আসসলামু অলাইকুম, কেমন আছেন সবাই? 

আশা করি টিউন্স৭১ এর সাথে থেকে ভালোই আছেন।  আজকের বিষয়  : "  এক এপে ১০০টির বেশি ফিচার, আমার দেখা সেরা এপ, আপনার ফোনটি ব্যবহার করুন প্রো লেভেলে- Fooview apps"



আজ আমি এমনি একটি এপপ নিয়ে এসেছি যা ব্যাবহার করে আপনি আইফোনের ডিফল্ট কিছু ফিচার এর সাথে বাড়তি কিছু ফিচার আপনার অ্যান্ড্রয়েডে উপভোগ করতে পারবেন, আর এমন এপ এপমার্কেটে দ্বিতীয়টি নেই|
হ্যা বন্ধুরা, আজকের এপ রিভিউটি থাকছে Fooview নিয়ে….

সত্যি এটি অসাধারন একটি এপ,একটি এপেই পাচ্ছেন 100টির বেশি ফিচার, fooview ব্যবহার আপনি অনেকগুলো কাজ করতে পারবেন, ফলে অপ্রয়োজনীয় এপগুলো ফোন থেকে আনইনস্টল করে ফোনের র্যাম ফাকা রাখতে পারবেন | Fooview আপনার ফোনের অপারেশন ৮০% সেভ করবে এবং অনেক দ্রুত কাজ করতে সাহায্য করবে |



এপটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে এটি ফ্লোট উইন্ডোতে চালাতে পারবেন, অর্থাৎ আপনি আপনার ফোনের যে স্ক্রিনেই থাকুন না কেন, সেটা হতে পারে আপনার হোম স্ক্রিন বা অন্য কোন এপ চালানো অবস্থায় আপনি Fooview ব্যবহার করতে পারবেন | Fooview এর ফ্লোট বাটনটি সবসময় আপনার স্ক্রিনের উপর ভেসে থাকে ,এই ফ্লোট বাটনটি বিভিন্ন দিকে সোয়সইপ বা ট্যাপ করার মাধ্যমে Fooview এর সকল ফিচার এর মজা নিতে পারবেন|
এটি এমন একটি এপ যেটিতে এক হাতে অপারেট করতে পারবেন শুধু সোয়াইপ করার মধ্যমে আপনি আক্সেস করতে পারবেন আপনার প্রিয় ওয়েবসাইট, ইনস্টল কৃত এপ, ফাইল, গান, পিকচার, ছবি এছাড়া আরো অনেক |




Fooview সেটআপঃ 

প্রথমে Fooview ইনস্টল করে নিন, প্রথমবার ওপেন করার সময় তিনটি পারমিশন চাইবে, পারমিশন গুলো দিয়ে নিন |  ভার্সনের উপর নির্ভর করে পারমিশন সংখ্যা পরিবর্তন হতে পারে | পারমিশন দেয়া হয়ে গেলে যেখানে ফ্লোট আইকনটি রাখলে আপনার জন্য সুবিধা হয় সেখানে সেট করে নিন | 
এখন আপনার এন্ড্রয়েড এর মজা নিন আরো এডভান্স ভাবে |



গুরুত্বপূর্ণ ফিচারগুলো :

Fooview এর সকল ফিচার এর হোমস্ক্রিনে এবং ফ্লোট বাটনে পেয়ে যাবেন, নিজের‌মতো করে ব্যবহার করুন, ধিরে ধিরে সব ফিচার ব্যবহারে দক্ষ হয়ে উঠলে সব কাজে Fooview এর সাহায্য নিয়ে অনেক দ্রুত‌ কাজ করতে পারবেন |




এপ সুইচারঃ

 সত্যি অসাধারন একটি ফিচার , আপনার ফোনে ইনস্টল থাকা এপ্লিকেশন গুলো ওপেন করতে পারবেন খুব সহজেই fooview এর এপ সুইচারের মাধ্যমে | আপনার সর্বাধিক ব্যবহৃত এপ গুলো এপ সুইচারে পেয়ে যাবে, এছাড়া আপনার প্রয়োজনীয় এপ গুলো পিন করে রাখতে পারবেন |

এছাড়া এপ সুইচারে আরো যে ফিচার গুলো এড করতে পারবেন- এপ,fooview এপ,একশন, স্ক্রিনশর্ট,ফোল্ডার, শর্টকাট, উইজেট, কাস্টমাইজ টাস্ক ইত্যাদি |



এপ ম্যানেজারঃ 
আপনার ফোনের এপগুলো ম্যানেজ করার জন্য রয়েছে এপ ম্যানেজার,  ইনস্টলকৃত এপ গুলো খুব সহজেই মেমোরিতে ব্যাকআপ, ব্যাচ আনইনস্টল করতে পারবেন |  এছাড়া অল এপ থেকে মেমোরিতে ব্যাকআপ থাকা এপ গুলো ব্যাচ ইনস্টল ও করতে পারবেন…|



আরো কিছু ফিচার দেখে নিনঃ



















এক নজরে Fooview এর সকল ফিচার: 


  • full screen shot (edit)
  • multiple Screenshot 
  • Screen Recorder (Root & Unroot) 
  • partial screen recorder
  • Audio Player 
  • Video Player 
  • picture viewer
  • Photo Editor 
  • gif maker
  • Text editor, 
  • zip, rar, tar Viewer 
  • note
  • Clipbord Menu 
  • Translator 
  • image translator
  • text to speak 
  • Float Window 
  • Web Browser 
  • Google Search Engine 
  • pic search
  • pic to text editor
  • caller id 
  • File Manager 
  • App Manager 
  • Remote Manager (Remotely SD Card Access, WorldWide)
  • Switch Apps 
  • One hand Back, Notification, Home 
  • lock screen, notification panel,quick access,flash light, keyboard switcher,
  • widget, 
  • news weather
  • Shortcut
  • group
  • Game 
  • lucky

এছাড়াও আছে আরো অনেক ফিচার যেগুলো আপনার ব্যবহারের ভিত্তিতে পেয়ে যাবেন 







Application Details  
Apk File NameFooView
PublisherFooview Inc
Size21MB
Version1.4.3
Require V4.1+
Root Not Required
Latest Update05-04-2020
PriceFree
Ratings4.5/5 based on 59k
Downloads5M
Get It onPlay store
Mirror Link Apkmirror 

 

আমার মতামত :


আমার ব্যবহার করা সকল এপ গুলোর মধ্যে এটিই সেরা, গত তিন বছর ধরে আমি এপটি ব্যবহার করছি, বর্তমানে Fooview ছাড়া আমার কাছে এন্ড্রয়েড চালানো একেবারেই অসম্ভব, এ কথাটি কেন বলছি? সত্যি বলতে যতটা সময় আমি ফোন চালাই তার ৮০% কাজ এ Fooview এ করি… এছাড়া বাকি যে ২০%  কাজ করি তাতেও Fooview এর সাহায্য নিয়ে করি…
সত্যি অসাধারন একটি এপ যার কোন তুলনা হয়না, আমার মতে এর সমকক্ষ ফিচারযুক্ত কোন দ্বিতীয় এপ নেই |
 Fooview নিয়ে এত বড় ( বিস্তারিত) একটি পোষ্ট করার একটিই কারন, তা হলো এপটি ব্যবহার করে আমি এতটা উপকৃত হয়েছি তা বলার বাইরে |সেই জন্যই মূলত Fooview নিয়ে মতো করে পোস্টটি লেখা.

 

আশা করি পোস্টটি আপনাদের ভালো লাগবে, আমি চেষ্টা করবো প্রতি সপ্তাহে এমন একটি টিউন দিতে |




Post a Comment

أحدث أقدم