আসসালামুআলাইকুম বন্ধুরা, আমরা সবাই মোবাইল ব্যবহার করি, অনেক সময় আমাদের বন্ধুরা আমাদের মোবাইলটি চায় কল করার জন্য। কিন্তু আমরা অনেক সময় আমাদের কিছু পারসোনাল কিছু কারণের জন্য তাদেরকে আমাদের মোবাইলটি দিতে পারি না অথবা টাকার কিছু সমস্যার জন্যও দিতে পারি না। আবার বন্ধুরা চাইলে আবার মানাও করতে পারি না। আজ আপনাদের সাথে এমন একটি ট্রিক দেখাব যেটার মাধ্যমে আপনার বন্ধুকে যদি আপনি মোবাইল দিয়েও দেন তাহলে ও আপনার বন্ধু আপনার মোবাইলটি দিয়ে কল দিতে পারবে না। তাহলে চলুন শুরু করা যাক...
প্রথমে নিচের চিত্র-১ এর মতো আপনার মেবাইলের ডায়ল অপসনে গিয়ে *31# ডায়ল করুন। তারপর যে সিমের outgoing কল বন্ধ করতে চান সেটা সিলেক্ট করে দিন (একটা সিম থাকলে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে)। তারপর দেখুন ঐ সিম থেকে এখন আর কল দেওয়া যাচ্ছে না।
এবার পুনরায় outgoing কল চালু করতে ঐ একই সিমে #31# ডায়ল করুন। দেখবেন আবার যেকোনো নাম্বারে কল দেওয়া যাচ্ছে। এইভাবেই আপনি আপনার বন্ধুদের হাত থেকে আপনার মোবাইলের ব্যালেন্স রক্ষা করতে পারবেন।
Share Via:
About Author
আমি ফরিদপুর জেলাধীন সালথা থানায় ২০০১ সালের পহেলা জুন মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করি। আমি সব সময় নতুন কিছু শিখতে এবং অন্যকে শিখাতে পছন্দ করি।
অবসর সময়ে ইন্টারনেট ঘাটাঘাটি করে কম্পিউটার, ইন্টারনেট ও ব্লগিং সম্পর্কে একটা ভাল অভিজ্ঞতা হয়েছে যেমন ব্লগিং, এডসেন্স, ফেসবুক, গ্রাফিক্স ডিজাইন, ওয়েভ ডিজাইন এবং ইন্টারনেট মার্কেটিং ইত্যাদি বিষয়ে অভিজ্ঞতা হয়েছে। এগুলি দিয়ে আমি সব সময় আমার ব্লগটিকে ভাল অবস্থানে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করি।
আমার সাথে যোগাযোগের ঠিকানা নিচের ADMIN পেজ থেকে দেখতে পারবেন।
0 Response to "সিমের outgoing কল বন্ধ করুন আর বন্ধুদের হাত থেকে ব্যালেন্স রক্ষা করুন। "
Post a comment