যেকোন নাম্বারে unlimited ফ্রি মেসেজ পাঠানোর জন্য প্রথমেই এখানে যান।
তারপর নিচের মত পেজ আসবে
ওই পেজের নিচের দিকে লগিন & রেজিষ্ট্রেশন অপশন পাবেন
- এখানে প্রজনীয় তথ্য দিয়ে রেজিষ্ট্রেশন করুন।
- ইমেল চেক করুন passward পেয়ে যাবেন।
- তারপর লগিন অপশনে গিয়ে লগিন করুন।
এখানে নাম্বার দিয়ে মেসেজ টাইপ করে সেন্ড করলে মেসে চলে যাবে।
বিদ্রঃ একটা মেসেজ পাঠানোর পর আর একটা পাঠাতে ১ মিনিট অপেক্ষা করতে হবে।
মোবাইন এপ দিয়েও করতে পারেন - Apk Link
Share Via:
About Author
আমি ফরিদপুর জেলাধীন সালথা থানায় ২০০১ সালের পহেলা জুন মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করি। আমি সব সময় নতুন কিছু শিখতে এবং অন্যকে শিখাতে পছন্দ করি।
অবসর সময়ে ইন্টারনেট ঘাটাঘাটি করে কম্পিউটার, ইন্টারনেট ও ব্লগিং সম্পর্কে একটা ভাল অভিজ্ঞতা হয়েছে যেমন ব্লগিং, এডসেন্স, ফেসবুক, গ্রাফিক্স ডিজাইন, ওয়েভ ডিজাইন এবং ইন্টারনেট মার্কেটিং ইত্যাদি বিষয়ে অভিজ্ঞতা হয়েছে। এগুলি দিয়ে আমি সব সময় আমার ব্লগটিকে ভাল অবস্থানে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করি।
আমার সাথে যোগাযোগের ঠিকানা নিচের ADMIN পেজ থেকে দেখতে পারবেন।
0 Response to "Unlimited free sms send - ফ্রি এস এম এস পাঠান যেকোনো নাম্বারে। "
Post a comment