ব্যালেন্স ট্রান্সফার করুন মাইজিপি থেকে সহজেই :
ব্যালেন্স ট্রান্সফারের নিয়ম:
- রেজিস্ট্রেশন করার জন্য গ্রাহককে *121*1500# ডায়াল করে ১ প্রেস করতে হবে। গ্রাহক মাইজিপি অ্যাপ থেকেও রেজিস্ট্রেশন করতে পারবেন।
- ব্যালেন্স ট্রান্সফার করার জন্য গ্রাহককে *121*1500# ডায়াল করে ২ প্রেস করতে হবে এবং প্রাপ্ত নির্দেশনা অনুসরণ করতে হবে। মাইজিপি অ্যাপ থেকেও ব্যালেন্স ট্রান্সফার করা যাবে।
- পিন নম্বর পরিবর্তন করতে হলে: *121*1500# ডায়াল করুন তারপর ৩ প্রেস করুন এবং প্রাপ্ত নির্দেশনা অনুসরণ করুন।
- অফারটি পেতে হলে গ্রাহককে ইতিমধ্যে ৬ মাসের অধিক সময় ধরে গ্রামীণফোন নেটওয়ার্ক ব্যবহার করতে হবে অথবা একবারে ৩০০ টাকা বা তার অধিক রিচার্জ করতে হবে।
- রিচার্জ লিমিট: ন্যূনতম ১০ টাকা এবং সর্বোচ্চ ১০০ টাকা।
- যে কয়বার রিচার্জ করা যাবে: প্রতি মাসে ১০ বার রিচার্জ করা যাবে।
- শুধুমাত্র প্রিপেইড সাবস্ক্রাইবারগণ অফারটি উপভোগ করতে পারবেন এবং যেকোনো প্রিপেইড/পোস্টপেইড গ্রাহককে ব্যালেন্স পাঠাতে পারবেন।
- এছাড়া অন্য কোনো সার্ভিস চার্জ প্রযোজ্য নয়। গ্রাহক অন্য কোনো গ্রাহককে ৫০ টাকা পাঠালে উক্ত গ্রাহক সম্পূর্ণ ৫০ টাকাই রিসিভ করতে পারবেন।
Share Via:
About Author
আমি ফরিদপুর জেলাধীন সালথা থানায় ২০০১ সালের পহেলা জুন মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করি। আমি সব সময় নতুন কিছু শিখতে এবং অন্যকে শিখাতে পছন্দ করি।
অবসর সময়ে ইন্টারনেট ঘাটাঘাটি করে কম্পিউটার, ইন্টারনেট ও ব্লগিং সম্পর্কে একটা ভাল অভিজ্ঞতা হয়েছে যেমন ব্লগিং, এডসেন্স, ফেসবুক, গ্রাফিক্স ডিজাইন, ওয়েভ ডিজাইন এবং ইন্টারনেট মার্কেটিং ইত্যাদি বিষয়ে অভিজ্ঞতা হয়েছে। এগুলি দিয়ে আমি সব সময় আমার ব্লগটিকে ভাল অবস্থানে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করি।
আমার সাথে যোগাযোগের ঠিকানা নিচের ADMIN পেজ থেকে দেখতে পারবেন।
0 Response to "গ্রামিনফোনে ব্যালেন্স ট্রান্সফার করুন প্রিয়জনকে - My Gp app / USSD "
Post a comment