গুরুত্বপূর্ণ ১০ টি মোবাইল অ্যাপ।। যা আপনার ফোনে অবশ্যই থাকা উচিত।

 আসসালামু-অলাইকুম,কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে শেয়ার করব গুরুত্বপূর্ণ দশটি মোবাইল অ্যাপস যা আপনার ফোনে অবশ্যই থাকা উচিত। আমরা উঠতে-বসতে বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহার করি যা আমাদের কাজকে অনেক সহজ করে দিয়েছে। 

আজ যে দশটি অ্যাপস নিয়ে আপনাদের মাঝে আলোচনা করবো,সেগুলো অবশ্যই আপনাদের কাজে দিবে,তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি।



 

 1.lastpass 

লাস্টপাস এমন একটি অ্যাপস যেখানে আপনি আপনার সমস্ত পাসওয়ার্ড সংরক্ষণ করতে পারবেন এবং পরবর্তীতে এগুলো ব্যবহার করতে পারবেন।  

এখানে একটি পাসওয়ার্ড সংরক্ষণ করার পর পরবর্তীতে ব্যবহার করার সময় আপনাকে পাসওয়ার্ড মনে রাখতে হবে না।

যেমন ধরুন ফেসবুকে লগইন করার সময় আপনি যদি ফেসবুকের পাসওয়ার্ড টি আগে লাস্টপাসে সংরক্ষণ করে থাকেন তবে ফেসবুকে লগইন পেজ যাওয়ার পর ইউজারনেম অথবা মোবাইল নাম্বার দেওয়ার পর অটোমেটিকলি লাস্টপাস থেকে পাসওয়ার্ডটি চলে আসবে।

আর এভাবে পাসওয়ার্ড সংরক্ষণ করলে পাসওয়ার্ড ভুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকেনা। আমরা যারা অনলাইনে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট খুলে থাকি তাদের জন্য এই অ্যাপসটি খুবই উপকারে আসবে কারণ আমাদের পক্ষে সম্ভব হয় না সবগুলো একাউন্টের পাসওয়ার্ড মনে রাখা। 

কখনও কখনও পাসওয়ার্ড ভুলে যাই, যার জন্য লাস্টপাস অ্যাপসটি আপনাদের উপকারে আসবে। 

নিচের স্ক্রীনশট গুলো লক্ষ্য করুন :

গুরুত্বপূর্ণ ১০ টি মোবাইল অ্যাপ।। যা আপনার ফোনে অবশ্যই থাকা উচিত।


সবার প্রথমে প্লে স্টোর হতে লাস্টপাস অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ওপেন করে নেই-


গুরুত্বপূর্ণ ১০ টি মোবাইল অ্যাপ।। যা আপনার ফোনে অবশ্যই থাকা উচিত।


এরপর নিচের মতো করে আপনার ইমেইল আইডি ব্যবহার করে একটি একাউন্ট খুলে নেই।


গুরুত্বপূর্ণ ১০ টি মোবাইল অ্যাপ।। যা আপনার ফোনে অবশ্যই থাকা উচিত।


একাউন্ট খোলার সময় পাসওয়ার্ডগুলো অবশ্যই 12 ক্যারেক্টারের বেশি হতে হবে এবং একাউন্ট খোলার পর বায়োমেট্রিক অন করে নিতে হবে তারপরে কিছু পারমিশন চাইবে পারমিশন গুলো Allow করে দিতে হবে।



গুরুত্বপূর্ণ ১০ টি মোবাইল অ্যাপ।। যা আপনার ফোনে অবশ্যই থাকা উচিত।


এখানে Biometrics অন করে নিতে হবে


গুরুত্বপূর্ণ ১০ টি মোবাইল অ্যাপ।। যা আপনার ফোনে অবশ্যই থাকা উচিত।



গুরুত্বপূর্ণ ১০ টি মোবাইল অ্যাপ।। যা আপনার ফোনে অবশ্যই থাকা উচিত।

সব শেষ লাস্টপাসে গিয়ে আপনার যেকোনো একটি পাসওয়ার্ড সেভ করে রাখুন।

বিদ্রঃ পাসওয়ার্ড সেভ করার সময় স্কিনসট নেওয়া যায়না বিধায় দেখাতে পারলাম না,তবে এটি খুবি সহজ কাজ।

আমি আমার ফেসবুক পাসওয়ার্ডটি পাস্টপাসে সেভ করে রেখেছি এখন যখনি ফেসবুকে লগিন করতে যাই নিচের মত পাসওয়ার্ড অটোমেটিক চলে আসছে।

গুরুত্বপূর্ণ ১০ টি মোবাইল অ্যাপ।। যা আপনার ফোনে অবশ্যই থাকা উচিত।



2.Notification history log 

এই অ্যাপসটির মূল কাজ হলো আপনার সমস্ত নোটিফিকেশন কে সংরক্ষণ করা।

 এটি নটিফিকেশ এর রিসাইকেলবিন হিসেবে কাজ করে।

 রিসাইকেলবিন যেমন  ফাইল ম্যানেজার থেকে ডিলিটকৃত যেকোনো ছবি, গান,অডিও,ভিডিও,পিডিএফ সংরক্ষন করে রাখে এবং আমরা প্রয়োজনমত পরবর্তিতে এখান থেকে রিস্টর করে নেই। 

 একই কাজ Notification history Log করে থাকে, ধরুন আমার ফোনে ফেসবুক থেকে একটা নোটিফিকেশন আসলো যেটি আমি না দেখেই সরিয়ে দিলাম কিন্তু পরক্ষণেই মনে হলো এই নোটিফিকেশন টি আমার দেখার প্রয়োজন ছিল। সেক্ষেত্রে আপনার রিসাইকেল বিনে বা Notification history Log এ সেটা থেকে যাবে।আপনি সেখান থেকে দেখে নিতে পারবেন। 

 

কিছু স্ক্রিনশট দেখে নিন -

গুরুত্বপূর্ণ ১০ টি মোবাইল অ্যাপ।। যা আপনার ফোনে অবশ্যই থাকা উচিত।

গুরুত্বপূর্ণ ১০ টি মোবাইল অ্যাপ।। যা আপনার ফোনে অবশ্যই থাকা উচিত।


3.Patient aid

এটি আপনাকে মেডিকেল রিলেটেড সহায়তা দিতে পারে। আপনি কোনো ডাক্তারের নাম মোবাইল নাম্বার, যেকোন ওষুধের  মূল্য , কোন ওষুধের কি কাজ এর পার্শপ্রতিক্রিয়া আছে কিনা এবং গ্রহণের নিয়ম সবকিছু পেয়ে যাবেন এই একটি মাত্র অ্যাপস এ। 

অ্যাপসের মাধ্যমে আপনি চাইলে ওষুধ খাওয়ার জন্য এলার্ম  (কোন ওষুধটা দিনে কয়বার খেতে হবে সেটি) সেট করে রাখতে পারেন তাহলে আপনার ওষুধ খাওয়ার সময় হলে এলার্ম বাজতে থাকবে। 

এছাড়াও এখানে আপনি বিভিন্ন ব্লড ব্যাংক এবং অ্যাম্বুলেন্সের সহায়তা পেয়ে যাবেন। 

তাছাড়াও আরও অনেক সহায়তা পাবেন একটি মাত্র অ্যাপ এ, আশা করি সবার ভালো লাগবে ব্যবহার করে দেখতে পারেন। আমিও নিজেও এটি ব্যাবহার করি।


কিছু স্কিনসট দেখে নিন- 

গুরুত্বপূর্ণ ১০ টি মোবাইল অ্যাপ।। যা আপনার ফোনে অবশ্যই থাকা উচিত।

গুরুত্বপূর্ণ ১০ টি মোবাইল অ্যাপ।। যা আপনার ফোনে অবশ্যই থাকা উচিত।

গুরুত্বপূর্ণ ১০ টি মোবাইল অ্যাপ।। যা আপনার ফোনে অবশ্যই থাকা উচিত।

গুরুত্বপূর্ণ ১০ টি মোবাইল অ্যাপ।। যা আপনার ফোনে অবশ্যই থাকা উচিত।

গুরুত্বপূর্ণ ১০ টি মোবাইল অ্যাপ।। যা আপনার ফোনে অবশ্যই থাকা উচিত।

গুরুত্বপূর্ণ ১০ টি মোবাইল অ্যাপ।। যা আপনার ফোনে অবশ্যই থাকা উচিত।

গুরুত্বপূর্ণ ১০ টি মোবাইল অ্যাপ।। যা আপনার ফোনে অবশ্যই থাকা উচিত।



4.Google lens 

গুগোল লেন্স মূলত কোন অবজেক্ট এর বিস্তারিত  প্রদান করে থাকে।  

আপনি যদি কোন বস্তু সম্পর্কে না জানেন তাহলে আপনার হাতে থাকা মোবাইলে গুগল লেন্স চালু করে সেই বস্তুটির উপর ধরুন, দেখবেন সেই বস্তুটি সম্পর্কে যাবতীয় তথ্য চলে এসেছে। 


আর একটা কথা মনে রাখবেন এই অ্যাপসটি বর্তমানে প্রায় প্রতিটি মোবাইলেই ইনবিল্ট অবস্থায় থাকে তাই প্রয়োজন না হলে অযথা অ্যাপস ডাউনলোড করার প্রয়োজন নেই। 

যেমন আমার ফোনে ইনবিন্ড অবস্থায় গুগল লেন্স রয়েছে । আমার ফোনে পাওয়ার বাটন চেপে ধরলে গুগোল লেন্স চলে আসে ।

 দেখুন আমি পরীক্ষামুলকভাবে আমার বানানো একটি বার্গারের উপর গুগোল লেন্স মানে হচ্ছে আমার মোবাইলে ক্যামেরা টি ধরলাম-

গুরুত্বপূর্ণ ১০ টি মোবাইল অ্যাপ।। যা আপনার ফোনে অবশ্যই থাকা উচিত।

গুরুত্বপূর্ণ ১০ টি মোবাইল অ্যাপ।। যা আপনার ফোনে অবশ্যই থাকা উচিত।

 সাথে সাথে ওই অবজেক্ট ( বার্গার) সম্পর্কিত অনেক তথ্য চলে এসেছে। 



5.Airdroid

এয়ার্ড্রয়েড মূলত রিমোট কন্ট্রোল অ্যাপস মানে হচ্ছে অ্যাপসের মাধ্যমে আপনি আপনার হাতে থাকা মোবাইল অথবা পিসিকে রিমোট হিসাবে ব্যবহার করতে পারবেন।

আর একটা মজার বিষয় হল আপনি আপনার পরিচিত কারো ফোনে যদি এই অ্যাপস টি ইন্সটল করে দিতে পারেন তবে আপনি আপনার নিজের ফোন থেকেই সেই ফোন কন্ট্রোল করতে পারবেন।যার একটি টিউটোরিয়াল অলরেডি আমাদের সাইটে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন। 


কিভাবে Airdroid এর মাধ্যমে মোবাইল ফোন হ্যাক করা যায় ২০২২alert-info


Airdroid কে পিসির সাথে কানেক্ট করে আপনি পিসি থেকে আপনার মোবাইলে বিভিন্ন প্রকারের ফাইল ট্রান্সফার করতে পারবেন অথবা পিসিকে রিমোট হিসেবে ব্যবহার করতে পারবেন ।

আরেকটা সুবিধা হলো আপনার ফোন এবং পিসি একসাথে কানেক্ট থাকা অবস্থায় যদি এই ফোনে কোন নোটিফিকেশন আসে তবে তার পিসি থেকে পড়তে পারবেন এবং আপনার ফোনের সমস্ত একসেজ আপনি পিসি থেকে নিতে পারবেন।

 এমনকি ফোন থেকে কল করতে পারবেন, মেসেজ দিতে পারবেন, গ্যালারিতে যে কোনো ধরনের ভিডিও প্লে করতে পারবেন, আপনার ফোনের সমস্ত কাজ গুলো আপনি আপনার পিসি থেকে করতে পারবেন, আবার চাইলে আপনি আপনার কম্পিউটারকে আপনার ফোন থেকেও কন্ট্রোল করতে পারবেন। 



6.CamScanner

কম্পিউটারের তথ্য ইনপুট করার জন্য আমরা যেমন স্ক্যানার করি তেমনি মোবাইলে তথ্য ইনপুট করার জন্য আমরা এই স্ক্যানার ব্যবহার করতে পারি।

 যেমন কোনো ভোটার আইডি কার্ড বা কোন পেপার যদি আমরা কপি করে রাখতে চায় তবে আমরা ক্যামস্ক্যানার ইউজ করে সেটি স্ক্যান করে সব হুবহু কপি করে রাখতে পারি। 

আমাদের অনেক সময় কোন নোট কপি করে রাখার প্রয়োজন পড়ে কিন্তু তখন কোন কম্পিউটার/স্ক্যানার না থাকায় সম্ভব হয় না। এক্ষেত্রে আপনি যদি এটি দিয়ে স্ক্যান করে রাখেন তবে পরবর্তীতে প্রিন্ট করে ব্যবহার করতে পারবেন এবং চাইলে আপনি এখান থেকে শেয়ার করতে পারবেন।  

আপনি যে কাউকে সেয়ার করে দিতে পারবেন এবং এটি অনলাইনে সংরক্ষিত অবস্থায় থাকবে যাতে পরবর্তীতে আপনি যখন আপনার মোবাইল নাম্বার টি ব্যবহার করে লগইন করবেন তখন সব তথ্য গুলো চলে আসবে । 

আমি ব্যক্তিগতভাবে তথ্য সংরক্ষণের জন্য অ্যাপটি প্রতিনিয়ত ব্যাবহার করি। আপনারা ব্যাবহার করে দেখতে পারেন,  আশা করি অনেক উপকারে আসবে।



কিছু স্কিনসট দেখে নিন-


গুরুত্বপূর্ণ ১০ টি মোবাইল অ্যাপ।। যা আপনার ফোনে অবশ্যই থাকা উচিত।

গুরুত্বপূর্ণ ১০ টি মোবাইল অ্যাপ।। যা আপনার ফোনে অবশ্যই থাকা উচিত।

গুরুত্বপূর্ণ ১০ টি মোবাইল অ্যাপ।। যা আপনার ফোনে অবশ্যই থাকা উচিত।

গুরুত্বপূর্ণ ১০ টি মোবাইল অ্যাপ।। যা আপনার ফোনে অবশ্যই থাকা উচিত।

গুরুত্বপূর্ণ ১০ টি মোবাইল অ্যাপ।। যা আপনার ফোনে অবশ্যই থাকা উচিত।

গুরুত্বপূর্ণ ১০ টি মোবাইল অ্যাপ।। যা আপনার ফোনে অবশ্যই থাকা উচিত।


7.Dumpster

একটি রিসাইকেল বিন মানে হচ্ছে আপনি আপনার ডিভাইস থেকে যদি কখনো ভুলবশত কোন ফাইল,  ছবি, মিউজিক, পিডিএফ বা যেকোনো প্রকারে তথ্য ডিলিট দিয়ে থাকেন তবে রিসাইকেল বিনে এটি জমা হয়। আপনি অ্যাপসটির মাধ্যমে সেগুলো পুনরায় রিকভারি করতে পারবেন এবং দেখতে পারবেন। 

আমাদের ফোনে অনেক সময় দরকারি তথ্য থাকে যা ডিলিট হলে সমস্যা হতে পারে,  তাই আমাদের সবারই উচিত ব্যাকআপ হিসেবে Dumpster  এর মত একটি অ্যাপস ইন্সটল করে রাখা যাতে করে পরবর্তীতে ভুলবশত কোন প্রকার তথ্য হারানোর হাত থেকে রক্ষা পেতে পারি। 




কিছু স্কিনসট দেখে  নিন-

গুরুত্বপূর্ণ ১০ টি মোবাইল অ্যাপ।। যা আপনার ফোনে অবশ্যই থাকা উচিত।

গুরুত্বপূর্ণ ১০ টি মোবাইল অ্যাপ।। যা আপনার ফোনে অবশ্যই থাকা উচিত।



7. Apps lock 

ফাইল বা কোন অ্যাপস লক করে রাখা যায় সেটা আমরা সবাই জানি। অ্যাপস লক ব্যবহার করে আমরা আমাদের কাঙ্খিত কোন ফাইল বা কোন অ্যাপস কে অতিরিক্ত সিকিউরিটি দিতে পারি।যাতে সেটি অন্যকেও ব্যবহার করতে না পারে।

অ্যাপস লক এ বিশেষ কিছু ফিচার রয়েছে যেমন আপনি যদি কোন লক করা অ্যাপস খুলতে চেস্টা করেন তবে আপনার ছবি উঠে যাবে,তবে তার জন্য নিচের সেটিং টি অন করে নিতে হবে-

গুরুত্বপূর্ণ ১০ টি মোবাইল অ্যাপ।। যা আপনার ফোনে অবশ্যই থাকা উচিত।


Protect →Intruder Selfie → Intruder Record ON


গুরুত্বপূর্ণ ১০ টি মোবাইল অ্যাপ।। যা আপনার ফোনে অবশ্যই থাকা উচিত।


 এ ছাড়াও অ্যাপসটির আইকন পরিবর্তন করা যায় যেমন ধরুন কোন ক্যালকুলেটর বা কোন কোম্পাসের আইকন দেওয়া যায়।

গুরুত্বপূর্ণ ১০ টি মোবাইল অ্যাপ।। যা আপনার ফোনে অবশ্যই থাকা উচিত।


 যার কারনে আপনি আপনার ফোনে যদি এই অ্যাপসটি ইন্সটল করে থাকেন তবে কেউ বুঝতেই পারবেনা কোনটা অ্যাপসলক আর কোনটি ক্যালকুলেটর/কম্পাস। 



8.Fooview

এটি অনেক কাজের একটি অ্যাপ, এর উপকারিতা বলে শেষ করা যাবে না। 

অনেকগুলো ফিচার রয়েছে এর মধ্যে, যেমন  আপনি ওয়েবসাইট ভিজিট করা + YouTube এ ভিডিও দেখা অথবা ফেসবুক + ওয়েবসাইট ব্রাউজ করতে পারবেন। মানে আপনি একি সাথে একাধিক কাজ করতে পারবেন। 

এতে অনেকগুলো অপশন রয়েছে তন্মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনি চাইলে যেকোন ওয়েবসাইট থেকে কোন লেখাকে কপি করতে পারবেন যদি সেখানে রেস্ট্রিকশনও থাকে। 


এই অ্যাপস নিয়ে আমাদের ওয়েবসাইটে আগে একটি পোস্ট প্রকাশ করা রয়েছে বিধায় আর কিছু লিখলাম না চাইলে পোস্ট টি দেখে নিতে পারেন। 


এক এপে ১০০টির বেশি ফিচার, আমার দেখা সেরা এপ, আপনার ফোনটি ব্যবহার করুন প্রো লেভেলে- Fooview appsalert-success



9.GoogleDoc & Google Keep

গুগোল ডক এবং গুগোল কিপ এর কাজের  ধরন প্রায় একই। আমরা বিভিন্ন সময় অনেক কিছু নোট হিসাবে লিখে রাখি , এই লেখাগুলো যদি  গুগোল ডক বা কিপে লিখি তবে অটোমেটিকলি আপডেট এবং সেভ হয়ে থাকে। পরবর্তীতে যদি কখনো মোবাইল টি হারিয়ে যায় তবে উক্ত ইমেইল আইডি দিয়ে যদি লগইন করেন তবে আপনার সমস্ত নোট পেয়ে যাবেন। 

এই অ্যাপস দুটির বড় সুবিধা হচ্ছে আপনি যখন কোন কিছু লিখবেন সাথে সাথে অটোমেটিক আপডেট হয়ে যাবে। আপনার সেভ করার কোন প্রয়োজন নেই। লেখার মাঝখানে যদি কোনো কারণে সেভ করতে ব্যর্থ হন তবে তা অটোমেটিকলি সেভ হয়ে থাকবে।


Google Doc:

কিছু স্কিনসট দেখে নিন-


গুরুত্বপূর্ণ ১০ টি মোবাইল অ্যাপ।। যা আপনার ফোনে অবশ্যই থাকা উচিত।

গুরুত্বপূর্ণ ১০ টি মোবাইল অ্যাপ।। যা আপনার ফোনে অবশ্যই থাকা উচিত।


Google keep :


গুরুত্বপূর্ণ ১০ টি মোবাইল অ্যাপ।। যা আপনার ফোনে অবশ্যই থাকা উচিত।

গুরুত্বপূর্ণ ১০ টি মোবাইল অ্যাপ।। যা আপনার ফোনে অবশ্যই থাকা উচিত।



10.Eyecon

এই অ্যাপটির মাধ্যমে অপরিচিত কোন নাম্বার থেকে কল আসলে তার পরিচয় পাওয়া যায়। 

মানে হচ্ছে আপনার ফোনে যদি অপরিচিত কোন নাম্বার থেকে কল আসে তবে এই অ্যাপসটি সেটা ডিটেক্ট করে এবং ওই নাম্বার সম্পর্কিত তথ্য আপনাকে প্রদান করে।

 যেমন 017xxxxxxxxx নাম্বারটিতে যদি কোন হোয়াটসঅ্যাপ আইডি অথবা ফেসবুক থাকে তবে সেটি চলে আসবে এবং সাথে সাথে এই নাম্বারটি ব্যবহারকারীর নাম চলে আসবে, তবে এটি ১০০% কার্যকারী নয়।

গুরুত্বপূর্ণ ১০ টি মোবাইল অ্যাপ।। যা আপনার ফোনে অবশ্যই থাকা উচিত।


গুরুত্বপূর্ণ ১০ টি মোবাইল অ্যাপ।। যা আপনার ফোনে অবশ্যই থাকা উচিত।


আজ এ পর্যন্তই সবাই ভাল থাকুন,সুস্থ থাকুন, খোদাহাফেজ।




1 تعليقات

إرسال تعليق

أحدث أقدم