[অনলাইম ইনকাম] ক্যাপচা পূরন করে প্রতিমাসে ১৫-২০ ডলার ইনকাম করুন


কেমন আছেন সাবাই? আশা করি টিউন্স৭১ এর সাথে থেকে ভালোই আছি।আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ২ক্যাপচা থেকে ইনকাম করা যায়। 

Website Link :  2Captcha


2Captcha তে কাজ করার সবচেয়ে মাজাদার ব্যাপাটি হলো তারা আপনাকে প্রতি এক হাজার ক্যাপচার জন্য বাংলাদেশী টাকায় ৮০ টাকা দেওয়ার পাশাপাশি কঠিন ক্যাপচাগুলি এন্ট্রি করার জন্য বোনাস প্রদান করে থাকে। এছাড়া এই ওয়েবসাইটে আপনার পরিচিত কাউকে রেফার করে জয়েন করানোর মাধ্যমেও অতিরিক্ত অর্থ আয় করা সম্ভব। 2Captcha তে কাজ শুরু করার সাথে সাথে আপনি আপনার উপার্জিত অর্থ দেখতে পাবেন এবং পেইজার মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। নীল বাটনের লিংকটিতে ক্লিক করে 2Captcha তে যোগ দিন।


[অনলাইম ইনকাম] ক্যাপচা পূরন করে প্রতিমাসে ১৫-২০ ডলার ইনকাম করুন



যে পেজটি দেখতে পাচ্ছেন এরকম একটি পেজ দেখতে পাবেন। এবার পেজটির ডানপাশে উপরে দেখুন Log in এবং Register বাটন আছে। প্রথমে একাউন্ট তৈরি করার সময় রেজিস্ট্রেশন করতে হয় তারপর প্রতিবারে আপনাকে লগইন করে প্রবেশ করতে হবে। এখন নতুন একাউন্ট করার জন্য Register বাটনে ক্লিক করুণ।




[অনলাইম ইনকাম] ক্যাপচা পূরন করে প্রতিমাসে ১৫-২০ ডলার ইনকাম করুন

ক্লিক করার পর উপরের পেজটি দেখতে পাবেন। ইমেইলের ঘরে আপনার ইমেইল এড্রেসটি নির্ভূলভাবে লিখুন। তারপর আপনার নিজের মত করে একটি পাসওয়ার্ড দিন। পরের রিপিট পাসওয়ার্ড এর ঘরে পাসওয়ার্ড আবার লিখুন।

[অনলাইম ইনকাম] ক্যাপচা পূরন করে প্রতিমাসে ১৫-২০ ডলার ইনকাম করুন




তারপর I agree with the Terms এর ডানপাশে টিক দিন। সবশেষে START বাটনে ক্লিক করুণ। বাস আপনার একাউন্ট এখন রেডি। এবার আপনার ইমেইল এ একটা কনফার্মেশন লিংক যাবে সেটাতে ক্লিক করে একাউন্ট ভেরিফাই করে নিন।

[অনলাইম ইনকাম] ক্যাপচা পূরন করে প্রতিমাসে ১৫-২০ ডলার ইনকাম করুন


স্কীনশর্ট এর মত একটি ড্যাশবোর্ড দেখতে পাবেন। বামপাশে My Account এ ক্লিক করুণ। এখন আপনার নামের প্রথম অংশ, নামের শেষ অংশ তারপর নামের মধ্য অংশ থাকে যদি তবে তা পুরণ করুণ। তারপর আপনার মোবাইল বা ফোন নম্বর লিখুন। সবশেষে দেখুন Save বাটন আছে। Save বাটনে ক্লিক করুণ। আপনার নামের সব তথ্য সেভ হয়ে গেলো।




কিভাবে ক্যাপচা টাইপ করবেন...?

প্রথমেই বলেছি ডাটা এন্ট্রি বা ক্যাপচা টাইপ করা কিন্তু কোন কঠিন কাজ নয়। শুধুমাত্র টাইপ জানলেই হলো।

[অনলাইম ইনকাম] ক্যাপচা পূরন করে প্রতিমাসে ১৫-২০ ডলার ইনকাম করুন



যে পেজটি দেখতে পাচ্ছেন সেটি ক্যাপচা এন্ট্রি বা ডাটা এন্ট্রি কাজের জন্য ।
প্রথমে লগইন করার পর এই পেজটি পাবেন। উপরে দেখুন Start Work নামে একটি বাটন আছে। কাজ শুরু করার জন্য Start Work বাটনে ক্লিক করুণ। তারপর Start, Sound On, Only Normal, Only Normal and Recaptcha নামক কয়েকটি অপশন আছে। সেখান থেকে Only Normal টা সিলেক্ট করে কাজ শুরু করুণ। কারণ Only Normal and Recaptcha টা তুলনামূলক একটু কঠিন বটে। তবে কোন সমস্যা নেই। আপনার ইচ্ছামত পছন্দ করে কাজ শুরু করুণ।


উপরের ছবিতে দেখতে পাচ্ছেন ইংরেজিতে কয়েকটি বর্ণ। এই বর্ণগুলিকে দেখে দেখে সঠিক ভাবে টাইপ করে সেন্ড করুণ বা এন্টার চাপুন। এভাবে একের পর এক আসতে থাকবে আর আপনি টাইপ করে সেন্ড বা এন্টার বাটন চাপবেন।
প্রত্যেকটি ক্যাপচার টাইপ শুরু করার জন্য ১০ সেকেন্ড সময় থাকে। এই ১০ সেকেন্ডের মধ্যে আপনাকে টাইপের কাজ শুরু করতে হবে।
CAPTCHAs entered: 0. এখানে আপনি দেখতে পাবেন এতক্ষত যতগুলো টাইপ করছেন তার সংখ্যা। This session: 0 USD এখানে কত ডলার সেন্ট আয় হচ্ছে তার পরিমান দেখা যাবে।




কিভাবে বেশি বেশি আয় করবেন...?
উপরের ছবিতে খেয়াল করুণ কতগুলো ঘর লাল, কতগুলো হলুদ আর কতগুলো ঘর সবুজ।
লাল ঘরে সময়গুলোতে টাইপ করলে প্রতি হাজারে $0.৬০ সেন্ট মানে বাংলাদেশ টাকায় প্রায় ৪৮ টাকা। এই ১০০০ ক্যাপচা টাইপ করতে সময় লাগে ১ ঘন্টা থেকে ১ঘন্টা ২০ মিনিট। সবকিছু নির্ভর করবে আপনার হাতের স্পীড এবং ইন্টারনেটের স্পীড এর উপর। অন্য সময় টাইপ করলে একটু কম রেট। তবে সারাদিন রাত যে কোন সময় টাইপ করা যায়। লাল কালি চিহ্নিত সময়ে টাইপ করলে আপনার হাতের স্পীড বেশি হলে ৩-৪ ডলার আয় করতে পারবেন। প্রায়ই তারা লালকালির গ্রাফ পরিবর্তন করে। সাধারণত রাত ১২ টার পর থেকে সকাল ১০ টা পর্যন্ত এর মধ্যেই রেট বেশি থাকে। আর অন্য সময়ে যদি টাইপ করেন তবে আশা করি প্রতিমাসে সব মিলিয়ে ১০০-১৫০ ডলার বা ৮ হাজার থেকে ১২ হাজার টাকা আয় করতে পারবেন অনাআসেই।





যেভাবে কাজ করবেন...


[অনলাইম ইনকাম] ক্যাপচা পূরন করে প্রতিমাসে ১৫-২০ ডলার ইনকাম করুন



" I am not a robot" চাপুন


[অনলাইম ইনকাম] ক্যাপচা পূরন করে প্রতিমাসে ১৫-২০ ডলার ইনকাম করুন

যা সিলেক্ট করতে বলবে তা সিলেক্ট করে ভেরিফাই এ ক্লিক করুন

[অনলাইম ইনকাম] ক্যাপচা পূরন করে প্রতিমাসে ১৫-২০ ডলার ইনকাম করুন



এভাবে ১০০০ ক্যাপচা পূরন করা করে আপনি পাবেন ১$। 




Post a Comment

Previous Post Next Post