আসসলামু অলাইকুম, কেমন আছেন সবাই?
আশা করি টিউন্স৭১ এর সাথে থেকে ভালোই আছেন। আজকের বিষয় : " sms forwarding (OTP Code/ভেরিফিকেশন কোড +ফেসবুক ভেরিফিকেশন কোড) Forward করে নিজের নাম্বারে নিয়ে আসবেন। সম্পুর্ন ফুল প্রসেস সহ+100% প্রুফসহ পোস্ট"
So, Let's start now......
First dwonload the file from here.. Google Drive ( Collected)
ফাইল টি Collected তাই আনজিপ করার সময় TishatAhmed এই password টি দিয়ে আনজিপ করুন।
১.প্রথমে আমার দেওয়া ফাইল টি ডাওনলোড করুন।
৫. Select Apk from App তে ক্লিক করুন।
৬.তারপর System অ্যাপটি খুজে বের করে ওপেন করুন।
১০.সার্চ অপশনে 888888 লিখে সার্চ বাটনে ক্লিক করুন।
১১.স্কিনশট দেখানো আইকনে ক্লিক করুন।
১২.তারপর সার্চ অপশনে ক্লিক করুন।
১৪.স্কিনশট অনুযায়ী ”888888″ এর পরিবর্তে আপনার নাম্বারটি বসিয়ে নিন।
নাম্বার বসিয়ে দেওয়া পর সেভ আইকনে ক্লিক করুন।
১৬.তারপর Build অপশনে ক্লিক করুন
১৮.তারপর সিস্টেম অ্যাপটি ওপেন করুন।
১৯.App এ ক্লিক করার সাথে সাথে নিচের আসবে।
২০.দেখুন অটোমেটিক অ্যাপটি হাইড & এক্টিভ হয়ে যাবে।
Proved
আমি Hi লিখে মেসেজ দেওয়ার পর নিচের মত App build করার সময় যে নাম্বার দিছিলাম সেই নাম্বারে forward হয়ে আসলো।
Share Via:
About Author
আমি ফরিদপুর জেলাধীন সালথা থানায় ২০০১ সালের পহেলা জুন মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করি। আমি সব সময় নতুন কিছু শিখতে এবং অন্যকে শিখাতে পছন্দ করি।
অবসর সময়ে ইন্টারনেট ঘাটাঘাটি করে কম্পিউটার, ইন্টারনেট ও ব্লগিং সম্পর্কে একটা ভাল অভিজ্ঞতা হয়েছে যেমন ব্লগিং, এডসেন্স, ফেসবুক, গ্রাফিক্স ডিজাইন, ওয়েভ ডিজাইন এবং ইন্টারনেট মার্কেটিং ইত্যাদি বিষয়ে অভিজ্ঞতা হয়েছে। এগুলি দিয়ে আমি সব সময় আমার ব্লগটিকে ভাল অবস্থানে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করি।
আমার সাথে যোগাযোগের ঠিকানা নিচের ADMIN পেজ থেকে দেখতে পারবেন।
0 Response to "SMS forward করে নিজের নাম্বারে নিয়ে আসুন। [with Proved] "
Post a comment