আজ আমরা জানবো -
Sms Bomber কি?
এসএমএস বোম্বার কি তা হয়ত অনেকেই নাও জানতে পারেন। যারা জানেন না তাদের জন্য বলে নিচ্ছি এটির মাধ্যমে যে কারো নাম্বারে আনলিমিটেড এসএমএস পাঠানো যায় নাম্বার গোপন করে। যা ভিক্টিমকে অতিষ্ট করে তুলবে।
কে বা চাইবে অজানা নাম্বার থেকে বিরক্তকর এসএমএস পেতে। আর এসব নাম্বার ব্লোক করে রেখে কোন লাভ হবে না। কেননা, রেনডম নাম্বার থেকে এসএসএস আসবে।
কিভাবে Sms bomber করতে হয়?
নিচে থেকে app টি ডাওনলোড করে Install করে অপেন করুন....
Live Proved
Featured
কিছু কথা
আপনি ২৫ টা সেন্ট করলেই যে ২৫ টাই সেন্ট হবে তা কিন্তু নয়। সব মেসেজ আসে না। কিছু কিছু Sms সেন্ট ফেইল হবে। তবে, গড়ে ২৫ টার মধ্যে ৮ টার মতোন আসে।
এই টুল দিয়ে Sms Bomb করলে আপনার ফোনের টাকা কাটবে না। কিন্তু, ইন্টারনেট সংযোগ ছাড়া এটি করতে পারবেন না
সতর্কতা
এই টিউনটি শুধু মাত্র আমাদেরকে Sms Bomber শেখানোর জন্য লেখা হয়েছে। আপনি আপনার বন্ধু-বান্ধবদের সাথে মজা করার জন্য এটি ব্যবহার করুন। এর অপব্যবহার করা থেকে বিরত থাকুন। যদি এজন্য আপনি কোন সমস্যায় পড়েন তাহলে tunes71 টিম দায়ী থাকবে না।
Download Link :BOMBIT app
Share Via:
About Author
আমি ফরিদপুর জেলাধীন সালথা থানায় ২০০১ সালের পহেলা জুন মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করি। আমি সব সময় নতুন কিছু শিখতে এবং অন্যকে শিখাতে পছন্দ করি।
অবসর সময়ে ইন্টারনেট ঘাটাঘাটি করে কম্পিউটার, ইন্টারনেট ও ব্লগিং সম্পর্কে একটা ভাল অভিজ্ঞতা হয়েছে যেমন ব্লগিং, এডসেন্স, ফেসবুক, গ্রাফিক্স ডিজাইন, ওয়েভ ডিজাইন এবং ইন্টারনেট মার্কেটিং ইত্যাদি বিষয়ে অভিজ্ঞতা হয়েছে। এগুলি দিয়ে আমি সব সময় আমার ব্লগটিকে ভাল অবস্থানে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করি।
আমার সাথে যোগাযোগের ঠিকানা নিচের ADMIN পেজ থেকে দেখতে পারবেন।
0 Response to "Sms Bomber,Email bomber,whatsapp Bomber।। যেকোন নাম্বার আনলিমিটেড এসএমএস সেন্ট করুন।"
Post a comment