আপনার ব্যক্তিগত তথ্য লিক হয়ে যাওয়ার সবচেয়ে বড় সম্ভাবনা হল, থার্ড পার্টি অ্যাপ।
সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুক-এ প্রচুর থার্ড পার্টি অ্যাপ থাকে, যে সব অ্যাপ-এ ঢুকলেই, গ্রাহকের সব ব্যক্তিগত তথ্য চলে যায় ওই অ্যাপগুলির কাছে। যেমন ক্যান্ডি ক্রাশ গেম, BookMyShow ইত্যাদি। আগে ওই অ্যাপগুলিকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সরাতে হবে। তাহলেই বাঁচা সম্ভব।
কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট থেকে সরাবেন থার্ড পার্টি অ্যাপ?
- প্রথমে লগিন করে setting এ যাবেন...
- তারপর Apps & website এ যাবেন...
- তারপর "Loged in with facebook" এ যান..
- এখানে থাকা সব app রিমুভ করে দিন ।
3rd Party app permission off করবেন যেভাবেঃ
- Apps & website এ যান...
- "Turn Off" করে দিন।
Share Via:
About Author
আমি ফরিদপুর জেলাধীন সালথা থানায় ২০০১ সালের পহেলা জুন মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করি। আমি সব সময় নতুন কিছু শিখতে এবং অন্যকে শিখাতে পছন্দ করি।
অবসর সময়ে ইন্টারনেট ঘাটাঘাটি করে কম্পিউটার, ইন্টারনেট ও ব্লগিং সম্পর্কে একটা ভাল অভিজ্ঞতা হয়েছে যেমন ব্লগিং, এডসেন্স, ফেসবুক, গ্রাফিক্স ডিজাইন, ওয়েভ ডিজাইন এবং ইন্টারনেট মার্কেটিং ইত্যাদি বিষয়ে অভিজ্ঞতা হয়েছে। এগুলি দিয়ে আমি সব সময় আমার ব্লগটিকে ভাল অবস্থানে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করি।
আমার সাথে যোগাযোগের ঠিকানা নিচের ADMIN পেজ থেকে দেখতে পারবেন।
0 Response to "কী ভাবে ফেসবুক অ্যাকাউন্ট থেকে সরাবেন থার্ড পার্টি অ্যাপ?"
Post a comment