Digital Platform এর মাধ্যমে আপনি Airtel Prepaid SIM কিনতে পারবেন এবং এর মূল্য মাত্র ২০০ টাকা।
আপনি যদি Doorstep সার্ভিস এর মাধ্যমে অর্ডার করে থাকেন, সেক্ষেত্রে নতুন SIM টি পেতে ২ দিন সময় লাগবে। Doorstep সার্ভিসটির জন্য কোন ধরনের চার্জ প্রযোজ্য হবে না। এছাড়া, আপনি যদি রবি বা এয়ারটেল সেবা/ রিটেইল পয়েন্ট থেকে SIM টি উঠাতে চান, সেক্ষেত্রে সময় লাগবে ৩ দিন।
নতুন SIM চালু করে *123*200# এই কোডটি ডায়াল করলেই আপনি নিচের অফারটি উপভোগ করতে পারছেনঃ
১০GB ডাটা (৮GB+২GB 4G)+ ২০ টাকা ক্যাশব্যাক, মেয়াদ ৩০ দিন।
১ পয়সা/সেকেন্ড, মেয়াদ ৯০ দিন
মেইন অ্যাকাউন্ট ব্যালেন্স জানতে অনুগ্রহ করে *১#, ডাটা ব্যালেন্স চেক করতে *৩# ডায়াল করুন।
মূল কল রেটের উপর (সম্পূরক শুল্ক + ভ্যাট+ সারচার্জ) প্রযোজ্য হবে।
প্রথমে এখানে এখানে ক্লিক করুন।
Next : continue তে ক্লিক করুন।
কি সিম অর্ডার করবেন তা সিলেক্ট করে continue তে ক্লিক করুন।তার পর সিম এর নাম্বার সিলেক্ট করে দিয়ে continue তে ক্লিক করুন।
তার পর Home delivery তে ক্লিক করুন।
যে সিম নিবে তার নিছে তথ্য গুলা সঠিক ভাবে দিয়ে দিন।
Continue এ ক্লিক করুন।
নতুন SIM এর অর্ডার/রিকুয়েস্ট সাবমিট করার পর আপনাকে একটি reference code দেখনো হবে যা পরবর্তিতে আপনার সিমটি কালেক্ট করার জন্য প্রয়োজন হবে।
Share Via:
About Author
আমি ফরিদপুর জেলাধীন সালথা থানায় ২০০১ সালের পহেলা জুন মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করি। আমি সব সময় নতুন কিছু শিখতে এবং অন্যকে শিখাতে পছন্দ করি।
অবসর সময়ে ইন্টারনেট ঘাটাঘাটি করে কম্পিউটার, ইন্টারনেট ও ব্লগিং সম্পর্কে একটা ভাল অভিজ্ঞতা হয়েছে যেমন ব্লগিং, এডসেন্স, ফেসবুক, গ্রাফিক্স ডিজাইন, ওয়েভ ডিজাইন এবং ইন্টারনেট মার্কেটিং ইত্যাদি বিষয়ে অভিজ্ঞতা হয়েছে। এগুলি দিয়ে আমি সব সময় আমার ব্লগটিকে ভাল অবস্থানে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করি।
আমার সাথে যোগাযোগের ঠিকানা নিচের ADMIN পেজ থেকে দেখতে পারবেন।
0 Response to "রবি & এয়ারটেল সিম কিনুন ঘরে বসে আর পেয়ে যান ফ্রি ১০ জিবি সাথে ২০৳ ক্যাশব্যাক। "
Post a comment