আসসালামু-অলাইকুম, অনেকে শখের বসে নিজের নামে রিংটন সেট করতে চান তাদের জন্য আজকে সেয়ার করবো নিজের নামে রিংটোন তৈরি করার নিয়ম।



আরো পড়ুনঃ 

  1. করোনা ভাইরাস টেস্ট এর রেজাল্ট কিভাবে বের করতে হয় ? ( Covid-19 Test Result)
  2. গুগল নিয়ে মজার ৪ টি ট্রিকস!
  3. টিন সার্টিফিকেট কি এবং কিভাবে তৈরী করবো?


নিজের নামে রিংটোন তৈরি করার নিয়মঃ

প্রথমে প্লেস্টোর হতে My name Rington অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নিন। 

এখন অ্যাপটি ওপেন করে কোন প্রকার পারমিশন চাইলে "Allow" করে দিন। নিচের মত My Name Rington এ ক্লিক করুন।

নিজের নামে রিংটোন তৈরি করার নিয়ম

এখন Create New এ ক্লিক করুন -


এখানে ২ টি অপশন পাবেন Text এবং Voice থেকে Text এ ক্লিক করুন-

নিজের নামে রিংটোন তৈরি করার নিয়ম

এরপর এখানে আপনি যে রিংটোনটি বানাবেন তার বিস্তারিত দিতে হবে।

Add prefix: এখনে প্রথমে আপনাকে কি বলবে মানে Hi,Hello or Hey এগুলো দিন।
Your name: এখানে আপনার নাম দিন।
Add postfix: এখানে রিংটোনটি কি হবে সেটি দিন।
Volume Control: রিংটোনের ভলিউম কেমন হবে সেটি দিন।
Background Music: মূল রিংটোনের পাশাপাশি কোন মিউজিক দিতে চাইলে এখানে থেকে Background Music এড করে দিতে হবে।
Speech Rate:  রিংটোনটি কতটা slowly বা fastly হবে সেটি। 
Echo: রিংটোনে ইকো দিতে চাইলে এখান থেকে দিতে পারবেন। মানে মনে হবে রুমের ভিতর থেকে বলছে।


সবকিছু দিয়ে রিংটোনটি কেমন হলো চালিয়ে দেখতে play তে ক্লিক করুন। সেভ এবং রিংটোনটি আপনার ফোনে সেট করতে Save এ ক্লিক করুন।

নিজের নামে রিংটোন তৈরি করার নিয়ম

Set as rington এ ক্লিক করুন।

নিজের নামে রিংটোন তৈরি করার নিয়ম

ডিফল্ট হিসাবে সেট করতে Set as ringtone এ ক্লিক করুন, কোন নিদিষ্ট Contact এ সেট করতে Assign to contact এ ক্লিক করুন।

নিজের নামে রিংটোন তৈরি করার নিয়ম


আজ এখানে শেষ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন,আমাদের সাথেই থাকুন।





আরো পড়ুনঃ 

6 Comments

Post a Comment

Previous Post Next Post