব্লগিং সম্পর্কে একটা ভাল অভিজ্ঞতা হয়েছে যেমন ব্লগিং, এডসেন্স, ফেসবুক, গ্রাফিক্স ডিজাইন, ওয়েভ ডিজাইন এবং ইন্টারনেট মার্কেটিং ইত্যাদি বিষয়ে অভিজ্ঞতা হয়েছে। এগুলি দিয়ে আমি সব সময় আমার ব্লগটিকে ভাল অবস্থানে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করি।
আমার সাথে যোগাযোগের ঠিকানা নিচের ADMIN পেজ থেকে দেখতে পারবেন।
0 Response to " কানেক্টেড থাকা wifi পাসওয়ার্ড বের করুন খুব সহজে,১০০% কার্যকারী ট্রিক ২০২১।"
Post a comment