বাংলালিংক গ্রাহকেরা এখন 3G সিম রিপ্লেস করুন একদম ফ্রিতে আর চলে আসুন বাংলালিংক-এর 4G দুনিয়ায়। এর সাথে গ্রাহকেরা পাচ্ছেন ফ্রিতে ৮GB (৪GB+ ৪GB 4G) FASTEST ইন্টারনেট, মেয়াদ ৭ দিন।
শুধু তাই না, রিচার্জের এই অফারটি গ্রাহক ৩ মাসব্যাপী যত খুশি ততবার গ্রহণ করতে পারবেন। তো আর দেরি না করে, আজই আপনার সিমটি আপগ্রেড করুন ও বাংলালিংক-এর 4G নেটওয়ার্কে সবকিছু বেশি বেশি উপভোগ করুন!
গ্রাহক 4G নেটওয়ার্ক গ্রহণ করতে পারবেন কি না জানতে এসএমএস-এ লিখুন “Free4G” আর পাঠিয়ে দিন ২৫০০ নম্বরে বা ডায়াল করুন *৫০০০*৪০#
Share Via:
About Author
আমি ফরিদপুর জেলাধীন সালথা থানায় ২০০১ সালের পহেলা জুন মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করি। আমি সব সময় নতুন কিছু শিখতে এবং অন্যকে শিখাতে পছন্দ করি।
অবসর সময়ে ইন্টারনেট ঘাটাঘাটি করে কম্পিউটার, ইন্টারনেট ও ব্লগিং সম্পর্কে একটা ভাল অভিজ্ঞতা হয়েছে যেমন ব্লগিং, এডসেন্স, ফেসবুক, গ্রাফিক্স ডিজাইন, ওয়েভ ডিজাইন এবং ইন্টারনেট মার্কেটিং ইত্যাদি বিষয়ে অভিজ্ঞতা হয়েছে। এগুলি দিয়ে আমি সব সময় আমার ব্লগটিকে ভাল অবস্থানে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করি।
আমার সাথে যোগাযোগের ঠিকানা নিচের ADMIN পেজ থেকে দেখতে পারবেন।
0 Response to "8 GB free - Banglalink < Banglalink সিমে ফ্রিতে 8GB ইন্টারনেট নিয়ে নিন। (শর্ত প্রযোজ্য)>"
Post a comment