আসসামু আলাইকুম, গত পর্বে দেখিয়েছি কিভাবে "Brilliant Connect " একাউন্ট খুলতে হয় আজ দেখাবো কিভাবে আপনার  নাম্বারে রিচার্জ করবেন।

Brilliant Connect mobile Recharge :-কিভাবে ব্রিলিয়ান্ট  এ টাকা রিচার্জ করতে হয়?



এটা মূলত "Brillant connect" Merchant   কে পেমেন্ট করতে হয় যেটি আমাদের একাউন্টে জমা হয়। 


বিকাশ অ্যাপ থেকে পেমেন্ট সিস্টেম... 

  •  → বিকাশ অ্যাপ এ লগ ইন করুন
  •  →পেমেন্ট অপশন সিলেক্ট করুন




  • →ব্রিলিয়ান্ট মার্চেন্ট নাম্বার 01709818259 দিন।


  • →20 TK বা তার বেশি টাইপ করুন, ২০৳ কম দিলে টাকা একাউন্টে আসবেনা। 


  • →রেফারেন্স এ আপনার ব্রিলিয়্যান্ট নাম্বার টাইপ করুন


  • →আপনার বিকাশ পিন টাইপ করে কনফার্ম করুন


  • →পেমেন্ট সম্পন্ন হলে বিকাশ অ্যাপ এর ওপরে বাম পাশে নোটিফিকেশন অপশন থেকে ট্রানজেক্শন আইডি পাবেন।


  • →এবার আপনার ব্রিলিয়্যান্ট অ্যাপের সেটিংসে যান


  • →My Balance অপশন সিলেক্ট করুন


  • →Add balance অপশনে গিয়ে Recharge amount (BDT) বক্সে টাকার পরিমাণ লিখুন, যে টাকা আপনি বিকাশ থেকে পেমেন্ট করেছেন।


  • →Recharge বাটন প্রেস করুন


  • →bKash সিলেক্ট করুন


  • →ট্রানজেক্শন আইডি বক্সে আগে পাওয়া ট্রানজেক্শন আইডিটি কোন স্পেস ছাড়া টাইপ করে Submit বাটনে ক্লিক করুন।


অটো বিকাশ পেমেন্ট

সরাসরি বিকাশ থেকে আপনার ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাকাউন্টে ব্যালান্স অ্যাড করুন!

আপনার বিকাশ একাউন্ট ও ব্রিলিয়ান্ট একাউন্ট একই সিম নাম্বার দিয়ে খোলা থাকলে বিকাশ থেকে make payment সম্পন্ন করার আগে ব্রিলিয়ান্ট এর অ্যাপ এ ঢুকে প্রথমে অটো বিকাশ পেমেন্ট এনাবল করে নিতে হবে তারপর অ্যাপ থেকে বের হয়ে বিকাশ থেকে সরাসরি make payment সম্পন্ন করতে হবে। এই পদ্ধতিতে ট্রানজেক্শন আইডি মনে রাখার প্রয়োজন নেই



বিকাশ USSD থেকে পেমেন্ট


  • 247# ডায়াল করুন


  • বিকাশ মেন্যু থেকে পেমেন্ট অপশন সিলেক্ট করুন।


  • Merchant bkash Account No: 01709818259 টাইপ করুন


  • 20 TK বা তার বেশি টাইপ করুন


  • Reference এ আপনার ব্রিলিয়্যান্ট নাম্বার টাইপ করুন


  • Counter Number: 1 টাইপ করুন


  • আপনার বিকাশ পিন টাইপ করে কনফার্ম করুন


  • এরপর বিকাশ থেকে মেসেজ এর মাদ্ধমে ট্রানজেক্শন আইডি পাবেন উপরে যেভাবে ট্রাকজেকশন আইডি বসানো হইছে ওইভাবে বসালে ব্যালেন্স এড হবে। 


  • Payment via Card  


২0
টাকার বেশি 
দিতে হবে না হলে পেমেন্ট কৃত টাকা একাউন্টে জমা হবেনা।



Card সিলেক্ট করুন...আমার ভিসা card তাই সেটা দিয়েই দেখাচ্ছি... 


এভাবে Card এর তথ্য দিন.. PAY NOW চাপুন এবার ভিসা  card  এর জন্য আরও একটি  স্টেপ আছে অন্য  card হলে Paynow দিলেই  recharge হয়ে যাবে। 


-লাস্ট স্টেপ 


এখানে internet pin দিয়ে Submit দিলে balance চলে আসবে।



ধন্যবাদ    

Post a Comment

Previous Post Next Post