আসসলামু আলাইকুম,কেমন আছেন সবাই ? আশা করি ভালোই আছেন,আমি আল্লাহর রহমতে ভালো আছি।
আজ আমি আপনাদের মোবাইল দিয়ে এই সাইটের মত সাইট বানিয়ে দেখাবো।
চলুন শুরু করি....
- প্রথমে ব্লগার.কম এ যান.... নিচের মত পেজ আসবে।
- এখানে আপনার Email & passward দিয়ে লগিন করুন।
- লগিন করার পর ওই পেজটা আসবে..তারপর ওইখানে ক্লিক করুন.... নিচের মত আসবে
- New blog এ ক্লিক করুন
- এখানে আপনার সাইটের নাম দিয়ে Next এ ক্লিক করুন
- এখানে সাইটের URL/Link দিন.... & Save এ ক্লিক করুন।
ব্যাস হয়ে গেল আপনার ব্লগার সাইট কিন্তু এত তারাতাড়ি কিভাবে তাইতো ভাবছেন তো চলুন দেখে আসি আমরা কেমন সাইট বানালাম।
আমরা এতক্ষন এটা বানাইছি কিন্তু কথা ছিল এই সাইটের মত হবে।
এমন বানাতে আপনাকে থিম আপলোড করতে হবে।
পরের পর্বে আমরা থিম আপলোড ও অন্যান্য বিষয় আলোচনা করবো, আজ এখানেই শেষ।
সবাই ভালো থাকুন,সুস্থ থাকুন- খোদা হাফেজ।
Post a Comment