আসসলামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলুন কথা না বাড়িয়ে কাজে নেমে পড়ি...
NID Card ডাওনলোড করার জন্য ফরমের ৮ সংখ্যার নাম্বারটি লাগবে, অনলেরি যদি আইডি Card থাকে তাহলে Card এর নাম্বার দিয়েই হবে তো চলুন শুরু করি..
- প্রথমে এই নাম্বারটি সংগ্রহ করুন..তারপর এখানে আসুন।
- উক্ত পেজে Form number মানে ওই ৮ সংখ্যার নাম্বার, জন্ম তারিখ আর ক্যাপচা পূরন করে "ভোটার তথ্যা দেখুন"
- এখান থেকে আইডি নাম্বারটি লিখে রাখুন.. ( লাল রং দিয়ে লেখা আছে)
- রেজিষ্ট্রেশন পেজে এসে ওই আইডি নাম্বার (লাল কালারের নাম্বার টা) দিন , জন্ম তারিখ & ছবিতে যা লেখা আছে ওইটা দিয়ে সাবমিট করুুন।
- রেজিষ্ট্রেশন হবার পর.. এখানে গেলে উপরের মত পেজ দেখতে পারবেন, এখানে NID নাম্বার,Passward & ছবিতে উল্লেখ্য লেখাটি দিয়ে লগিন করুন।
এটি আপনার প্রফাইল...
ডাওনলোড এ ক্লিক করে NID Card ডাওনলোড করে নিতে পারবেন।
ডাওনলোড এ ক্লিক করার পর PDF ফাইল হিসাবে NID card ডাওনলোড হয়ে গেল, এখন চাইলে প্রিন্ট দিয়ে নিতে পারেন।
ধন্যবাদ সময় দিয়ে পোস্ট টা পড়ার জন্য ।
Share Via:
About Author
আমি ফরিদপুর জেলাধীন সালথা থানায় ২০০১ সালের পহেলা জুন মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করি। আমি সব সময় নতুন কিছু শিখতে এবং অন্যকে শিখাতে পছন্দ করি।
অবসর সময়ে ইন্টারনেট ঘাটাঘাটি করে কম্পিউটার, ইন্টারনেট ও ব্লগিং সম্পর্কে একটা ভাল অভিজ্ঞতা হয়েছে যেমন ব্লগিং, এডসেন্স, ফেসবুক, গ্রাফিক্স ডিজাইন, ওয়েভ ডিজাইন এবং ইন্টারনেট মার্কেটিং ইত্যাদি বিষয়ে অভিজ্ঞতা হয়েছে। এগুলি দিয়ে আমি সব সময় আমার ব্লগটিকে ভাল অবস্থানে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করি।
আমার সাথে যোগাযোগের ঠিকানা নিচের ADMIN পেজ থেকে দেখতে পারবেন।
0 Response to "NID Card Download [ ভোটার আইডি কার্ড ডাওনলোড ] "
Post a comment