ওয়েবসাইটের জন্যে এন্ড্রয়েড এপস এখন দারুন জনপ্রিয় হচ্ছে, বিশেষ করে পপুপালার ওয়েবসাইট গুলোর জন্যে কোন বিকল্প নাই।

ওয়েবসাইটের জন্যে এন্ড্রয়েড এপস তৈরী করুন এক মিনিটেই।। Make Android apps for your website.


আর আপনার ওয়েবসাইটের জন্যে এন্ডয়েড ভার্সন থাকবে না এটা ভাবতেই কষ্ট লাগে, যাই হোক আজকে আপনাদের একটি ওয়েবসাইট এর সাথে পরিচয় করে দিব যার মাধ্যমে আপনি একমিনিটেই আপনার ওয়েবসাইটের জন্যে এন্ড্রয়েড এপস তৈরী করে ফেলতে পারেন।

১। প্রথমেই এই  http://www.appsgeyser.com সাইটে গিয়ে লগিন করুন বা একাউন্ট তৈরী করে নিন (আপনার ফেসবুকে একাউন্ট দিয়েও লগিন করতে পারেন)

ওয়েবসাইটের জন্যে এন্ড্রয়েড এপস তৈরী করুন এক মিনিটেই।। Make Android apps for your website.


২। উপরে ডান কোণায় Create app এ ক্লিক করে নতুন এপস তৈরী শুরু করুন "website" এ ক্লিক করুন।


ওয়েবসাইটের জন্যে এন্ড্রয়েড এপস তৈরী করুন এক মিনিটেই।। Make Android apps for your website.

 

৩.ওয়েবসাইট Link দিয়ে save দিন & নিচের দিকে আসুন।

ওয়েবসাইটের জন্যে এন্ড্রয়েড এপস তৈরী করুন এক মিনিটেই।। Make Android apps for your website.

ওয়েবসাইটের জন্যে এন্ড্রয়েড এপস তৈরী করুন এক মিনিটেই।। Make Android apps for your website.

 

৪.এখানে আপনার সাইটি কোন ধরনের, সাইটের লে-আউট ইত্যাদি সিলেক্ট করুন।


ওয়েবসাইটের জন্যে এন্ড্রয়েড এপস তৈরী করুন এক মিনিটেই।। Make Android apps for your website.

 ৫. Next চাপুন


ওয়েবসাইটের জন্যে এন্ড্রয়েড এপস তৈরী করুন এক মিনিটেই।। Make Android apps for your website.
৬. Apps এর নাম দিয়ে Next চাপুন।

ওয়েবসাইটের জন্যে এন্ড্রয়েড এপস তৈরী করুন এক মিনিটেই।। Make Android apps for your website.



৭. ইচ্ছামত আইকন  ( Custom এ গিয়ে আপনার নিজের ডিভাইস থেকে আপনার সাইটের লগো দিতে পারবেন) দিন।

ওয়েবসাইটের জন্যে এন্ড্রয়েড এপস তৈরী করুন এক মিনিটেই।। Make Android apps for your website.


৮. CREATE এ ক্লিক করলেই app বানানো হয়ে যাবে এবং আপনার ইমেলে app এর ডাওনলোড Link পেয়ে যাবেন।   

ওয়েবসাইটের জন্যে এন্ড্রয়েড এপস তৈরী করুন এক মিনিটেই।। Make Android apps for your website.




৯.দেখুন ইমেলে Link  দিয়ে দিয়েছে এখন ডাওনলোড দিয়ে নিন।

ওয়েবসাইটের জন্যে এন্ড্রয়েড এপস তৈরী করুন এক মিনিটেই।। Make Android apps for your website.



 ১০.ডাওনলোড দিয়ে  Install করে  ব্যাবহার করতে পারবেন।





Post a Comment

أحدث أقدم