করোনা ভাইরাস  টেস্ট এর রেজাল্ট কিভাবে বের করতে হয় ? ( Covid-19 Test Result)
করোনা ভাইরাস  টেস্ট এর রেজাল্ট কিভাবে বের করতে হয় ? ( Covid-19 Test Result) 

আসসালামু-অলাইকুম, কেমন আছেন সবাই? আজ দেখাবো করোনা ভাইরাস  টেস্ট এর রেজাল্ট কিভাবে বের করতে হয় ? ( Covid-19 Test Result) 

বিশেষ করে যারা বিদেশগামি তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ।  কারন এখন যেকোন দেশে যেতে হলে আপনাকে করোনা নেগেটিভ এর সার্টিফিকেট অবশ্যই লাগবে। এ ছাড়া আপনি ইমিগ্রেশন পার হতে পারবেন না।

তাহলে চলুন পদ্ধতিটি জেনে নেওয়া যাক। 


করোনা ভাইরাস  টেস্ট এর রেজাল্ট কিভাবে বের করতে হয় ? ( Covid-19 Test Result)
প্রথমেই Google এ গিয়ে search করুন ডগহশ

করোনা ভাইরাস  টেস্ট এর রেজাল্ট কিভাবে বের করতে হয় ? ( Covid-19 Test Result)

 সার্চ রেজাল্ট থেকে  রিপোর্ট/সার্টিফিকেট(ডাউনলোড) এ ক্লিক করুন।


নিচের মত পেজ আসলে এখানে করোনা টেস্ট করানোর সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই নাম্বার টি বসিয়ে " Get OTP" তে ক্লিক করুন।

করোনা ভাইরাস  টেস্ট এর রেজাল্ট কিভাবে বের করতে হয় ? ( Covid-19 Test Result)

এখন আপনার দেওয়া নাম্বারে নিচের মত ৪ ডিজিটের একটা OTP ( One Time Password)  যাবে। 

করোনা ভাইরাস  টেস্ট এর রেজাল্ট কিভাবে বের করতে হয় ? ( Covid-19 Test Result)

এই ধাপে,নিচে দেখানো বক্সে সেই OTP টি বসিয়ে
"সাবমিট" করুন।

করোনা ভাইরাস  টেস্ট এর রেজাল্ট কিভাবে বের করতে হয় ? ( Covid-19 Test Result)

সাবমিট করার পর নিচের মত আপনার তথ্য চলে আসবে সম্পূর্ণটা দেখার জন্য " Show " তে ক্লিক করুন।

করোনা ভাইরাস  টেস্ট এর রেজাল্ট কিভাবে বের করতে হয় ? ( Covid-19 Test Result)


দেখুন আপনার করোনা টেস্ট এর রেজাল্ট ( নেগেটিভ) চলে এসেছে। 

এখন প্রিন্ট/সেইভ করার জন্য "প্রিন্ট" বাটনে ক্লিক করুন।

করোনা ভাইরাস  টেস্ট এর রেজাল্ট কিভাবে বের করতে হয় ? ( Covid-19 Test Result)

ডাওনলোড হতে কয়েক সেকেন্ড সময় নিবে তারপর নিচের মত একটা ফাইল পাবেন।

করোনা ভাইরাস  টেস্ট এর রেজাল্ট কিভাবে বের করতে হয় ? ( Covid-19 Test Result)


এখন ফাইল টি অপেন করে দেখুন....
করোনা ভাইরাস  টেস্ট এর রেজাল্ট কিভাবে বের করতে হয় ? ( Covid-19 Test Result)


 এটাই আপনার করোনা টেস্ট এর রেজাল্ট ( সার্টিফিকেট)




এখন এটি প্রিন্ট করে যেকোন কাজে লাগাতে পারবেন। বিদেশগামি যাত্রি হলে ৫-৬ কপি করে নিবেন কারণ বিভিন্ন জায়গায় কাজে লাগবে।


আজ এই পর্যন্তই! সবাই ভালো থাকুন,সুস্থ থাকুন - খোদা হাফেজ। 

Post a Comment

أحدث أقدم